দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাপ্তি ও ভারতীয় রাজনীতি

Submitted by avimanyu pramanik on Tue, 04/24/2012 - 09:47

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাপ্তি ও ভারতীয় রাজনীতি :

১৯৪৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং আজাদ হিন্দ বাহিনীর অভিযান ভারতে রাজনৈতিক পালাবদলের নতুন পটভূমি তৈরি করে । মহাত্মা গান্ধি জাতীয় সরকার গঠনের আহ্বান জানালে ব্রিটিশ সরকার তাতে গুরুত্ব না দেওয়ায় গান্ধিজির প্রচেষ্টা ব্যর্থ হয় । পক্ষান্তরে মহম্মদ আলি জিন্নার পাকিস্তানের দাবীও কংগ্রেস-মুসলিম লিগ সমঝোতার সমস্ত সম্ভাবনা বিনষ্ট হয় । সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা, রক্তপাত পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে । এই পরিস্থিতিতে রাজা চক্রবর্তী গোপালাচারী কিছু সমাধান সূত্রের প্রস্তাব দেন । এই প্রস্তাব 'মি. আর ফর্মুলা' নামে পরিচিত । এই ফর্মুলা অনুযায়ী

(ক) মুসলিম লীগ জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথ ভাবে ভারতের স্বাধীনতার দাবি জানাবে এবং একই সঙ্গে একটি অন্তর্বর্তী সরকার গঠনে সামিল হবে ।

(খ) মুসলিম অধ্যুষিত উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম প্রদেশের মানুষজন গণভোটের মাধ্যমে স্থির করবে তারা ভারতীয় যুক্তরাষ্ট্রে থাকবে কি না ।

(গ) বিভাজনের ক্ষেত্রে প্রস্তাবিত নতুন রাষ্ট্রের স্বার্থ সুরক্ষার ব্যবস্থা থাকবে ।

(ঘ) ব্রিটিশ সরকার কর্তৃক ক্ষমতা হস্তান্তরের পরই এই শর্তগুলি প্রযুক্ত হবে ।

বলা বাহুল্য, মুসলিম লীগ মি. আর ফর্মুলা বর্জন করায় অঙ্কুরেই এটি বিনষ্ট হয় ।

*****

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রতিরোধ ও বিদ্রোহ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রতিরোধ ও বিদ্রোহ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন—                [মাধ্যমিক-২০১৭]       

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১.  'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন—          [মাধ্যমিক- ২০১৭]

ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক

ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক (Initiatives Undertaken and Controversies Related to Linguistic Reorganization of States):-

১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট অবিভক্ত ভারত দ্বিখণ্ডিত হয়ে স্বাধীনতা লাভ করে । স্বাধীনতা লাভের পর ন

আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ

আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ :-

১৯৪৭ খ্রিস্টাব্দের 'ভারতের স্বাধীনতা আইন' অনুযায়ী ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট অবিভক্ত ভারত দ্বিখণ্ডিত হয়ে স্বাধীনতা লাভ করে এবং ভারত ও পাকিস্তান নাম দুটি পৃথক স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় । মুসলিম অধ্যুষিত অঞ্চ

১৯৪৭-পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক

১৯৪৭-পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক (Initiative Undertaken and Controversies Related to the Refugee Problem in Post-1947 India) :-

১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া 'ভারতের স্বাধীনতা আইন' অনুসারে ১৯৪৭ খ্রিস্টাব