Mathematics Syllabus class - IX

Submitted by arpita pramanik on Tue, 02/15/2011 - 23:34

Mathematics Syllabus for Class - IX Standard

নবম শ্রেণী - (Class- IX)

 পাটি গণিত
 ১ . পূর্বপাঠের পূনরালোচনা । (Revision of Previous Lessons)

 ২.  ত্রৈরাশিকের ব্যাপকতর প্রয়োগ ।

 ৩. সরল সুদকষা  ।

 ৪. অংশীদারী  কারবার ও তার বিভিন্ন সমস্যায় অনুপাত ও সমানুপাতের প্রয়োগ ।

 ৫. ব্যাঙ্কের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সঙ্গে পরিচিতি । যেমন  S.B.A/c, R.D. A/c, T.D. A/c, F.D. A/c, Bank Draft, Cheque ইত্যাদি ।

 

 বীজগণিত 

১. পূর্বপাঠের পূনরালোচনা ।

২. ভাগ প্রক্রিয়ার দ্বারা সহজ ক্ষেত্রে গ.সা,গু. নির্ণয় ।

৩. দুই অজ্ঞাত রাশির সহ-সমীকরণ গঠন , সমাধান , ( তুলনামূলক ও পরিবর্ত পদ্ধতিতে ) ও প্রয়োগ ।

৪. কার্তেসীয় লম্ব স্থানাঙ্কের ধারনা । অক্ষের উপর দুইটি বিন্দুর দুরত্ব । লেখচিত্র  ( দ্বিমাত্রিক) । এক্ঘাত দ্বিচল বিশিষ্ট সমীকরণের লেখচিত্র অঙ্কন । লেখচিত্রের সাহায্যে দুইচলবিশিষ্ট একঘাত সহসমীকরণের সমাধান ।

 

 জ্যামিতি

১. পূর্বপাঠের পূনরালোচনা ।

২. নিম্নলিখিত প্রতিজ্ঞাগুলি প্রতিষ্ঠিত করা ।

   (ক) কোনো ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দিয়ে অন্য একটি বাহুর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলে উহা তৃতীয় বাহুকে সমদ্বিখন্ন্ডিত করে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খন্ন্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেকের সমান । কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল ।

   (খ) যদি তিনটি বা তার বেশি সমান্তরাল সরলরেখা যে-কোনো একটি ভেদক থেকে সমান সমান অংশ খন্ডিত করে , তাহলে তারা অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খন্ডিত করবে  ।

   (গ)  (i)  যে সকল সামন্তরিক  একই ভূমি ও একই সমান্তরালযুগলের ( অর্থাৎ একই উচ্চতা বিশিষ্ট ) মধ্যে অবস্থিত , তাদের ক্ষেত্রফল সমান ।

      (ii) একই ভূমি (অথবা সমান সমান ভূমি ) এবং একই সমান্তরালযুগলের  মধ্যে (অর্থাৎ একই উচ্চতা বিশিষ্ট) অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান ।

      (iii) দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের একই ভূমির উপর অবস্থিত এবং উহার একই দিকে অবস্থিত হলে তারা একই সমান্তরালযুগলের  মধ্যে অবস্থিত ।

     (iv) কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরালযুগলের  মধ্যে অবস্থিত হলে , ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে ।

  (ঘ) (i) যেকোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখন্ডক তিনটি সমবিন্দু ।

      (ii)  যেকোনো ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু ।

      (iii) যেকোনো ত্রিভুজের কোণগুলির অন্তর্সমদ্বিখন্ডিত তিনটি সমবিন্দু ।

      (iv)  যেকোনো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু ।

৩. পিথাগোরাসের উপপাদ্য : বিবৃতি ও প্রয়োগ ।

৪. অঙ্কন :

(i)  একটি নির্দিষ্ট ত্রিভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে , যার একটি কোণ নির্দিষ্ট কোণের সমান ।

(ii) একটি চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে ।

 

পরিমিতি 

১. আয়াতক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এবং যে-কোনো ঋজুরেখ ক্ষেত্রের ক্ষেত্রফল ।

২. বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল ([tex]\pi[/tex]-এর আসন্ন মান [tex]{{22} \over 7}[/tex] নেওয়া হবে ।

    ( কেবল মাত্র সূত্রের বিবৃতি ও তাদের সাংখ্যমানের প্রয়োগ ।

৩. সমকোণী চৌপল : তল  এবং  আয়তন সংক্রান্ত সমস্যাবলি ।

*****

Comments

Related Items

বিভিন্ন প্রকার রাশিমালা

বীজগাণিতিক রাশিমালা ( Algebraical Expression ) দুইপ্রকার সরল রাশি ( Simple Expression ) বা এক পদীয় ( Monomial ) জটিল রাশি ( Complex Expression ), জটিল রাশি ( Complex Expression ) আবার তিন প্রকার

বহুপদী সংখ্যামালার ধর্ম

দুটি বহুপদীয় রাশির যোগফল , বিয়োগফল ও গুণফল সর্বদা বহুপদীয় রাশি হয়। যদি কোনো বহুপদী রাশিমালা অপেক্ষক f(x) এমন হয় যে f(a) = 0 তখন অপেক্ষকটি ( x-a ) দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ বহুপদী সংখ্যামালা সর্বদাই তার উৎপাদক দ্বারা বিভাজ্য হবে।

ভাগশেষ উপপাদ্য

f(x) একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা Equation1 এবং a যেকোনো একটি বাস্তব সংখ্যা। f(x) কে ( x-a ) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a) .

গুণনীয়ক উপপাদ্য (Factor Theorem)

যদি f(x) কোনো একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা Equation 1 এবং a যেকোনো একটি বাস্তব সংখ্যা হয় , তাহলে

বহুপদী সংখ্যামালা সংক্রান্ত অংকের সমাধান

বহুপদী সংখ্যামালা সংক্রান্ত অংকের সমাধান (Solution of Polynomials )