JEXPO 2011 Physics question paper

Submitted by administrator on Wed, 04/09/2014 - 11:25

West Bengal Polytechnic Entrance Examination

JEXPO 2011

Physics

 

1. একটি মাপনী চোঙে 15 মিলি জল আছে । 13 গ্রাম ভরের একটি পাথরের টুকরোকে ঐ চোঙের মধ্যে জলে সম্পূর্ণরূপে ডোবালে জলের আয়তনের পাঠ হয় 20 মিলি । পাথরের ঘনত্ব-

(a) 2.5 গ্রাম/মিলি      (b) 2.6 গ্রাম/মিলি      (c) 5.2 গ্রাম/মিলি      (d) 1.3 গ্রাম/মিলি

 

2.  36 কিমি/ঘন্টা বেগে একটি 8 মেট্রিক টন ভরের ট্রাককে ব্রেক কষে 10 সেকেন্ডের মধ্যে থামানো হল । প্রযুক্ত বলের মান হল-

(a) 8000 ডাইন       (b) 4000 নিউটন       (c) 3600 নিউটন       (d) 8000 নিউটন

 

3.  একটি বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুকটি পিছনদিকে সরে যায় । এই ঘটনা যে নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় তা, হল-

(a) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র      (b) শক্তির সংরক্ষণ সূত্র       (c) নিউটনের দ্বিতীয় গতিসূত্র       (d) নিউটনের তৃতীয় গতিসূত্র

 

4. একটি থার্মোমিটারে গলনাঙ্ক 20° এবং স্ফুটনাঙ্ক 150° হিসাবে চিহ্নিত আছে ।  45°C তাপমাত্রায় ঐ থার্মোমিটারে পাঠ হল-

(a) 75°      (b) 80°       (c) 78.5°      (d) 58.5°

 

5.  দুটি পদার্থের ঘনত্বের অনুপাত 2 : 3 এবং আপেক্ষিক তাপের অনুপাত 4 : 3 হলে একক আয়তনপ্রতি পদার্থদ্বয়ের তাপগ্রাহিতার অনুপাত হল-

(a) 2 : 3       (b) 4 : 9       (c) 8 : 9        (d) 4 : 3

 

6.  আমরা আমাদের চারপাশের বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল -

(a) নিয়মিত প্রতিফলন       (b) বিক্ষিপ্ত প্রতিফলন       (c) প্রতিসরণ       (d) বিচ্ছুরণ

 

7.   যে প্রক্রিয়ার ফলে আকাশের রঙ নীল দেখায়, তা হল -

(a) বিচ্ছুরণ       (b) বিক্ষেপণ        (c) প্রতিসরণ        (d) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

 

8.  মহাসমুদ্রের তলদেশ থেকে একটি বিস্ফোরণের শব্দের প্রতিধ্বনি বিস্ফোরণ ঘটার 10 সেকেন্ড পরে শোনা গেল । যদি জলে শব্দের বেগ 1500 মিটার /সেকেন্ড হয়, তবে ঐ স্থানে সমুদ্রের গভীরতা হল-

(a) 750 মিটার       (b) 7.5 কিলোমিটার        (c) 15 কিলোমিটার        (d) 1500 মিটার

 

9.  একটি পরিবাহী তারের দৈর্ঘ্য টেনে বাড়িয়ে দ্বিগুণ করা হলে তারটির রোধ হবে পূর্বের রোধের -

(a) 2 গুণ        (b) 4 গুণ         (c) 8 গুণ        (d) সমান

 

10.  ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থ হল -

(a) তামা       (b) সীসা       (c) রূপা       (d) সিলিকন

 

11.  যে নিয়মের সাহায্যে মোটরের আর্মেচারের ঘুর্ণনের অভিমুখ নির্ণয় করা হয়, সেটি -

(a) ফ্লেমিং-এর বাম হস্ত সূত্র        (b) অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র         (c) ফ্লেমিং-এর দক্ষিণ হস্ত সূত্র       (d) ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু সূত্র

 

12. মোক্ষণ নলের ভিতর প্রতিপ্রভা সৃষ্টি হয়, যখন নলের ভিতরের বায়ুচাপ (পারদ স্তম্ভের উচ্চতার মাধ্যমে )-

(a) 10 মিমি.       (b) 5 মিমি.      (c) 0.01 মিমি.     (d) 10-4 মিমি.

