Polytechnic Exam- 2008 Chemistry

Submitted by Anonymous (not verified) on Thu, 09/01/2011 - 12:50

Polytechnic Exam - 2008  ( Chemistry )

Collected from memory

 

Highlighted Option is the answer of the Questions ( যদি কোন উত্তর ভুল লেখা হয়, তাহলে উত্তরটি জানিয়ে  email করুন সংশোধন করে দেওয়া হবে )

 

1.  হাইড্রোজেন সালফাইড এবং ওজোন এই দুটি গ্যাসকে কিসের সাহায্যে শনাক্ত করা যায় ।

    (a) আয়তনের সাহায্যে     (b) রংয়ের সাহায্যে      (c) গন্ধের সাহায্যে      (d) ব্যবহারের সাহায্যে

 

2.  একটি সাদা বর্ণের কেলাসাকার পদার্থের স্বাদ মিষ্টি । পদার্থটিকে উত্তপ্ত করলে কালো হয়ে যায় । পদার্থটি কী ?

    (a) গন্ধক      (b) চিনি      (c) ক্লোরিন      (d) ফসফিন

 

3.  কলিচুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ উত্তপ্ত করলে তীব্র ঝাঁঝালো গন্ধ যুক্ত O2 একটি গ্যাস নির্গত হয় । গ্যাসটির নাম কী ?

    (a) গন্ধক     (b) অ্যামোনিয়া     (c) ক্লোরিন     (d) কোনটিই নয়

 

 

4.  জল ও অ্যালকোহলের মিশ্রণ থেকে তাদেরকে কোন পদ্ধতিতে পৃথক করবে ?

   (a) পাতন পদ্ধতিতে      (b) উর্ধ্বপাতন পদ্ধতিতে     (c) আংশিক পাতন পদ্ধতিতে    (d) কোনটিই নয়

 

5.  সবচেয়ে হালকা ধাতুতির নাম লেখো ।

   (a) নাইট্রোজেন     (b) অক্সিজেন      (c) হাইড্রোজেন     (d) লিথিয়াম

 

6.  কপার ও দস্তা তৈরি  ?

   (a) পিতল     (b)  কাঁসা    (c) ব্রোঞ্জ     (d) লোহা

 

7.  হিলিয়াম ছাড়া অন্যান্য নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কতকগুলি ইলেকট্রন থাকে ?

     (a) 5 টি      (b) 4 টি      (c) 8 টি     (d) 2 টি

 

8.  তড়িৎযোজ্যতার সাহায্যে গঠিত যৌগকে কী বলে ?

    (a) তড়িৎযোজ্যতা      (b) সমযোজী বন্ধন      (c) সমযোজ্যতা     (d) তড়িৎযোজী যৌগ

 

9.  H2O যৌগটিতে কী ধরনের যোজ্যতা বর্তমান ?

    (a) তড়িৎযোজ্যতা     (b) সমযোজ্যতা      (c) রাসায়নিক  যোজ্যতা      (d) রাসায়নিক বন্ধন

 

10.   ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস --

    (a) 2,  2,  8,  8      (b) 2,  2,  8,  2     (c) 2,  8,  8,  2    (d)  2,  8,  2,  8

 

11.  কোনো তাপমাত্রায় একটি দ্রাব্যের 60 গ্রাম সম্পৃক্ত দ্রবন বাষ্পীভুত করলে 21 গ্রাম দ্রাব পাওয়া যায় - দ্রাবটি কঠিন হলে ওই তাপমাত্রায় তার দ্রাব্যতা কত ?

     (a) 5385 গ্রাম     (b) 53.85 গ্রাম     (c) 35.58 গ্রাম      (d) 3585 গ্রাম

 

12.  কোনো লবণের দ্রাব্যতা [tex]40^\circ[/tex] উষ্ণতায় 22.5 ,  উপরোক্ত উষ্ণতায় 45 গ্রাম লবণটির একটি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত পরিমাণ জলের প্রয়োজন ?

    (a) 2 গ্রাম     (b) 200 গ্রাম      (c) 2.500 গ্রাম     (d) 500 গ্রাম

 

13.  জলে KNO3 -এর দ্রব্যতা [tex]80^\circ C[/tex] এবং [tex]40^\circ C[/tex] উষ্ণতায় যথাক্রমে 169 এবং 64;  লবণটি [tex]80^\circ C[/tex] উষ্ণতায় 200 গ্রাম জলে দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো । এই দ্রবণটিকে [tex]80^\circ C[/tex] থেকে [tex]40^\circ C[/tex] উষ্ণতায় আনতে কী পরিমাণ KNO3 দ্রবণ থেকে পৃথক হয়ে পড়বে ?

