Polytechnic Exam- 2008 Chemistry

Submitted by Anonymous (not verified) on Thu, 09/01/2011 - 12:50

Polytechnic Exam - 2008  ( Chemistry )

Collected from memory

 

Highlighted Option is the answer of the Questions ( যদি কোন উত্তর ভুল লেখা হয়, তাহলে উত্তরটি জানিয়ে  email করুন সংশোধন করে দেওয়া হবে )

 

1.  হাইড্রোজেন সালফাইড এবং ওজোন এই দুটি গ্যাসকে কিসের সাহায্যে শনাক্ত করা যায় ।

    (a) আয়তনের সাহায্যে     (b) রংয়ের সাহায্যে      (c) গন্ধের সাহায্যে      (d) ব্যবহারের সাহায্যে

 

2.  একটি সাদা বর্ণের কেলাসাকার পদার্থের স্বাদ মিষ্টি । পদার্থটিকে উত্তপ্ত করলে কালো হয়ে যায় । পদার্থটি কী ?

    (a) গন্ধক      (b) চিনি      (c) ক্লোরিন      (d) ফসফিন

 

3.  কলিচুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ উত্তপ্ত করলে তীব্র ঝাঁঝালো গন্ধ যুক্ত O2 একটি গ্যাস নির্গত হয় । গ্যাসটির নাম কী ?

    (a) গন্ধক     (b) অ্যামোনিয়া     (c) ক্লোরিন     (d) কোনটিই নয়

 

 

4.  জল ও অ্যালকোহলের মিশ্রণ থেকে তাদেরকে কোন পদ্ধতিতে পৃথক করবে ?

   (a) পাতন পদ্ধতিতে      (b) উর্ধ্বপাতন পদ্ধতিতে     (c) আংশিক পাতন পদ্ধতিতে    (d) কোনটিই নয়

 

5.  সবচেয়ে হালকা ধাতুতির নাম লেখো ।

   (a) নাইট্রোজেন     (b) অক্সিজেন      (c) হাইড্রোজেন     (d) লিথিয়াম

 

6.  কপার ও দস্তা তৈরি  ?

   (a) পিতল     (b)  কাঁসা    (c) ব্রোঞ্জ     (d) লোহা

 

7.  হিলিয়াম ছাড়া অন্যান্য নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কতকগুলি ইলেকট্রন থাকে ?

     (a) 5 টি      (b) 4 টি      (c) 8 টি     (d) 2 টি

 

8.  তড়িৎযোজ্যতার সাহায্যে গঠিত যৌগকে কী বলে ?

    (a) তড়িৎযোজ্যতা      (b) সমযোজী বন্ধন      (c) সমযোজ্যতা     (d) তড়িৎযোজী যৌগ

 

9.  H2O যৌগটিতে কী ধরনের যোজ্যতা বর্তমান ?

    (a) তড়িৎযোজ্যতা     (b) সমযোজ্যতা      (c) রাসায়নিক  যোজ্যতা      (d) রাসায়নিক বন্ধন

 

10.   ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস --

    (a) 2,  2,  8,  8      (b) 2,  2,  8,  2     (c) 2,  8,  8,  2    (d)  2,  8,  2,  8

 

11.  কোনো তাপমাত্রায় একটি দ্রাব্যের 60 গ্রাম সম্পৃক্ত দ্রবন বাষ্পীভুত করলে 21 গ্রাম দ্রাব পাওয়া যায় - দ্রাবটি কঠিন হলে ওই তাপমাত্রায় তার দ্রাব্যতা কত ?

     (a) 5385 গ্রাম     (b) 53.85 গ্রাম     (c) 35.58 গ্রাম      (d) 3585 গ্রাম

 

12.  কোনো লবণের দ্রাব্যতা [tex]40^\circ[/tex] উষ্ণতায় 22.5 ,  উপরোক্ত উষ্ণতায় 45 গ্রাম লবণটির একটি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত পরিমাণ জলের প্রয়োজন ?