 

13.  কোন মৌলের একটি পরমাণুতে 20টি প্রোটন, 20টি ইলেকট্রন এবং 20টি নিউট্রন আছে । মৌলটি হল -

(a) তামা        (b) রুপা        (c) আর্গন       (d) পটাসিয়াম

 

14.  একটি তির্যক তরঙ্গ Z -অক্ষ বরাবর এগিয়ে চলেছে । মাধ্যমটির কণাগুলির সরণ হবে -

(a) Z -অক্ষ বরাবর       (b) X -অক্ষ বরাবর        (c) Y -অক্ষ বরাবর       (d) XY তলে সীমাবদ্ধ

 

15.  একটি বাদ্যযন্ত্রে 256, 502, 1020 এবং 1280 কম্পাঙ্কের সুর আছে । উহার মূল সুর এবং সমমেল হল-

(a) 256 এবং 502        (b) 256 এবং 1020        (c) 502 এবং 1020         (d) 256 এবং 1280

 

16.  R এবং 2R মানের দুটি রোধ একটি তড়িৎ প্রবাহের সঙ্গে সমান্তরালভাবে যুক্ত আছে । R এবং 2R রোধ দুটির মধ্যে সৃষ্ট তাপশক্তির অনুপাত -

(a) 2 : 1       (b) 1 : 2        (c) 1 : 4        (d) 4 : 1

 

17.  কোনও বস্তুর ওজন সর্বোচ্চ হয় -

(a) আটলান্টিক মহাসমুদ্রের তলায়        (b) এভারেস্ট শৃঙ্গের মাথায়        (c) নিরক্ষীয় অঞ্চলে        (d) মেরু অঞ্চলে

 

18.  অপ্রচলিত শক্তির উদাহরণ হল -

(a) নিউক্লিয় শক্তি      (b) তড়িৎ শক্তি       (c) বায়ু শক্তি        (d) রাসায়নিক শক্তি

 

19.   S. I. সিস্টেম -এ আছে -

(a) তিনটি মূল ইউনিট এবং একটি পরিপূরক ইউনিট

(b) পাঁচটি মূল ইউনিট এবং একটি পরিপূরক ইউনিট

(c) সাতটি মূল ইউনিট এবং একটি পরিপূরক ইউনিট

(d) সাতটি মূল ইউনিট এবং দুটি পরিপূরক ইউনিট

 

20.  ওজন বাক্সের স্ট্যান্ডার্ড 'ওজন' গুলি কোন অনুপাতে নেওয়া হয় -

(a) 5 : 2 : 2 : 1        (b) 2 : 5 : 2 : 1        (c) 2 : 1 : 2 : 5       (d) কোনটিই নয়

 

21.  একটি পাত্রে 20°C -এর 50 গ্রাম জল আছে । 100°C -এর 100 গ্রাম জল তাতে ঢালা হল । যদি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 40°C হয় তাহলে পাত্রের জলসম কত ?

(a) 50 গ্রাম       (b) 250 গ্রাম        (c) 300 গ্রাম        (d) 150 গ্রাম

 

22.  বাতাসের শব্দের বেগ 332 m/s হলে, প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের নূন্যতম দূরত্ব হবে -

(a) 332 m       (b) 33.2 m       (c) 16.6 m       (d) 166 m

 

23.  আলোর প্রতিসরণের স্নেল সূত্রটি প্রকাশ করা হয় [tex]{{\sin i} \over {\sin r}} = \mu [/tex] (প্রতীকগুলি প্রচলিত অর্থেই ব্যবহৃত) তাহলে µ হল -

(a) প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক

(b) দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক

(c) প্রথম মাধ্যমের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক

(d) দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক

 

24.  একটি কণা A থেকে B -তে গেল পূর্বদিকে, t সময়ে । তারপর B থেকে C -তে গেল উত্তরদিকে, ঐ একই সময়ে । যদি AB = BC হয়, তাহলে A থেকে C -তে যেতে কণাটির গতির ধরন -

(a) সমবেগে গতি        (b) ত্বরিত গতি        (c) অপ্রতিমিত বাহ্যিক বল ব্যতীত কণার গতি       (d) ধ্রুবক ভরবেগ সম্পন্ন গতি

 

25.  100 গ্রামের একটি বস্তুকে উলম্ব দিকে 100 m/s বেগে ছোঁড়া হল । সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে ? (g = 10 m/s²) :

(a) 500 m        (b) 100 m        (c) 50 m        (d) 250 m

 

26.  দুইটি তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক [tex]{{F - 32} \over {180}} = {{S - 48} \over {220}} [/tex] । কোন তাপমাত্রায় দুটি স্কেলের পাঠ একই হবে ?

(a) - 40°F = - 40°S       (b) - 32°F = - 32°S       (c) - 48°F = - 48°S       (d) 40°F = 40°S

 

27.  কোন মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক বায়ু সাপেক্ষে µ = √2 । সংকট কোণ কত ?

(a) 30°      (b) 90°       (c) 45°      (d) 60°

 

28. একটি কাঠের ব্লক ও একটি ধাতব ব্লক কোন সাধারণ উষ্ণতায় থাকলে ওদের স্পর্শ করলে সমান শীতল বা সমান উষ্ণ মনে হয় ?

(a) যে কোনো উষ্ণতায় থাকলে

(b) দুটিই যদি 0°C তাপমাত্রায় থাকে 

(c) দুটি তাপমাত্রাই যদি স্পর্শকারির দেহের তাপমাত্রার সমান হয়

(d) কোনটিই নয়

 

29.  কোন 5Ω রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 40 সেকেন্ড ধরে চললে উত্পাদিত তাপের পরিমাণ ক্যালরিতে কত ?

