Submitted by avimanyu pramanik on Mon, 04/23/2012 - 10:41

যুগান্তর দল (Jugantar Dal) :

অনুশীলন সমিতির আন্দোলনের পদ্ধতিগত দিক থেকে দুটি ধারা ছিল— (ক) নিষ্ক্রিয় প্রতিরোধ এবং (খ) সশস্ত্র আন্দোলনের মাধ্যমে সন্ত্রাস ছড়ানো । বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ ছিলেন সশস্ত্র আন্দোলন ও গুপ্ত হত্যার পক্ষপাতী । ক্রমে অনুশীলন সমিতির মূল ধারার সঙ্গে বারীন্দ্রকুমার ঘোষের মত বিরোধ দেখা দেয় । ফলস্বরূপ ১৯০৬ খ্রিস্টাব্দে বাংলার বিপ্লবী নেতারা বারীন্দ্রকুমার ঘোষের নেতৃত্বে 'যুগান্তর' নামে একটি গোপন সমিতি গঠন করেন । বিপ্লবী অবিনাশ ভট্টাচার্য, ভূপেন্দ্রনাথ দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বসু প্রমুখ যুগান্তর দলে যোগ দেন । এই দলের সাপ্তাহিক মুখপত্র 'যুগান্তর' পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত । এই যুগান্তর দল এবং পত্রিকাই প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিপ্লবের আদর্শ প্রচার করতে থাকে । যুগান্তর দলের সদস্যরাই প্রথম বিদেশি শাসকদের বিরুদ্ধে বোমা ও পিস্তলের রাজনীতি অনুসরণ করেন । ব্রিটিশ সরকার কঠোর হাতে স্বদেশি আন্দোলন দমন করার চেষ্টা করলে বিপ্লবীরাও সক্রিয় হয়ে ওঠেন । বারীন ঘোষ ও তাঁর সহযোগী বিপ্লবীরা বিপ্লবী ভাবধারা সমূহ জনসাধারণের মধ্যে প্রচারের ব্যবস্থা করেন । এই উদ্দেশ্যে তাঁরা বাংলার বাইরে বিহার, ওড়িশা, মাদ্রাজ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে প্রতিনিধি প্রেরণ করেছিলেন । বাংলার সর্বত্র বিভিন্ন পুস্তক ও পত্রপত্রিকার মাধ্যমে বিপ্লবী ভাবধারা প্রচারের ব্যবস্থা করা হয় । এইসব বিপ্লবী পত্রপত্রিকাগুলির মধ্যে ১৯০৫ খ্রিস্টাব্দে প্রকাশিত 'ভবানী মন্দির' এবং ১৯০৭ খ্রিস্টাব্দে অবিনাশ ভট্টাচার্য প্রণীত 'বর্তমান রণনীতি' গ্রন্থ দুটি বিশেষ উল্লেখযোগ্য । পত্রিকাগুলির মধ্যে অরবিন্দ ঘোষ সম্পাদিত 'বন্দেমাতরম', ভূপেন্দ্রনাথ দত্ত সম্পাদিত 'যুগান্তর', ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পাদিত 'সন্ধ্যা', দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত 'সোমপ্রকাশ' পত্রিকা বিশেষ উল্লেখযোগ্য । বিপ্লবী ভাবধারায় পুষ্ট হয়ে বাংলায় 'আত্মোন্নতি সমিতি', 'ব্রতী সমিতি', 'সনাতন সম্প্রদায়' নামক আরও অনেক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল । বিপ্লবী কার্যকলাপ পরিচালনা ও তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ চালনার জন্য প্রয়োজনীয় অর্থ বিপ্লবীরা তাঁদের বন্ধুবান্ধব বা বিত্তশালী হিতৈষীদের কাছ থেকে সংগ্রহ করতেন । পরে বিপ্লবী কার্যকলাপ বিস্তার করলে প্রচুর অর্থের প্রয়োজন মেটাবার জন্য তাঁরা বলপূর্বক অর্থ আদায় অর্থাৎ রাজনৈতিক ডাকাতির পথ গ্রহণ করেন । বিপ্লবের প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ করে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ ও তাঁর সহযোগী বিপ্লবীগণ কাজে নেমে পড়েন । বোমা ও অন্যান্য মারাত্মক বিস্ফোরক পদার্থ তৈরির জন্য ১৯০৭ খ্রিস্টাব্দে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ কলকাতার মানিকতলা অঞ্চলে ৩২ নং মুরারিপুকুর রোডের এক বাগানবাড়িতে বোমা তৈরির কারখান স্থাপন করেন । হেমচন্দ্র কানুনগো ও প্রেসিডেন্সি কলেজের ছাত্র উল্লাসকর দত্ত এই বাগানবাড়িতে বোমা তৈরির দায়িত্ব নেন । বিপ্লবীদের বিরুদ্ধে দমন মূলক কার্যকলাপে নিযুক্ত সরকারি কর্মচারীদের হত্যার উদ্দেশ্যে তাঁরা বোমা তৈরিতে লিপ্ত ছিলেন । ১৯০৭ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসামের' অত্যাচারী লেফটেন্যান্ট গভর্নর মিঃ ব্যামফিল্ড ফুলারকে নৈহাটি স্টেশনে হত্যার জন্য প্রথম বোমাটি তৈরি হয়েছিল এবং সতের বছর বয়স্ক প্রফুল্ল চাকীর ওপর ব্যামফিল্ড ফুলারকে হত্যার দায়িত্ব ন্যস্ত হয়েছিল । প্রফুল্ল চাকী সে কাজে ব্যর্থ হন । ১৯০৭ খ্রিস্টাব্দের ৬ই ডিসেম্বর পুনরায় মেদিনীপুরের কাছে ব্যামফিল্ড ফুলারের ট্রেনকে লাইনচ্যুত করলেও এবারেও বিপ্লবীরা তাঁকে হত্যা করতে ব্যর্থ  হন ।

*****

Related Items

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...

হান্টার কমিশন (Hunter Education Commission)

১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপণের সময় উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় । এই কমিশনের কাজ ছিল দেশে ইংরেজি শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করা । শিক্ষার প্রসারে হান্টার কমিশনের ভূমিকা এক অভিনব অধ্যায়ের সূচনা করেছিল । হান্টার কমিশনের সুপারিশগুলি ছিল ....

উডের ডেসপ্যাচ (Wood's Despatch of 1854)

শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড 'শিক্ষা বিষয়ক প্রস্তাব' (Wood's Education Despatch) নামে একটি শিক্ষা নীতি রচনা করে ভারতে পাঠান । ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সুপারিশ ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—     [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—       [মাধ্যমিক -২০১৭]