SSC General Knowledge - 2006 (Morninig Set)

Submitted by administrator on Fri, 11/18/2011 - 12:22

স্কুল সার্ভিস কমিশন - ২০০৬

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

১।   A, D-এর মা এবং B-এর বোন । B-এর C নামে এক কন্যা আছে, যার F-এর সঙ্গে বিয়ে হয়েছে। G আবার A-এর স্বামী । G, D-এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত ? 

     (A) স্বামী     (B) পুত্র     (C) পিতা      (D) কাকা ।

 

২।   প্রস্থের চারগুণ দৈর্ঘ্যবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২৫৬ বর্গমিটার হলে সম পরিসীমা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?

      (A) ৮ বর্গমিটার     (B) ১০০ বর্গমিটার      (C) ২০০ বর্গমিটার      (D) ৪০০ বর্গমিটার

 

৩।   একটির উপর আরেকটি এইভাবে ছটি বই সাজানো আছে । ইতিহাস আছে ইংরাজী ও কম্পিউটারের মাঝখানে । অর্থনীতি এবং গণিতের মধ্যে তিনটি বই আছে। গণিত আছে ভূগোল এবং ইংরাজীর মধ্যে কিন্তু ভূগোল সবার উপরে নেই। নীচে থেকে দ্বিতীয় বই কোনটি ?

      (A) গণিত       (B) অর্থনীতি      (C) অনির্ণেয়       (D) কোনটিই নয়।

 

৪।   পিটুইটারি গ্রন্থিটি কোথায় অবস্থিত ?

      (A) গলার মধ্যে      (B) লিভারের মধ্যে     (C) কিডনীর পাশে      (D) মস্তিষ্কের গোড়ায়

 

৫।   মস্তিষ্কের অংশ ‘সেরিবেলাম’ কী করে  ?

     (A) অনুভূতির অর্থবোধ ঘটায়     (B) চিন্তা, স্মৃতি এবং যুক্তিকে নিয়ন্ত্রণ করে      (C) দেহভঙ্গিমা এবং ভারসাম্য বজায় রাখে      (D) দেহের প্রতিবর্ত ক্রিয়া পরিচালনা করে।

 

৬।    ১ : ১,       ৮ : ৪,       ৯ : ২৭,     ৬৪ : ১৬,     ২৫ : ১২৫,   ?  :  ?,    ৪৯ : ৩৪৩-এর সারিতে লুপ্ত রাশিটি কী ? 

       (A) ৩৬  : ৩১৬       (B) ২১৬  : ৩৬      (C) ৩১৬  : ১৬      (D) ৩১৬  : ৩১৬ ।

 

৭।   প্রথম মহাকাব্যগুলির একটি ছিল

     (A) বিওউল্‌ফ্‌     (B) ওয়ালডেয়ার      (C) প্যারাডাইস্‌  লস্ট      (D) ইউলিসিস্‌।

 

৮।   একটির উপর আরেকটি এইভাবে ছটি বই সাজানো আছে ।  ইতিহাস আছে ইংরাজী ও কম্পিউটারের মাঝখানে । অর্থনীতি এবং গণিতের মধ্যে তিনটি বই আছে । গণিত আছে  ভূগোল এবং ইংরাজীর মধ্যে কিন্তু ভূগোল সবার উপরে নেই । নীচে থেকে দ্বিতীয় বই কোন্‌টি ?

      (A) গণিত      (B) অর্থনীতি      (C) অনির্ণেয়       (D)  কোনটিই নয়। 

 

৯।   ৬ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট্য একটি ঘরে সবচেয়ে দুরের দেওয়াল থেকে ২ মিটার দূরে এক মিটার দৈর্ঘ্যবিশিষ্ট্য একটি রড ঝোলানো হল । দূরের দেওয়ালের যে বিন্দু থেকে আলোক নির্গত হয় তা রডটির মধ্যবিন্দুর সাথে লম্ব ভাবে অবস্থিত । কাছের দেওয়ালটিতে রডের যে ছায়া পড়বে তার দৈর্ঘ্য কত ?

      (A) ১ মিটার      (B) ২ মিটার      (C) ৩ মিটার       (D) ৪ মিটার

 

১০।  প্রোটিনের মূল গঠন গত একক কী ?

     (A) ইউরিক অ্যাসিড      (B) অ্যামিনো অ্যাসিড      (C) অ্যাসেটিক অ্যাসিড      (D) অক্সালিক অ্যাসিড

 

১১।  ২০০৬ সালের “বুকার প্রাইজ” কে পেয়েছিলেন ?

     (A) অনিতা দেশাই      (B) অরুন্ধতি রায়      (C) ঝুম্পা লাহিড়ী      (D) কিশর দেশাই

 

১২।  ৭১০০ – ৩১০০  এই সংখ্যাটির শেষ অঙ্কটি কত ?

      (A) ০      (B) ৪      (C) ৮     (D) ৬

 

১৩।   ‘ইলেকট্রোস্কোপ’ কী জন্য ব্যাবহার করা হয় ?

