ফ্যাটের কাজ ও গুরুত্ব (Function and Importance of Fat) :
ফ্যাট (Fat)
সংজ্ঞা (Definition of Fat) - যে জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং যার মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে না, তাদের ফ্যাট জাতীয় খাদ্য বলে ।
ফ্যাটের বৈশিষ্ট্য
১৷ ফ্যাট কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গথিত ।
২৷ ফ্যাটের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2 : 1 ।
৩৷ এর একক হল ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ।
৪৷ এরা জলে অদ্রাব্য কিন্তু অ্যালকোহলে দ্রাব ।
ফ্যাটের উৎস (Source of Fat)
উদ্ভিজ্জ উৎস |
প্রানিজ উৎস |
সরষে, সূর্যমুখী, বীজ, নারকেল, বাদাম, তিল ইতাদি। |
ঘি, মাখন, চর্বি ইত্যাদি |
ফ্যাটের গুরুত্ব (Importance of Fat)
১৷ তাপশক্তি উৎপন্ন করা ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান কাজ ।
২৷ ফ্যাট প্রাণীদেহে মেদ রূপে ভবিষ্যৎ এর জন্য খাদ্যের উৎস হিসাবে সঞ্চিত থাকে ।
৩৷ ফ্যাট A, D, E, K ভিটামিনকে দ্রবীভূত রাখে এবং এদের শোষণে সহায়তা করে ।
৪৷ ফ্যাট মলাশয় ও পায়ু পিচ্ছিল করে মল নিঃসারণে সহায়তা করে ।
তাপন মুল্য - 1 gm ফ্যাট অর্থাৎ স্নেহ পদার্থ দহন হলে 9.3 Kcal তাপশক্তি উৎপন্ন হয়। খাদ্য হিসাবে একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন প্রায় 50 gm স্নেহ পদার্থের প্রয়োজন ।
অপরিহার্য ফ্যাটি অ্যাসিড
সংজ্ঞা - যে সব ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লিষ্ট হয় না কিন্তু জীবদেহে সাধারণ পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রয়োজন তাকে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলে ।
যেমনঃ লিনোলেনিক অ্যাসিড, লিনোলেয়িক অ্যাসিড ।
*****
- 11100 views