    (a) 2 গ্রাম     (b) 200 গ্রাম      (c) 2.500 গ্রাম     (d) 500 গ্রাম

 

13.  জলে KNO3 -এর দ্রব্যতা [tex]80^\circ C[/tex] এবং [tex]40^\circ C[/tex] উষ্ণতায় যথাক্রমে 169 এবং 64;  লবণটি [tex]80^\circ C[/tex] উষ্ণতায় 200 গ্রাম জলে দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো । এই দ্রবণটিকে [tex]80^\circ C[/tex] থেকে [tex]40^\circ C[/tex] উষ্ণতায় আনতে কী পরিমাণ KNO3 দ্রবণ থেকে পৃথক হয়ে পড়বে ?

    (a) 111 গ্রাম      (b) 102 গ্রাম      (c) 201 গ্রাম     (d) 210 গ্রাম

 

14.  NaCl + AgNO3 = AgCl + NaNO বিক্রিয়াটি কোন জাতীয় বিক্রিয়া ?

      (a) বিয়োজন বিক্রিয়া     (b) সংযোগ বিক্রিয়া     (c) বিনিময় বিক্রিয়া    (d) যুত বিক্রিয়া

 

15.  [tex]N{H_4}CNO \to CO{(N{H_2})_2}[/tex]  বিক্রিয়াটি কোন জাতীয় বিক্রিয়া ?

      (a) প্রতিস্থাপন বিক্রিয়া     (b) সংযোগ বিক্রিয়া     (c) যুত বিক্রিয়া     (d) পুনর্গঠন বিক্রিয়া

 

16.  [tex]Al + {O_2} \to A{l_2}O[/tex] এর সমতাবিধান -

    (a) [tex]4Al + 3{O_2} \to 2A{l_2}{O_3}[/tex]

    (b) [tex]A{l_2} + 4{O_2} \to 3A{l_2}{O_4}[/tex]

    (c) [tex]4Al + 3{O_4} \to 2A{l_2}{O_2}[/tex]

    (d) [tex]4Al + 3{O_3} \to 4A{l_2}{O_4}[/tex]

 

17.  কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসকে জলে দ্রবীভূত করলে কী উৎপন্ন হয় ?

    (a) হাইড্রোজেন      (b) কিউপ্রিক অক্সাইড    (c) নাইট্রোজেন     (d) কার্বনিক অ্যাসিড

 

18. একটি নাইট্রেট লবণের নাম লেখো যাকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ?

    (a) ক্লোমাস ক্লোরাইড দ্রবণ     (b) লেড অক্সাইড     (c) গ্লাবর     (d) লেড নাইট্রেট

 

19.  যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে তাদের কী বলে ?

    (a) আম্লিক অক্সাইড      (b)  ক্ষারীয় অক্সাইড      (c) কার্বন-ডাই-অক্সাইড     (d) কোনটিই নয়

 

20.  ক্ষারকের স্বাদ কীরূপ ?

   (a) স্বাদ হীন     (b) তিক্ত      (c) টক      (d)  কষা বা তিক্ত

 

21.  কোনটি তীব্র অ্যাসিড --

     (a) HCN    (b) H2PO4     (c) H2CO3   (d) H2SO4

 

22.  লে জলে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে না তাকে কী বলে ?

     (a) মৃদু জল      (b) খর জল      (c) আয়তনমুক্ত জল     (d) কোনটিই নয়

 

23. কলকারখানার বয়লারে খর জল না মৃদু জল ব্যবহার করা হয় ?

     (a) আয়তনমুক্ত জল     (b) খর জল      (c) মৃদু জল      (d) অস্থায়ী খর জল

 

24. নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ?

     (a) ক্যালসিয়াম      (b) ম্যাগনেসিয়াম      (c) অ্যামোনিয়া     (d) সোডিয়াম নাইট্রেট

 

25.  লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত ?