    (a) 111 গ্রাম      (b) 102 গ্রাম      (c) 201 গ্রাম     (d) 210 গ্রাম

 

14.  NaCl + AgNO3 = AgCl + NaNO বিক্রিয়াটি কোন জাতীয় বিক্রিয়া ?

      (a) বিয়োজন বিক্রিয়া     (b) সংযোগ বিক্রিয়া     (c) বিনিময় বিক্রিয়া    (d) যুত বিক্রিয়া

 

15.  [tex]N{H_4}CNO \to CO{(N{H_2})_2}[/tex]  বিক্রিয়াটি কোন জাতীয় বিক্রিয়া ?

      (a) প্রতিস্থাপন বিক্রিয়া     (b) সংযোগ বিক্রিয়া     (c) যুত বিক্রিয়া     (d) পুনর্গঠন বিক্রিয়া

 

16.  [tex]Al + {O_2} \to A{l_2}O[/tex] এর সমতাবিধান -

    (a) [tex]4Al + 3{O_2} \to 2A{l_2}{O_3}[/tex]

    (b) [tex]A{l_2} + 4{O_2} \to 3A{l_2}{O_4}[/tex]

    (c) [tex]4Al + 3{O_4} \to 2A{l_2}{O_2}[/tex]

    (d) [tex]4Al + 3{O_3} \to 4A{l_2}{O_4}[/tex]

 

17.  কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসকে জলে দ্রবীভূত করলে কী উৎপন্ন হয় ?

    (a) হাইড্রোজেন      (b) কিউপ্রিক অক্সাইড    (c) নাইট্রোজেন     (d) কার্বনিক অ্যাসিড

 

18. একটি নাইট্রেট লবণের নাম লেখো যাকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ?

    (a) ক্লোমাস ক্লোরাইড দ্রবণ     (b) লেড অক্সাইড     (c) গ্লাবর     (d) লেড নাইট্রেট

 

19.  যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে তাদের কী বলে ?

    (a) আম্লিক অক্সাইড      (b)  ক্ষারীয় অক্সাইড      (c) কার্বন-ডাই-অক্সাইড     (d) কোনটিই নয়

 

20.  ক্ষারকের স্বাদ কীরূপ ?

   (a) স্বাদ হীন     (b) তিক্ত      (c) টক      (d)  কষা বা তিক্ত

 

21.  কোনটি তীব্র অ্যাসিড --

     (a) HCN    (b) H2PO4     (c) H2CO3   (d) H2SO4

 

22.  লে জলে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে না তাকে কী বলে ?

     (a) মৃদু জল      (b) খর জল      (c) আয়তনমুক্ত জল     (d) কোনটিই নয়

 

23. কলকারখানার বয়লারে খর জল না মৃদু জল ব্যবহার করা হয় ?

     (a) আয়তনমুক্ত জল     (b) খর জল      (c) মৃদু জল      (d) অস্থায়ী খর জল

 

24. নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ?

     (a) ক্যালসিয়াম      (b) ম্যাগনেসিয়াম      (c) অ্যামোনিয়া     (d) সোডিয়াম নাইট্রেট

 

25.  লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত ?

    (a) 8.8   (b) 88    (c) 0.08   (d) 0.88

 

26.  সোডামাইডের সংকেত কী ?

     (a) HNO3     (b) 2NaH      (c) NaNH     (d) NaNH2

 

27.  H2S -এর জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণের কী পরিবর্তন হয় ?

    (a) সাদা      (b) গোলাপী      (c) নীল লিটমাস লাল হয়       (d) হলুদ বর্ণের সালফার

 

28.  পর্যায় সুত্র কোন বিজ্ঞানী প্রকাশ করেন ?

    (a) নিউটন     (b) মেন্ডেল      (c) রাদারফোর্ড     (d) মেন্ডেলিফ

 

29.   17 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি পর্যায় সারণিতে কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থিত ?

      (a)  তৃতীয় পর্যায় ও সপ্তম শ্রেণী

      (b) দ্বিতীয় পর্যায় ও অষ্টম শ্রেণী

      (c)  চতুর্থ পর্যায় ও পঞ্চম শ্রেণী

      (d) প্রথম পর্যায় ও ষষ্ঠ শ্রেণী

 

30.  দীর্ঘ  পর্যায় সারণির শেষ মৌলটির নাম লেখো -

     (a) হিলিয়াম      (b) মাইটোপেরিয়াম       (c) আর্গন     (d) নিয়ম

 

31. মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত লেখো -

    (a) HCl2      (b) HCl      (c) H2SO4     (d) H2S

 

32.  বায়ুর উপস্থিতিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ?

     (a) জল     (b) কউপ্রিক ক্লোরাইড এবং জল     (c) হাইড্রোজেন ক্লোরাইড    (d) ক্লোরিন গ্যাস

 

33.   অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সিক্ত কাচদন্ডকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে ধরলে কী উৎপন্ন হয় ?

