স্কুল সার্ভিস কমিশন - ২০০৭
(Held on ২০-০১-২০০৮ )
General Knowledge(Compulsory 2nd Paper)
(Afternoon Set)
১. প্রথম কোন ভারতীয় দাবাড়ু গ্র্যান্ডমাস্টার নর্ম পান ?
(A) বিশ্বনাথ আনন্দ (B) সূর্য্যশেখর গাঙ্গুলী (C) প্রবিণ এম. থিপসে (D) নাসির ওয়াঝি
২. কমিক-স্ট্রীপ চরিত্র টিনটিনের স্রষ্টা 'হাজ' এর আসল নাম কী ?
(A) জর্জেস রোমি (B) স্পিলবার্গ (C) এনিড ব্লাইটন (D) অ্যালবার্ট উদারজো
৩. "পাকদন্ডী" র রচয়িতা কে ?
(A) লীলা মজুমদার (B) মানিক বন্দ্যোপাধ্যায় (C) শিবরাম চক্রবর্তী (D) নবনীতা দেবসেন
৪. নীচের বাক্যটিতে শূন্যস্থান পূরণ করো :
He is eligible ..... the post.
(A) was (B) with (C) on (D) for
৫. নীচের বাক্যটিতে কোন জায়গায় ভূল আছে ?
The students have discovered (A) / that they (B)/ can address issues more effectively through (C) / letter-writing campaigns and not (D)/ through public demonstrations.
(A) A (B) B (C) C (D) D
৬. ' www' টি নীচের কোনটির সংক্ষিপ্ত নির্দেশক শব্দ ?
(A) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (B) ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড (C) ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড (D) ওয়েব ওয়াইড ওয়ার্ল্ড
৭. দেহের কোন গ্রন্থি ইনসুলিন উৎপাদন করে ?
(A) অ্যাড্রিনাল গ্রন্থি (B) প্যানক্রিয়াস (C) পিটুইটারি গ্রন্থি (D) লিভার
৮. ' স্টাচু অফ লিবার্টি ' র স্থপতি কে ?
(A) প্রেক্সিফিলিস (B) মাইকেল অ্যাঞ্জেলা (C) অগাস্ট রোডিন (D) ফ্লেডরিখ অগাস্ট বার্থ্যল্ডি
৯. 'The living Daylight' চলচ্চিত্রে জেমস বন্ডের ভুমিকায় কে অভিনয় করেন ?
(A) শন কনারি (B) টিমোথি ডাল্টন (C) রজার্স মুর (D) পিয়ার্স ব্রসনান
১০. ২০ ফুট লম্বা একটি মইকে একটি বাড়ির গায়ে এমন ভাবে দাঁড় করানো হল যাতে এর নীচের অংশ বাড়িটি থেকে ৭ ফুট দুরে থাকে । মইকে হড়কে ৪ ফুট নীচে নেমে গেল, এর নীচের অংশটি কতটা সরে যাবে ? ( ধরে নিন মইটি এক্সটেনশন মই নয় ।
(A) ১০ ফুট (B) ১২ ফুট (C) ৬ ফুট (D) ৮ ফুট
১১. পশমিনা উল কোন পশু থেকে পাওয়া যায় ?
(A) হিমালয়ের ছাগল (B) হরিণ (C) পুরুষ মেষ (D) কালো ভেড়া
১২. নীচের কোন জায়গায় প্রাচীন সভ্যতার ঘড়ি আবিষ্কৃত হয় ?
(A) প্রিন্স (B) রোম (C) চিন (D) মিশর
১৩. কম্পাসের চুম্বক হিসাবে লোহার কোন অক্সাইডটির প্রথম ব্যবহার হয় ?
(A) হেমাটাইট (B) লোডস্টোন (C) গোয়থাইট (D) ফ্রক্সিহাইট
১৪. ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?
(A) সিসিলি (B) সাইপ্রাস (C) মাল্টা (D) রোডস
১৫. নেতাজির আজাদ হিন্দ ফৌজ প্রথমে আন্দামানের পোর্টব্লেয়ারকে স্বাধীনতা দেয় নেতাজী আন্দামানে পৌঁছে কবে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন ?
(A) ডিসেন্বর ১৫, ১৯৪৩ (B) অক্টোবর ১৯, ১৯৪৮ (C) অগাস্ট ১৫, ১৯৪৩ (D) জানুয়ারী ১৭, ১৯৪৪
১৬. নীচে কোন দেশের জাতীয় ভাষা তামিল ?
(A) ইন্দোনেশিয়া (B) মালয়েশিয়া (C) সিঙ্গাপুর (D) থাইল্যান্ড
১৭. প্রজাপতি ও মথ সংগ্রহকারীকে এক কথায় কী বলে ?
(A) ক্যাগফিলিস্ট (B) ক্যাপোপ্লেইফিলিস্ট (C) ফিলোগ্রাফিস্ট (D) লেপিডপটেরিস্ট
১৮. কোন দেশ তার পোর্সিলিনের জন্য বিখ্যাত ?
(A) ইংল্যান্ড (B) চিন (C) ফ্রান্স (D) ইতালি
১৯. চারটি ছেলে একসঙ্গে গ্রীষ্মকালে বিভিন্ন বাড়িতে রং করে । প্রত্যেকটি বাড়ি থেকে রং করার জন্য তারা ২৫৬ ডলার পায় । যদি গ্রীষ্মের ৪ মাস তারা কাজ করে ও প্রতিমাসে তাদের খরচ ১৫২ ডলার হয়, তবে গ্রীষ্মের শেষে প্রত্যেকের কাছে ১০০০ ডলার করে থাকতে গেলে মোট ক'টি বাড়িতে তাদের রং করতেই হবে ?
(A) ১২ টি (B) ১৮ টি (C) ২০ টি (D) ২৪ টি
২০. একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দ্বিতীয় একটি বর্গক্ষেত্রের বাহুর চেয়ে ৫ সেন্টিমিটার কম । বড়ো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, ছোটোটির ক্ষেত্রফলের ৪ গুণ হলে ছোটো বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ?
(A) ৯ সেমি. (B) ৫ সেমি. (C) ৬ সেমি. (D) ৭ সেমি.
****
1- A | 2- A | 3- A | 4- D | 5- C | 6- A | 7- A | 8- D | 9- D | 10- D |
11- D | 12- C | 13- A | 14- C | 15- A | 16- B | 17- D | 18- D | 19- B | 20- B |
***