      (A) শরীরকে চার্জ দেওয়ার জন্য      (B) শরীরের উপর চার্জ-এর সন্ধানের জন্য     (C) দেহের উপর চার্জ-এর সন্ধানের এবং চিহ্নিতকরনের জন্য      (D) শরীরের চার্জ পরিমাপ এবং চিহ্নিতকরনের জন্য

 

১৪।  কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৮,  ৮ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৭,  এইভাবে কমতে কমতে অবশেষে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১ হয় ?

     (A) ২৫১৯      (B) ১২৩৭      (C) ৩৯২৭      (D) ৩৪৯

 

১৫।  পাঁচজন ব্যাক্তি বৃত্তাকার দাঁড়িয়ে আছে ।  A দাঁড়িয়ে B এবং C-এরমাঝখানে,   D,  E-এর বাঁদিকে এবং B, D -এর বাঁদিকে   A-এর ডানদিকে কে দাঁড়িয়ে আছে ?

      (A) E     (B) B     (C) C     (D) D

 

১৬।   কোন সালে রাণী ভিক্টোরিয়া নিজেকে ভারতসম্রাঞ্জী হিসাবে ঘোষোণা করেন ?

       (A) ১৭৬৪      (B) ১৮৫৮      (C) ১৮৭৭       (D) ১৯০৫

 

১৭।   রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে “নির্ঝরের স্বপ্নভঙ্গ” কবিতাটি পাওয়া যাবে ?

       (A) বলাকা      (B) কণিকা     (C) স্ফুলিঙ্গ     (D) প্রভাতসঙ্গীত

 

১৮।  “টিন ড্রাম” এর লেখক কে ?

       (A) গ্রাহাম গ্রীণ     (B) এডগার অ্যালান পো     (C) গুন্টার গ্রাস     (D) সলমন রুশদি ।

 

১৯।   মুঘল সম্রাট আকবরের লেখা বইটির নাম কী ?

        (A) আকবর কথা    (B) আকবর নামা      (C) আকবর গ্রন্থ      (D) কোনটাই নয়

 

২০।  কোনো তল থেকে তাপক্ষয় সর্বাপেক্ষা কম করা যায় কীভাবে ?

        (A) তলটি পালিশ করে     (B) তলটিকে কালো রঙ করে      (C) এর চারাপাশে শূন্যতার সৃষ্টি করে      (D) একে অন্ধকারে রেখে

 

২১।   মাউরিদের কোন দেশে পাওয়া যায় ?

       (A) কঙ্গো      (B) নিউজিল্যান্ড      (C) জিম্বাবোয়ে      (D) চিলি ।

 

২২।   “বতসোয়ানা” দেশটির পুরানো নাম কী ?

       (A) বেচুয়ানাল্যান্ড      (B) ডাহোমী      (C) নাসাল্যান্ড      (D) বাসুতোল্যান্ড ।

 

২৩।  “শান্তিসাগরে” জাহাজ চালনা করা অসম্ভব কেন ?

       (A) অত্যাধিক বাতাসের জন্য      (B) বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলে পড়ে যাবার জন্য     (C) আগুনের আংটিতে বেষ্টিত হওয়ার জন্য      (D) এটি চাঁদে অবস্তিত হওয়ার জন্য

 

২৪।  কত সালে ভারতের রাজধানী পুরাতন দিল্লি থেকে নতুন দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল ?

       (A) ১৯৩১      (B) ১৯৩৯     (C) ১৯৪৫      (D) ১৯৪৭ ।

 

২৫।  চীনের বিখ্যাত প্রাচীরটি কে তৈরী করতে শুরু করেন ?

       (A) সি হুয়াংদি      (B) লি সিঝেন      (C) কং জি      (D) হুয়া টুও ।

 

২৬।   স্পেনের রাজপরিবার এবং যুদ্ধের নিষ্ঠুরতার উপর আঁকা ছবিগুলির জন্য বিখ্যাত স্পেনের চিত্রশিল্পির নাম

       (A) ফ্রান্সিসকো দ্য গোয়া     (B) ক্লদে মোনে      (C) রেমব্রান্ডট ভ্যান রিন      (D) জর্জিয়া ও কিফি ।

 

২৭।   উল্লাস কাসলকর কিসের সঙ্গে যুক্ত ?

       (A) কন্ঠ সঙ্গীত     (B) সন্তুর      (C) বেহালা      (D) বাঁশি ।

 

২৮।  “হাইড্রোপোনিকস” শব্দের অর্থ

       (A) জল ব্যবহার না করে চাষ     (B) মাটি ব্যবহার না করে চাষ     (C) জলে শব্দ সন্ধান      (D) পুষ্পোদগমের এক জাপানী পদ্ধতি ।

 

২৯।   অতলান্তিক বরাবর প্রথম অবিরাম একক উড়ানের সৃষ্টিকর্তা হলেন

      (A) উইলবার রাইট      (B) জর্জ ক্যালি       (C) চার্লস লিণ্ডবার্গ     (D) ফ্রাঙ্ক এল রাইট ।

 

৩০।  ম্যাটারহর্ন কোন পর্বতমালার অন্তর্গত ?

