ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান

Submitted by arpita pramanik on Mon, 08/31/2020 - 22:33

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান (Prove and Solution of Transversal and Mid-Point Theorem Related Problems)

 

1. ABC সমবাহু ত্রিভুজের AB , BC ও AC বাহুর মধ্যবিন্দু হল যথাক্রমে P , Q ও R . প্রমাণ করতে হবে PQR একটি সমবাহু ত্রিভুজ। 

মিড্ প্রমাণ : ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P ও R ।

অতএব [tex]PR = \frac{1}{2}BC[/tex] ........(i)

একই ভাবে [tex]PQ = \frac{1}{2}AC[/tex].......(ii)

এবং [tex]QR = \frac{1}{2}AB[/tex].........(iii)

যেহেতু ABC একটি সমবাহু ত্রিভুজ 

অতএব [tex]AB = BC = AC \Rightarrow \frac{1}{2}AB = \frac{1}{2}BC = \frac{1}{2}AC[/tex]

অতএব (iii) , (i) ও (ii) থেকে পাই 

[tex]QR = PR = PQ[/tex]

অতএব PQR একটি সমবাহু ত্রিভুজ । 

2. ABCD ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F . প্রমাণ করতে হবে EF ।। AB এবং [tex]EF = \frac{1}{2}\left( {AB + DC} \right)[/tex]

মিড্ ABCD ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F .

প্রমাণ করতে হবে EF ।। AB এবং [tex]EF = \frac{1}{2}\left( {AB + DC} \right)[/tex]

অঙ্কন : D , F যুক্ত করে এমন ভাবে বর্ধিত করলাম যা বর্ধিত AB বাহুকে G বিন্দুতে ছেদ করে । 

প্রমাণ : ত্রিভুজ DCF ও ত্রিভুজ BFG এর মধ্যে 

CF = BF ( F হল BC বাহুর মধ্যবিন্দু )

[tex]\angle DFC = \angle BFG[/tex] ( বিপ্রতীপ কোণ )

[tex]\angle DCF = \angle GBF[/tex] ( একান্তর কোণ )

অতএব ত্রিভুজ DCF [tex] \cong [/tex] ত্রিভুজ BFG

সুতরাং DF = FG ( সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ) অর্থাৎ F হল DG এর মধ্যবিন্দু । 

এখন ত্রিভুজ DGA এর E ও F হল যথাক্রমে AD ও DG এর মধ্যবিন্দু । 

অতএব EF ।। AG এবং [tex]EF = \frac{1}{2}AG[/tex] 

এখন EF ।। AG অর্থাৎ EF ।। AB ( প্রমাণিত )

আবার 

[tex]\begin{array}{l}
EF = \frac{1}{2}AG\\
 \Rightarrow EF = \frac{1}{2}\left( {AB + BG} \right)\\
 \Rightarrow EF = \frac{1}{2}\left( {AB + DC} \right)
\end{array}[/tex]

( যেহেতু DF = FG ) প্রমাণিত । 

 

3. প্রমাণ করতে হবে যে কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যুক্ত করলে একটি সামান্তরিক পাওয়া যাবে । 

মিড্ মনে করি ABCD একটি চতুর্ভুজ যার AB , BC , CD ও DA বাহুর মধ্যবিন্দু হল যথাক্রমে E , F , G ও H তাদের মধ্যবিন্দু । প্রমাণ করতে হবে EFGH হল একটি সামান্তরিক । 

অঙ্কন : BD যুক্ত করা হল 

প্রমাণ : ABD ত্রিভুজের AD ও AB এর মধ্যবিন্দু হল যথাক্রমে H ও E . 

সুতরাং HE ।। BD এবং [tex]HE = \frac{1}{2}BD[/tex]..............(i)

আবার BCD ত্রিভুজের BC ও CD বাহুর মধ্যবিন্দু হল যথাক্রমে F ও G .

সুতরাং FG ।। BD এবং [tex]FG = \frac{1}{2}BD[/tex]..................(ii)

(i) ও (ii) থেকে পাই 

HE ।। FG এবং [tex]HE = \frac{1}{2}BD = FG \Rightarrow HE = FG[/tex]

HEFG একটি সামান্তরিক। ( প্রমাণিত )

 

4. ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ BC এর মধ্যবিন্দু D . প্রমাণ করতে হবে [tex]AD = \frac{1}{2}BC[/tex]

মিড্ ত্রিভুজ ABC হল সমকোণী ত্রিভুজ । যার [tex]\angle A = {90^ \circ }[/tex] এবং D হল BC বাহুর মধ্যবিন্দু । 

প্রমাণ করতে হবে [tex]AD = \frac{1}{2}BC[/tex]

অঙ্কন : D থেকে AB এর সমান্তরাল সরলরেখা টানলাম যা AC কে E বিন্দুতে ছেদ করেছে । 

প্রমাণ : ত্রিভুজ ABC এর D হল BC বাহুর মধ্যবিন্দু এবং AD ।। DE ( অঙ্কনানুসারে ) .

