সামন্তরিকের পঞ্চম উপপাদ্য

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 21:49

সামন্তরিকের পঞ্চম উপপাদ্য (Parallelogram Theorem)

সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 

 

প্রমাণ:

পড়ল মনে করি ABCD একটি সামন্তরিক। এখানে AB ।। DC এবং AD ।। BC . AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। 

আমাদের প্রমাণ করতে হবে AO = CO এবং BO = DO 

প্রমাণ : ত্রিভুজ AOB এবং ত্রিভুজ COD এর 

AB = DC 

[tex]\angle ABO = \angle CDO[/tex] যেহেতু এরা একান্তর কোণ 

[tex]\angle BAO = \angle DCO[/tex] যেহেতু এরা একান্তর কোণ 

অতএব ত্রিভুজ AOB [tex] \cong [/tex] ত্রিভুজ COD

অতএব AO = CO ( সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু )

এবং BO = OD ( সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু )

অর্থাৎ O হল AC এবং BD কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। 

 

প্রয়োগ : রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। 

রম্বস মনে করি ABCD একটি রম্বস এর AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। 

আমাদের প্রমাণ করতে হবে AO = CO , BO = DO এবং [tex]\angle AOB = {90^ \circ }[/tex]

প্রমাণ : যেহেতু রম্বস একটি সামন্তরিক সুতরাং তার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করবে। 

অর্থাৎ  AO = CO এবং  BO = DO হবে। 

ত্রিভুজ AOB এবং ত্রিভুজ BOC এর 

AB = BC 

OB সাধারণ বাহু 

AO = CO

অতএব ত্রিভুজ AOB [tex] \cong [/tex]  ত্রিভুজ BOC

অতএব  [tex]\angle AOB = \angle BOC[/tex]

এখন 

[tex]\begin{array}{l}
\angle AOB + \angle BOC = {180^ \circ }\\
 \Rightarrow 2\angle AOB = {180^ \circ }\\
 \Rightarrow \angle AOB = {90^ \circ }
\end{array}[/tex]

অতএব রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। 

 

ABCD সামন্তরিকের [tex]\angle BAD[/tex] ও [tex]\angle BCD[/tex] কোণের সমদ্বিখণ্ডক দুটি DC এবং AB বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে PAQC একটি সামন্তরিক। 

পৰ ABCD সামন্তরিকের  [tex]\angle BAD[/tex] ও [tex]\angle BCD[/tex] কোণের সমদ্বিখণ্ডক দুটি DC এবং AB বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।

প্রমাণ করতে হবে  PAQC একটি সামন্তরিক। 

প্রমাণ : ABCD সামান্তরিকের DC ।। AB এবং AP হল ছেদক। 

সুতরাং [tex]\angle DPA = [/tex]একান্তর [tex]\angle PAQ[/tex]

আবার [tex]\angle PAQ = \frac{1}{2}\angle DAB[/tex]

[tex] \Rightarrow \angle PAQ = \frac{1}{2}\angle DCB[/tex] ( যেহেতু [tex]\angle DAB = \angle DCB[/tex] )

[tex] \Rightarrow \angle PAQ = \angle PCQ[/tex] ( যেহেতু [tex]\frac{1}{2}\angle DCB = \angle PCQ[/tex] )

[tex] \Rightarrow \angle DPA = \angle PCQ[/tex] 

কিন্তু [tex]\angle DPA[/tex] ও [tex]\angle PCQ[/tex] হল অনুরূপ কোন এবং DC হল ছেদক। 

অতএব PA ।। CQ 

আবার AQ ।। PC ( যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু AB ।। DC )

APCQ চতুর্ভুজের PA ।। CQ ও AQ ।। PC .