    (a) 8.8   (b) 88    (c) 0.08   (d) 0.88

 

26.  সোডামাইডের সংকেত কী ?

     (a) HNO3     (b) 2NaH      (c) NaNH     (d) NaNH2

 

27.  H2S -এর জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণের কী পরিবর্তন হয় ?

    (a) সাদা      (b) গোলাপী      (c) নীল লিটমাস লাল হয়       (d) হলুদ বর্ণের সালফার

 

28.  পর্যায় সুত্র কোন বিজ্ঞানী প্রকাশ করেন ?

    (a) নিউটন     (b) মেন্ডেল      (c) রাদারফোর্ড     (d) মেন্ডেলিফ

 

29.   17 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি পর্যায় সারণিতে কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থিত ?

      (a)  তৃতীয় পর্যায় ও সপ্তম শ্রেণী

      (b) দ্বিতীয় পর্যায় ও অষ্টম শ্রেণী

      (c)  চতুর্থ পর্যায় ও পঞ্চম শ্রেণী

      (d) প্রথম পর্যায় ও ষষ্ঠ শ্রেণী

 

30.  দীর্ঘ  পর্যায় সারণির শেষ মৌলটির নাম লেখো -

     (a) হিলিয়াম      (b) মাইটোপেরিয়াম       (c) আর্গন     (d) নিয়ম

 

31. মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত লেখো -

    (a) HCl2      (b) HCl      (c) H2SO4     (d) H2S

 

32.  বায়ুর উপস্থিতিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ?

     (a) জল     (b) কউপ্রিক ক্লোরাইড এবং জল     (c) হাইড্রোজেন ক্লোরাইড    (d) ক্লোরিন গ্যাস

 

33.   অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সিক্ত কাচদন্ডকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে ধরলে কী উৎপন্ন হয় ?

    (a)  হাইড্রোজেন ক্লোরাইড     (b) ক্লোরিন গ্যাস     (c) অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া    (d) কিউপ্রিক  ক্লোরাইড

 

34.  ওলিয়ামের সংকেত লেখো-

     (a) H2SO4    (b) H2S2O7    (c) H2SO4     (d) H4SO2

 

35.  সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক কত  ?

    (a) [tex]333^\circ C[/tex]     (b) [tex]833^\circ C[/tex]     (c) [tex]383^\circ C[/tex]    (d) [tex]338^\circ C[/tex]

 

36.  সালফিউরিক অ্যাসিডের হিমাঙ্ক কত  ?

    (a) [tex]11^\circ C[/tex]     (b) [tex]14^\circ C[/tex]     (c) [tex]11.4^\circ C[/tex]   (d) [tex]10.4^\circ C[/tex]

 

37.  কার্বনের একটি অনিয়তাকার রূপভেদের নাম লেখো-

    (a) গ্রাফাইট      (b) কয়লা      (c) হীরক      (d) গ্যাস কার্বন

 

38.  সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে কী বলে ?

   (a) গ্লোবাল সার্ভিং    (b) গ্লোবাল চার্মিং     (c) গ্লোবাল ওয়ার্মিং     (d) গ্লোবাল হিটিং

 

39.   L.P.G.-এর প্রধান উপাদান কী ?

   (a) বিউটেন     (b) মিথেন      (c) আর্গন     (d) জেনন

 

40.  চুনাপাথরের সাংকেতিক হলো-

     (a) MgCO3      (b) CaCO3      (c) ZnCO3    (d) কোনটিই নয়

 

41.  AIDS  রোগের চিকিৎসার উন্নতিকল্পে ব্যবহার হচ্ছে -

     (a) নিয়ম     (b) ফুলারিন      (c) আর্গন     (d) কোনটিই নয়

 

42.  ম্যাগনেশিয়ামের সংকেত লেখো-

    (a) Al2O3      (b) MgCO3      (c) CuFeSO2      (d) Fe2O3

 

43.  তামা ও দস্তা সমন্বিত একটি ধাতুসংকরের নাম লেখো-

    (a) পিতল      (b) লোহা      (c)  রূপা     (d) কাঁসা

 

44.   একটি প্রশম অ্যামিনো অ্যাসিডের নাম লেখো-

     (a) ইউরিয়া      (b) হাইড্রোকার্বন     (c) অ্যামোনিয়া সালফেট     (d) গ্লাইসিন

 

45.   নীচের কোন যৌগটি চিনির সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় ?