      (A) আন্দিজ      (B) আরাবল্লী পর্বতমালা      (C) আল্পস     (D) হিমালয় ।

 

৩১।  জন-গন-মন এই রবীন্দ্রসঙ্গীতটি গণপরিষদে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় কবে ?

      (A) ২৬ শে জানুয়ারী, ১৯৫০     (B)  ২৩ শে জানুয়ারী, ১৯৫০     (C) ২৪ শে জানুয়ারী, ১৯৫০     (D) ২৭ শে জানুয়ারী, ১৯৫০ ।

 

৩২।  ২০০৫-২০০৬ সালের রঞ্জি ট্রফি ক্রিকেট ফাইনালে বাংলা কোন দলের কাছে হেরে গিয়েছিল ?

       (A) মুম্বাই     (B) উত্তরপ্রদেশ      (C) দিল্লী      (D) কর্ণাটক ।

 

৩৩।  “টি” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

       (A) জুডো      (B) টেবিল টেনিস     (C) পোলো      (D) গলফ

 

৩৪।  এফ.আর.সি.এস.-এর পুরো নাম কী ?

      (A) ফেলোশিপ অফ দ্য রয়াল কলেজ অফ সার্জন      (B) ফ্যাকাল্টি অফ দ্য রয়াল কলেজ অফ সার্জারি

       (C) ফেলোশিপ অফ দ্য রাডিক্যাল কলেজ অফ দ্য সার্জন    (D) ফ্যাকাল্টি অফ দ্য রাডিক্যাল কলেজ অফ সার্জারি ।

 

৩৫।  একটি সিনেমা হলে সবচেয়ে বেশীদিন চলা ভারতীয় সিনেমাটির নাম

       (A) শোলে     (B) দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে     (C) হাম আপকে হ্যায় কৌন     (D) ম্যায়নে প্যার কিয়া ।

 

৩৬।  “আন্তর্জাতিক বিচারালয়” কোথায় অবস্থিত ?

      (A) নিউ ইয়র্ক,ইউ.এস.এ.    (B) জেনেভা, সুইজারল্যাণ্ড     (C) লণ্ডন, ইউ.কে.    (D) দ্যা হেগ, নেদারল্যাণ্ডস

 

৩৭।   রাগনার ফ্রিস অর্থনীতির প্রথম নোবেল পুরস্কারটি কার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছিলেন ?

      (A) জান টিনবারজেন       (B) পল স্যামুয়েলসন       (C) মিল্টন ফ্রিডম্যান        (D) ওয়াসিলি লিওনটিফ ।

 

৩৮।   ভারতের শেষ আদমসুমারি কোন বছরে হয়েছিল ?

       (A) ১৯৯৯      (B) ২০০০     (C) ২০০১      (D) ২০০৫ ।

 

৩৯।  হাঙ্গেরীর মুদ্রা কী ?

       (A) লিরা      (B) ফরিন্ট      (C) রাণ্ড     (D) কোনটিই নয় ।

 

৪০।   “রোমান হলিডে” সিনেমার প্রধান জুটি হিসাবে কারা অভিনয় করেছিলেন ?

       (A) অড্রে হেপবার্ন এবং গ্রেগরী পেক      (B) জুলিয়া রবার্টস এবং রিচার্ড গিয়র       (C) এলিজাবেথ টেলর এবং রিচার্ড বার্টন      (D) মেরিল স্ট্রীপ এবং রবার্ট রেডফোর্ড।

****

Answer:-

 
1- C 2- D 3- A 4- D 5- B 6- B 7- C 8- A 9- C 10- B
11- D 12- A 13- D 14- A 15- B 16- B 17- D 18- B 19- D 20- C
21- B 22- A 23- D 24- A 25- A 26- C 27- B 28- B 29- A 30- A
31- C 32- B 33- D 34- A 35- B 36- D 37- A 38- C 39- B

40- A

****

 

Comments

Related Items

WBSSC (LDC / LDA) Exam - 2013

West Bengal Staff Selection Commission (WBSSC) Exam - 2013 held on 15/12/2013

Total Marks: 100                                                                    Time: 1½ Hours 

                                Question Booklet Series-D

General Instructions to the Candidates

W.B School Service 2008: Geography (Honors)

W.B SCHOOL SERVICE COMMISSION, 2008

GEOGRAPHY (Hons)

 

SSC General Knowledge - 2010 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০১০  

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১।   গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সম্প্রতি কোন দেশের ক্যাবিনেট জলের নীচে একটি বৈঠক করে ?

SSC General Knowledge - 2010 (Morninig Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০১০  

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

১।   নিম্নোক্ত কোন গ্যাসটিকে "লাফিং গ্যাস"  বলা হয় ?

SSC General Knowledge - 2009 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৯ 

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

1.  গ্রীনল্যান্ড কোন দেশের অংশ ?

     (A) ডেনমার্ক     (B) কানাডা     (C) আইসল্যান্ড      (D) মার্কিনযুক্তরাষ্ট্র