সুতরাং APCQ একটি সামন্তরিক। 

 

প্রমাণ করতে হবে যে দুটি সমান্তরাল সরলরেখা ও তাদের একটি ছেদকের অন্তর্ভুক্ত অন্তঃকোণ গুলির সমদ্বিখন্ডকগুলি একটি আয়তকার চিত্র উৎপন্ন করে। 

রেসি মনে করি AB ও CD দুটি সমান্তরাল সরলরেখাকে PQ ছেদক যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। EG ও EH যথাক্রমে [tex]\angle BEF[/tex] ও [tex]\angle AEF[/tex] কোণ দুটিকে এবং FG ও FH যথাক্রমে [tex]\angle DFE[/tex] ও [tex]\angle CFE[/tex] কোণ দুটিকে সমদ্বিখন্ডিত করেছে। 

প্রমাণ করতে হবে EHFG একটি আয়তক্ষেত্র। 

প্রমাণ : [tex]\angle AEF = [/tex] একান্তর [tex]\angle EFD[/tex] ( যেহেতু AB ।। CD এবং EF ছেদক )

সুতরাং , [tex]\frac{1}{2}\angle AEF = \frac{1}{2}\angle EFD[/tex]

অতএব [tex]\angle HEF = \angle EFG[/tex] কিন্তু এরা একান্তর কোণ। 

অতএব HE ।। FG 

অনুরূপে HF ।। GE 

অতএব EHFG একটি সামন্তরিক । 

আবার [tex]\angle HEG = \frac{1}{2}\left( {\angle AEF + \angle BEF} \right) = \frac{1}{2} \times 2 \times {90^ \circ }[/tex]

অতএব [tex]\angle HEG = {90^ \circ }[/tex]

সুতরাং EHFG একটি আয়তক্ষেত্র । 

*****

Comments

Related Items

লেখচিত্র (Graph)

লেখচিত্র বলতে কি বোঝায় এবং ইহার প্রয়োজনীয়তা সম্মন্ধে তাহাদের স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। প্রাত্যহিক জীবনে লেখচিত্রের ব্যবহার অপরিহার্য। রোগীর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি , শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন হার , দ্রব্যমূলের হ্রাস বৃদ্ধি ইত্যাদি বহু তথ্য

বীজগণিত - পূর্বপাঠের পুনরালোচনা

পূর্বপাঠের পুনরালোচনা - চিহ্ন সংক্রান্ত সূত্র (Formula of Sign) , সূচক নিয়মাবলী (Law of Indices), উৎপাদক ও সমাধান সংক্রান্ত নিয়মাবলী (Some Laws of Factor and Solution), বিভিন্ন সূত্রাবলি (Different Formula)

সূচকের নিয়মাবলি (Laws of Index)

কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা একাধিকবার গুণ করার প্রক্রিয়াকে প্রকাশ করা হয় সংখ্যাটির মাথার ডানদিকে সংখ্যাটিকে যত সংখ্যক বার গুণ করা হয়েছে সেই সংখ্যাটি বসিয়ে। এই প্রক্রিয়াকে সূচকের নিয়ম বলে।

ব্যাপকতর ত্রৈরাশিক (Rules of Three)

ত্রৈরাশিক পদ্ধতির প্রতিষ্ঠিত সূত্রটিকে সম্প্রসারিত আকারে ব্যবহার করাকে ব্যাপকতর ত্রৈরাশিক বলে। প্রতিটি বিষয়ের মান দুটি দিয়ে ভগ্নাংশ তৈরির ক্ষেত্রে ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত হবে তার সিদ্ধান্ত নেবার সময় ধরে নিতে হবে যে অপর বিষয়গুলির মান অপরিবর্তিত থাকছে ।

পাটিগনিত - পূর্বপাঠের পুনরালোচনা

পূর্বপাঠের পুনরালোচনা- গড় (Mean), সরল গড়, গড় মানের চেয়ে মোট কমের পরিমান = গড় মানের চেয়ে মোট বেশীর পরিমান, গড়মানকে তথ্যগুলির কেন্দ্রীয় মান বা প্রতিনিধিত্ব মূলক মান হিসাবে ধরা হয়ে থাকে ...