WBPSC: Clerkship Exam - 2006 [2nd Half]

Submitted by Anonymous (not verified) on Tue, 05/24/2011 - 20:31

WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION

CLERKSHIP EXAMINATION - 2006 (2nd  HALF) Time: 1 hour 30 mins     Marks: 100

[ Held on 2007 ]

১।  4 জন পুরুষ অথবা 5 জন স্ত্রীলোক একটি কাজ 15 দিনে করতে পারে। এর দ্বিগুণ কাজ 6 জন পুরুষ এবং 5 জন স্ত্রীলোক কত দিনে করতে পারবে?

 (A)  10     (B) 6      (C) 8     (D) 12

 

২।  হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত ভারতের একটি রাজ্য হ’লঃ

  (A)  মধ্যপ্রদেশ      (B)মেঘালয়     (C) উত্তরাঞ্চল    (D) ওড়িশা

 

৩।  তিনটি সমান মাপের গ্লাস সরবতে পূর্ণ আছে । এই সরবতের জল ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:1; দ্বিতীয় গ্লাসে 5:3 এবং 9:7 তৃতীয় গ্লাসে সেই তিনটি গ্লাসের সরবত একটি বড় পাত্রে ঢালা হলো। নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত কত?

 (A)  17 : 30     (B) 31 : 17    (C) 31 : 40    (D) 30 : 19

 

৪। ‘চন্ডালিকা’ নৃত্যনাট্যের প্রধান নারী চরিত্রের নামঃ  

(A)  প্রকৃতি     (B) নন্দিনী     (C) সুমিত্রা       (D) অপর্না

 

৫।  কোন সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকে । যদি সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করে তবে কত অবশিষ্ট থাকবে?

(A)    6       (B) 4     (C) 0       (D)  3

 

৬। বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হ’লঃ

(A)  সিক্রেটিন      (B) রেনিন      (C) গ্যাসট্রিন     (D) ভিলিকাইনিন

 

৭। দুটি সংখ্যার সমষ্টি তাদের বিয়োগফলের তিন গুণ। সংখ্যা দুটির অনুপাত  

(A)  2 : 1    (B) 2 :3     (C) 3 : 4      (D) 4 : 3

 

৮। ইংল্যান্ডের মুদ্রার নাম হলঃ

 (A)  ডলার      (B) দিনার     (C) ইয়েন   (D) পাউন্ড

 

৯।  হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন ?

(A) ফা-হিয়েন    (B)  মেগাস্থিনিস    (C)  হিউয়েন সাঙ    (D) ইবন বতুতা

 

১০।  90 টাকা, 70 টাকা এবং 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক ও বালকের মধ্যে সমান ভাগে দেওয়া হয়। যদি তাদের প্রত্যেকের অংশ সমান হয় তাহলে পুরুষ, স্ত্রীলোক ও বালকের সমষ্টির সর্বনিন্ম সংখ্যাটি কত?

 (A)10       (B) 15      (C) 21      (D) 25

 

১১।  √5 = 2.236 হলে 4+5√(6+2√5) –এর সরল মান কত?  

(A)  15.180      (B) 16.236     (C) 20.180      (D) উপরের কোনটিই নয়

 

১২।  ভূ-তাত্ত্বিক গঠনের ক্ষেত্রে, মেঘালয়ের সঙ্গে মিল আছেঃ

(A)   গাঙ্গেয় সমভূমির      (B) আরাবল্লী পর্বতের     (C) দাক্ষিণাত্য মালভূমির   (D) হিমালয় পর্বতশ্রেণীর      

 

Comments

Related Items