      (a) NH2CONH2      (b) CH2OH      (c) CHCl3     (d) CH3CH2OH

 

46.   পেট্রোলিয়াম একটি -

     (a)  মৌল      (b) পলিমার      (c) যৌগ      (d) মিশ্রণ

 

47.   অশ্বশক্তি এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কী ?

     (a) 1 হর্স পাওয়ার  = 746 জুল /সেকেন্ড   

     (b) 1 হর্স পাওয়ার  = 846 জুল /সেকেন্ড

     (c) 1হর্স পাওয়ার   = 946 জুল /সেকেন্ড

     (d) 1হর্স পাওয়ার   = 646 জুল /সেকেন্ড

 

48.   প্রাইমারী সোনার বিশুদ্ধতা হলো-

    (a) 32 ক্যারেট      (b) 24 ক্যারেট      (c) 22 ক্যারেট      (d) 38 ক্যারেট

 

49.   ফেরাস সালফাইড থেকে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে নীচের কোন অ্যাসিড ব্যবহার করবে ?

    (a) গাঢ় H2SO4     (b) গাঢ় HNO3     (c) লঘু H2SO4      (d) লঘু HCl

 

50.  ওষুধের ক্যাপসুল প্রস্তুত করা হয় কোন প্লাস্টিক দিয়ে ?

    (a) পলিথিন      (b) PHB       (c) PVC     (d) অরনল

****

 

Comments

Related Items

JEXPO 2012 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 9. Δ ABC -এর পরিকেন্দ্র O, দেওয়া আছে যে ∠ BAC = 85° এবং ∠ BCA = 55° তবে ∠ OAC -এর মান হবে

JEXPO 2012 Chemistry question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Chemistry question paper 1. ডাইমিথাইল ইথার ও ইথাইল অ্যালকোহল কোন সমাব্য়তা দেখায় ? (A) শৃঙ্খল সমাব্য়তা (B) অবস্থানগত সমাব্য়তা (C) কার্যকরী গ্রুপ সমাব্য়তা (D) স্টিরিও সমাব্য়তা, 3. নিম্নলিখিত কোন ধাতব অক্সাইডটি আম্লিক অক্সাইডের মত আচরণ করে ? (A) CaO (B) MgO (C) Na2O (D) CrO3

JEXPO 2012 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Physics question paper 1. R ওহম রোধের একটি সুষম তারকে সমান দশটি ভাগে ভাগ করে তাদেরকে সমান্তরালে সংযোগ করা হল । তুল্য রোধের মান (a) 0.01R (b) 0.1R (c) 10R (d) R, 2. চাঁদের কোন বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কারণ ,(a) চাঁদ অনেক দূরে (b) চাঁদ কেবলমাত্র রাত্রে দেখা যায় (c) চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই (d) এগুলির কোনটিই নয়

JEXPO 2011 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 8. যদি একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় (concentric) বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিতে C ও D বিন্দুতে ছেদ করে, তবে

Polytechnic Exam - 2011 Chemistry

1. গামা রশ্মি হল উচ্চশক্তি সম্পন্ন-

(a) ইলেকট্রন       (b) প্রোটন       (c) তড়িৎচুম্বকীয় তরঙ্গ       (d) নিউট্রন

 

2.  নীচের কোন কণাটিকে তড়িৎক্ষেত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না ?