    (a)  হাইড্রোজেন ক্লোরাইড     (b) ক্লোরিন গ্যাস     (c) অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া    (d) কিউপ্রিক  ক্লোরাইড

 

34.  ওলিয়ামের সংকেত লেখো-

     (a) H2SO4    (b) H2S2O7    (c) H2SO4     (d) H4SO2

 

35.  সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক কত  ?

    (a) [tex]333^\circ C[/tex]     (b) [tex]833^\circ C[/tex]     (c) [tex]383^\circ C[/tex]    (d) [tex]338^\circ C[/tex]

 

36.  সালফিউরিক অ্যাসিডের হিমাঙ্ক কত  ?

    (a) [tex]11^\circ C[/tex]     (b) [tex]14^\circ C[/tex]     (c) [tex]11.4^\circ C[/tex]   (d) [tex]10.4^\circ C[/tex]

 

37.  কার্বনের একটি অনিয়তাকার রূপভেদের নাম লেখো-

    (a) গ্রাফাইট      (b) কয়লা      (c) হীরক      (d) গ্যাস কার্বন

 

38.  সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে কী বলে ?

   (a) গ্লোবাল সার্ভিং    (b) গ্লোবাল চার্মিং     (c) গ্লোবাল ওয়ার্মিং     (d) গ্লোবাল হিটিং

 

39.   L.P.G.-এর প্রধান উপাদান কী ?

   (a) বিউটেন     (b) মিথেন      (c) আর্গন     (d) জেনন

 

40.  চুনাপাথরের সাংকেতিক হলো-

     (a) MgCO3      (b) CaCO3      (c) ZnCO3    (d) কোনটিই নয়

 

41.  AIDS  রোগের চিকিৎসার উন্নতিকল্পে ব্যবহার হচ্ছে -

     (a) নিয়ম     (b) ফুলারিন      (c) আর্গন     (d) কোনটিই নয়

 

42.  ম্যাগনেশিয়ামের সংকেত লেখো-

    (a) Al2O3      (b) MgCO3      (c) CuFeSO2      (d) Fe2O3

 

43.  তামা ও দস্তা সমন্বিত একটি ধাতুসংকরের নাম লেখো-

    (a) পিতল      (b) লোহা      (c)  রূপা     (d) কাঁসা

 

44.   একটি প্রশম অ্যামিনো অ্যাসিডের নাম লেখো-

     (a) ইউরিয়া      (b) হাইড্রোকার্বন     (c) অ্যামোনিয়া সালফেট     (d) গ্লাইসিন

 

45.   নীচের কোন যৌগটি চিনির সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় ?

      (a) NH2CONH2      (b) CH2OH      (c) CHCl3     (d) CH3CH2OH

 

46.   পেট্রোলিয়াম একটি -

     (a)  মৌল      (b) পলিমার      (c) যৌগ      (d) মিশ্রণ

 

47.   অশ্বশক্তি এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কী ?

     (a) 1 হর্স পাওয়ার  = 746 জুল /সেকেন্ড   

     (b) 1 হর্স পাওয়ার  = 846 জুল /সেকেন্ড

     (c) 1হর্স পাওয়ার   = 946 জুল /সেকেন্ড

     (d) 1হর্স পাওয়ার   = 646 জুল /সেকেন্ড

 

48.   প্রাইমারী সোনার বিশুদ্ধতা হলো-

    (a) 32 ক্যারেট      (b) 24 ক্যারেট      (c) 22 ক্যারেট      (d) 38 ক্যারেট

 

49.   ফেরাস সালফাইড থেকে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে নীচের কোন অ্যাসিড ব্যবহার করবে ?

    (a) গাঢ় H2SO4     (b) গাঢ় HNO3     (c) লঘু H2SO4      (d) লঘু HCl

 

50.  ওষুধের ক্যাপসুল প্রস্তুত করা হয় কোন প্লাস্টিক দিয়ে ?

    (a) পলিথিন      (b) PHB       (c) PVC     (d) অরনল

****

 

Comments

Related Items

JEXPO 2011 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Physics question paper 1. একটি মাপনী চোঙে 15 মিলি জল আছে । 13 গ্রাম ভরের একটি পাথরের টুকরোকে ঐ চোঙের মধ্যে জলে সম্পূর্ণরূপে ডোবালে জলের আয়তনের পাঠ হয় 20 মিলি । পাথরের ঘনত্ব-, (a) 2.5 গ্রাম/মিলি (b) 2.6 গ্রাম/মিলি (c) 5.2 গ্রাম/মিলি (d) 1.3 গ্রাম/মিলি ...

JEXPO 2010 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2010 Mathetatics question paper. 1. একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 21 সেমি. ও ভূমির ব্যাসার্ধ 12 সেমি. হলে শঙ্কুটির ঘনফল হবে : , 2. একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বালতি যার উচ্চতা 32 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 18 সেমি. বালিতে এক চতুর্থাংশ ভর্তি আছে । বালতিটি খালি করে ভূমিতে সমস্ত বালিগুলি ...