পরাধীন ভারতের বিপ্লবী আন্দোলনে বিনায়ক দামোদরের অবদান লেখ ।

Submitted by avimanyu pramanik on Mon, 01/10/2022 - 21:33

প্রশ্ন:  পরাধীন ভারতের বিপ্লবী আন্দোলনে বিনায়ক দামোদরের অবদান লেখ ।

বিপ্লবী আন্দোলনে বিনায়ক দামোদর সাভারকরের ভূমিকা—

(১) মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর ।

(২) তিনি ‘মিত্রমেলা’ নামে এক সমিতি গঠন করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রয়াসী হন । তরুণদের অস্ত্রবিদ্যায় প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারেও তিনি যত্নশীল ছিলেন ।

(৩) ১৯০৪ খ্রিস্টাব্দে তিনি ‘অভিনব ভারত’ নামে এক বিপ্লবী  সমিতি গঠন করে ভারতের নানা স্থানে শাখা প্রশাখা ছড়িয়ে দেন ।

(৪) ১৯০৬ সালে বিনায়ক লন্ডনে চলে যান এবং গোপনে ভারতে অস্ত্রশস্ত্র পাঠাতে থাকেন ।

(৫) ইতিমধ্যে তাঁর অনুগামী মদনলাল ধিংড়া ইংল্যান্ডে স্যার কার্জন উইনিকে হত্যা করেন । এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত থাকার অপরাধে সাভারকরকে গ্রেফতার করা হয় । বিচারে তাঁর যাবজ্জীবন কারাদন্ড হয় ।

৬) দীর্ঘ ছাব্বিশ বছর কারাবাসের পর তিনি মুক্ত হলে তাঁকে 'বীর সাভারকর’ আখ্যা দেওয়া হয় ।

*****

Comments

Related Items

পরিবেশের ইতিহাস (History of Environment)

পরিবেশের ইতিহাস (History of Environment) : যুদ্ধ, নগরায়ণ, শিল্পায়ন প্রভৃতির ফলে বর্তমানকালে বিশ্বের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে । এই পরিস্থিতিতে সাম্প্রতিককালে মানুষ নিজেদের সুষ্ঠভাবে বেঁচে থাকার তাগিদে পর

শহরের ইতিহাস (History of the City)

শহরের ইতিহাস (History of the City) : প্রাচীনকাল থেকে গ্রামগুলি ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে শহরে পরিণত হয়েছে । তাই প্রতিটি শহরের বিবর্তনের একটি নির্দিষ্ট ইতিহাস থাকে । বিভিন্ন শহরের এই বিবর্তনের ইতিহাস নিয়ে আজকাল বিভিন্ন গবেষক গবেষনার

স্থানীয় ইতিহাস (Local History)

স্থানীয় ইতিহাস (Local History) : বিগত শতক পর্যন্ত বিভিন্ন দেশের ইতিহাস রচনায় জাতীয় স্তরের ইতিহাসের আলোচনাই শুধু গুরুত্ব পেয়ে এসেছে । স্থানীয় ইতিহাসের চর্চার তেমন সেভাবে প্রসার ঘটেনি । আধুনিককালে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্থানের স্থানীয় ইতিহাসের চর্চা শু

স্থাপত্যের ইতিহাস (History of Architecture)

স্থাপত্যের ইতিহাস (History of Architecture) : প্রাচীন কালের গুহায় বসবাসকারী মানুষ যখন থেকে ঘরবাড়ি তৈরি করতে শিখেছে, সেদিন থেকেই স্থাপত্য শিল্পের সূত্রপাত ঘটেছে । আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাসচর্চা প্রাসঙ্গিক হয়ে উঠেছে । স্থাপত্

বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস

বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস : আদিম যুগে মানুষ যখন থেকে চাকার আবিষ্কার করতে শিখেছে এবং পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখেছে তখন থেকেই বিবর্তনের পথ বেয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছেছে । সভ্যতার বিকাশে, জা