অতএব E হল AC এর মধ্যবিন্দু এবং [tex]DE = \frac{1}{2}AB[/tex]

এখন ত্রিভুজ ADE ও ত্রিভুজ CDE এর 

AE = EC 

ED হল সাধারণ বাহু । 

AB ।।  ED এবং AC হল ভেদক অতএব [tex]\angle BAE = \angle DEC = {90^ \circ }[/tex]

অতএব [tex]\angle DEC = {90^ \circ }[/tex]

অতএব [tex]\angle DEA = \angle DEC[/tex]

অতএব ত্রিভুজ ADE [tex] \cong [/tex] ত্রিভুজ DEC 

সুতরাং AD = DC 

অতএব [tex]AD = DC = \frac{1}{2}BC[/tex]

 

5. ABC ত্রিভুজের AD মধ্যমার মধ্যবিন্দু E এবং বর্ধিত BE , AC বাহুকে F বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে [tex]AF = \frac{1}{3}AC[/tex]

মিড্ ABC ত্রিভুজের AD মধ্যমার মধ্যবিন্দু E এবং বর্ধিত BE , AC বাহুকে F বিন্দুতে ছেদ করেছে। 

আমাদের প্রমাণ করতে হবে যে [tex]AF = \frac{1}{3}AC[/tex]

অঙ্কন : D বিন্দু দিয়ে BF এর সমান্তরাল সরলরেখা টানলাম যা AC বাহুকে G বিন্দুতে ছেদ করে। 

প্রমাণ : ত্রিভুজ BFC এর BC বাহুর মধ্যবিন্দু হল D . [ যেহেতু AD হল মধ্যমা ]

এবং DG ।। BF ( অঙ্কনানুসারে )

অতএব G হল FC এর মধ্যবিন্দু । 

সুতরাং FG = GC ...........(i)

এখন ADG ত্রিভুজের AD বাহুর মধ্যবিন্দু E এবং DG ।। EF ( অঙ্কনানুসারে )

অতএব F হল AG এর মধ্যবিন্দু । 

সুতরাং AF = FG ............(ii)

(i) ও (ii) থেকে পাই 

AF = FG = GC 

সুতরাং  [tex]AF = \frac{1}{3}AC[/tex]

 

6. ABCD সামান্তরিকের AB ও DC বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে E এবং F ; A , F ও C , E যোগ করলাম যা BD কর্ণ কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করল । প্রমাণ করতে হবে যে AF ও CE , BD কর্ণকে সমত্রিখণ্ডিত করেছে । 

মিড্ প্রমাণ : ABCD সামান্তরিকের AB ।। DC এবং AB = DC

অতএব AE ।। FC এবং [tex]\frac{1}{2}AB = \frac{1}{2}DC[/tex]

অর্থাৎ AE = FC অতএব AECF একটি সামান্তরিক । 

সুতরাং AF ।। EC 

এখন ত্রিভুজ BAP এর E হল AB এর মধ্যবিন্দু এবং QE ।। PA 

অতএব Q হল PB এর মধ্যবিন্দু । 

সুতরাং BQ = QP ............(i)

আবার ত্রিভুজ DCQ এর F হল DC এর মধ্যবিন্দু এবং FP ।। CQ 

অতএব P হল DQ এর মধ্যবিন্দু । 

সুতরাং  QP = PD  ............(ii)

(i) এবং (ii) থেকে পাই 

BQ = QP এবং QP = PD 

অতএব BQ = PQ = PD . 

 

7. তিন বা ততোধিক সমান্তরাল সরলরেখা কোনো একটি ভেদক থেকে সমান সমান অংশে খণ্ডিত করলে অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে । 

মিড্

মনে করি AB , CD এবং EF তিনটি সমান্তরাল সরলরেখাকে GH ভেদক যথাক্রমে U , V এবং W বিন্দুতে ছেদ করে এবং UV = VW 

আমাদের প্রমাণ করতে হবে যে আর একটি ভেদক PQ যদি AB , CD এবং EF তিনটি সমান্তরাল সরলরেখাকে যথাক্রমে X , Y এবং Z বিন্দুতে ছেদ করে তবে XY = YZ হবে । 

অঙ্কন : UZ যুক্ত করা হল। UZ সরলরেখা CD সরলরেখাকে O বিন্দুতে ছেদ করেছে ।

 প্রমাণ : UWZ ত্রিভুজের VO ।। WZ এবং V হল UW এর মধ্যবিন্দু । 

অতএব O হল UZ এর মধ্যবিন্দু । 

আবার UXZ ত্রিভুজের UX ।। OY এবং O হল UZ এর মধ্যবিন্দু । 

অতএব Y হল XZ এর মধ্যবিন্দু অর্থাৎ XY = YZ ( প্রমাণিত ) ।

*****

Comments

Related Items

বহুপদী সংখ্যামালার ধর্ম

দুটি বহুপদীয় রাশির যোগফল , বিয়োগফল ও গুণফল সর্বদা বহুপদীয় রাশি হয়। যদি কোনো বহুপদী রাশিমালা অপেক্ষক f(x) এমন হয় যে f(a) = 0 তখন অপেক্ষকটি ( x-a ) দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ বহুপদী সংখ্যামালা সর্বদাই তার উৎপাদক দ্বারা বিভাজ্য হবে।

ভাগশেষ উপপাদ্য

f(x) একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা Equation1 এবং a যেকোনো একটি বাস্তব সংখ্যা। f(x) কে ( x-a ) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a) .

গুণনীয়ক উপপাদ্য (Factor Theorem)

যদি f(x) কোনো একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা Equation 1 এবং a যেকোনো একটি বাস্তব সংখ্যা হয় , তাহলে

বহুপদী সংখ্যামালা সংক্রান্ত অংকের সমাধান

বহুপদী সংখ্যামালা সংক্রান্ত অংকের সমাধান (Solution of Polynomials )

সামন্তরিকের ষষ্ঠ উপপাদ্য

কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে চতুর্ভুজটিকে সামান্তরিক বলে।