SSC General Knowledge - 2007 (Morning Set)

Submitted by administrator on Sun, 11/13/2011 - 22:50

স্কুল সার্ভিস কমিশন - ২০০৭ 

(Held on ২০-০১-২০০৮ )

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

১.  একদিন সকালে একটা ফড়িং ২ মিটার গভীর একটা গর্তে পড়ে যায় । সারাদিনে ফড়িংটা ১/৪ মিটার ওঠে কিন্তু রাতে আবার ১/৮ মিটার গড়িয়ে নেমে যায় । এভাবে কতদিনে ফড়িংটা গর্ত থেকে বেরোতে পারবে ?

      (A)  ৮ দিন        (B)  ১৩ দিন       (C)  ১৫ দিন        (D)  ২০ দিন

 

২.  'সখের ধন' গল্পটার লেখক কে ?

      (A) রবীন্দ্রনাথ ঠাকুর       (B) হেমেন্দ্র কুমার রায়        (C) লীলা মজুমদার        (D) নবনীতা দেবসেন

 

৩.  হিমালয়ের সব থেকে বড়ো হিমবাহ কোনটা ?

       (A) ল্যামবার্ট হিমবাহ       (B) সিয়াচেন হিমবাহ     (C) কাফনি হিমবাহ     (D)  রুদুগায়রা

 

৪.  ভারতে ফরাসী ক্ষমতা বিস্তারের পথ রুদ্ধকারী হিসেবে কোন যুদ্ধ চিহ্নিত  ?

      (A) পানিপথের দ্বিতীয় যুদ্ধ      (B)  পানিপথের প্রথম যুদ্ধ     (C) খানুয়ার যুদ্ধ     (D) ওয়ানডিওয়াসের যুদ্ধ 

 

৫.  অটোগ্রাফ-সংগ্রহকারীকে .......... বলে ।

      (A) ক্যাগোফিলিষ্ট       (B) ক্যাপোক্লেইফিলিষ্ট       (C) ফিলোগ্রাফিক্ট       (D) লেপিডপটেরিষ্ট

 

৬.  কোন পল্লব রাজা মহাবলীপুরম শহরের পত্তন করেন এবং সেখানে বাহু মন্দির গড়েন ?

      (A) নরসিংহবর্মণ-প্রথম      (B) শশাংক       (C) শিব-স্কন্দবর্মা       (D) মহেন্দ্র বর্মণ-তৃতীয় 

 

৭.  একটা সংখ্যার ১৫ শতাংশ যদি ১২ হয় তবে সংখ্যাটির ৩৫ শতাংশ কত হবে ?

      (A) ২৮       (B) ৪০       (C) ২৫       (D) ৩২

 

৮.   নিম্নোক্ত কোন শহরটা দুটো মহাদেশে অবস্থিত ?

      (A)  কলকাতা       (B) ভিয়েনা      (C) মনরোভিয়া      (D) খার্তুম

 

৯.  শূন্যস্থান পূরণ করো  :

      The children were ........ the playground.

      (A) in       (B) at      (C) was      (D) to

 

১০.  নিম্নোক্ত বাক্যের মধ্যে কোথায় ভুল আছে ?

       All states impose  (A)  severe penalties (B) on drives who do not stop when he or she is (C) involved in (D) accidents.

      (A)  A     (B) B     (C)  C      (D)  D

 

১১.  বিশ্বের সবথেকে বড়ো শহর কোনটা ?

      (A) লন্ডন    (B) দিল্লী      (C) সাও পাওলো      (D)  টোকিও

 

১২.  এলবার্ট আইনস্টাইন কোন বাদ্যযন্ত্র বাজাতেন ? 

      (A) ভায়োলিন      (B) বাঁশি      (C) গিটার      (D) স্যাক্সোফোন 

 

১৩.  আমি একজন দার্শনিক, ঐতিহাহিক, তর্কবিদ, গনিতজ্ঞ, সমাজসংস্কারক, যুদ্ধবিরোধী, ও খ্যাতনামা যুক্তিবাদী । এ ছাড়াও আমি পৃথিবীর নামকরা বুদ্ধিজীবীদের অন্যতম । বিবিধ এবং উল্লেখযোগ্য লেখার স্বীকৃতিস্বরূপ ১৯৫০-এর দশকে আমাকে সাহিত্যে নোবেল পুরষ্কার দেওয়া হয় ।  আমি 

     (A) অমর্ত্য সেন     (B) স্যার উইলটন লিওনার্দ স্পেন্সার চার্চিল     (C) আর্ল বাট্রার্ন্ড আর্থার উইলিয়াম রাসেল     (D) আরনেস্ট মিলার হেমিংওয়ে  

 

১৪. পেঁয়াজ কোন উদ্ভিদ প্রজাতির মধ্যে পড়ে ?

     (A) ইরিস প্রজাতি (ইরিডেসিয়াই)      (B) পারস্লে প্রজাতি  (আমবেলিফেরাই)     (C) লিলি প্রজাতি (লিলিয়াসিয়াই)         (D) বার রিড প্রজাতি (স্পারগেনিয়াসিয়াই)

 

১৫. এখন থেকে দু-ঘন্টা পরে মধ্যরাত হতে যত সময় লাগবে এখন থেকে এক ঘন্টা পরে তা হতে দ্বিগুণ সময় লাগবে । এখন ক-টা বাজে ?

     (A) রাত ৩টা      (B) রাত ৯টা     (C) রাত ১১টা     (D) রাত ১টা

 

১৬.  আতঙ্কবাদীরা ভারতীয় সংসদ আক্রমণ করেছিল ?

     (A) ১০ অক্টোবর, ২০০২      (B) ১০ অক্টোবর, ২০০১     (C)  ১৩ নভেম্বর, ২০০১    (D) ১৩ ডিসেম্বর, ২০০১ 

 

১৭.  কোন জাতীয় কয়লায় কার্বনের ভাগ সবথেকে বেশি থাকে ? 

     (A) এনথ্রাসাইট      (B) পিট     (C) বিটুমিনাস      (D) লিগনাইট 

 

১৮.  হ্যালির ধুমকেতু কত বছর অন্তর দেখা যায় ?

     (A) প্রায় ৭৬ বছর     (B) প্রায় ৪০ বছর      (C) প্রায় ৫০ বছর      (D) প্রায় ১০০ বছর

 

১৯.  বিশ্ব অপেশাদারী বিলিয়ার্ড খেতাব কোন ভারতীয় প্রথম জেতেন ?

     (A) কপিলদেব       (B) উইলসন জোন্স      (C) মাইকেল ফেরেরা      (D) মনোজ কোঠারী

 

২০.  কোন মহাকাশযানে রাকেশ শর্মা তাঁর ঐতিহাসিক মহাকাশ যাত্রা করেছিলেন ? 

     (A) স্যালুট-৭      (B) সোয়ুজ-টি-১১      (C) অ্যাপোলো-১১      (D) প্রোগ্রেস-১ 

****

Answer:-

1- C 2- B 3- B 4- D
5- C 6- A 7- A 8- C
9- A 10- C 11- A 12- A
13- C 14- B 15- B 16- B
17- A 18- A 19- C 20- B

 

 

 

 

 

 

 

 

****

 

Related Items

WB School Service Exam Question Papers

SSC Paper - II : General Knowledge & Aptitude Test Question Papers

Paper- II relating to General Knowledge & Aptitude Test etc.

 

School Service Commission General Knowledge ( 1st Half )