(a) 48 ক্যালরি       (b) 192 ক্যালরি        (c) 24 ক্যালরি         (d) 96 ক্যালরি

 

30.  একটি তিন-পিন সকেটের কোন গর্তটি প্রান্তভূমির সাথে যুক্ত থাকে ?

(a) সবচেয়ে বড় গর্তটি       (b) বাঁদিকের ছোট গর্তটি        (c) ডানদিকের ছোট গর্তটি          (d) তিনটি গর্তের কোনটাই ভূমির সাথে যুক্ত নয়

 

31.  একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারকে কোন বর্তনীতে প্রবাহমাত্রা মাপার কাজে কীভাবে ব্যবহার করা যেতে পারে ?

(a) ঐ গ্যালভানোমিটারের সাথে উচ্চ রোধে সমান্তরাল সমবায়ে যুক্ত করে

(b) ঐ গ্যালভানোমিটারের সাথে কম রোধে সমান্তরাল সমবায়ে যুক্ত করে

(c) ঐ গ্যালভানোমিটারের সাথে কম রোধে শ্রেণি সমবায়ে যুক্ত করে

(d) ঐ গ্যালভানোমিটারের সাথে উচ্চ রোধে শ্রেণি সমবায়ে যুক্ত করে

 

32.  দুটি তড়িৎদ্বারের মধ্যে 100V বিভব পার্থক্য রাখা হয়েছে । একটি ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে যেতে কত গতিশক্তি অর্জন করে ?

(a) 160 x 10-19 আর্গ       (b) 100 জুল        (c) 160 x 10-19 জুল       (d) 100 আর্গ

 

33.  প্রাণীদেহের হাড়ের ছবি কোন বিকিরণের সাহায্যে নিখুঁতভাবে তোলা যায় ?

(a) লাল-উজানি আলো         (b) X - রশ্মি        (c) গামা রশ্মি         (d) অতি বেগুনি আলো

 

34.  শব্দতরঙ্গের কোন ধর্মের ভিত্তিতে ডাক্তারদের স্টেথোস্কোপ তৈরি হয় ?

(a) শব্দতরঙ্গের বিক্ষেপ        (b) শব্দতরঙ্গের প্রতিফলন         (c) শব্দতরঙ্গের প্রতিসরণ           (d) কোনটাই নয়

 

35.  সমত্বরণে গতিশীল একটি বস্তুর -

(a) গতির অভিমুখ কখনোই বদলাতে পারে না

(b) গতির অভিমুখ বদলাতে পারে

(c) ভরবেগ অবশ্যই ধ্রুবক থাকে

(d) বেগ কমতে পারে

 

36.  একটি ট্রেন u সমবেগে P স্টেশন থেকে যাত্রা শুরু করে Q স্টেশনে পৌঁছাল এবং v সমবেগে একই পথে ফিরে এল । এই যাত্রাকালে ট্রেনটির গড় বেগ হল -

(a) [tex]{{u + v} \over 2}[/tex]        (b) [tex]{{2uv} \over {u + v}}[/tex]        (c) [tex]\sqrt {uv}[/tex]        (d) [tex]{1 \over 2}{{uv} \over {u + v}}[/tex]

 

37.  যখন একটি ট্রাক ও একটি মোটরগাড়ির ভরবেগ সমান, তখন-

(a) ট্রাকের গতিশক্তি বেশি       (b) মোটরগাড়ির গতিশক্তি বেশি       (c) উভয়ের গতিশক্তি সমান        (d) গতিশক্তি ভরবেগের উপর নির্ভর করে না

 

38.  দুটি সমতল দর্পণ θ কোণে আনত । একটি দর্পণের সমান্তরালে আপতিত অলোকরশ্মি দর্পণদ্বয়ে পরপর প্রতিফলনের পর আপতনের পথ ধরে ফিরে যায় । θ -এর মান হল -

(a) 30°       (b) 45°      (c) 60°       (d) 90°

 

39.  একটি গ্রহে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর তুলনায় দ্বিগুণ । পৃথিবীতে এক ব্যক্তি 4m উচ্চতা পর্যন্ত লাফাতে পারলে ঐ গ্রহে সে কত উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে ?

(a) 2 m      (b) 8 m      (c) 6 m       (d) 1 m

 

40.  বায়ুমন্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য-

(a) বেড়ে যেত       (b) কমে যেত       (c) একই থাকত       (d) দিন বা রাত কিছুই হত না

 

41. সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা ও কম্পাঙ্কের মধ্যে -

(a) তীক্ষ্ণতা ভৌতরাশি কিন্তু কম্পাঙ্ক ভৌতরাশি নয়

(b) কম্পাঙ্ক ভৌতরাশি কিন্তু তীক্ষ্ণতা ভৌতরাশি নয়

(c) উভয়ই ভৌতরাশি

(d) কোনটিই ভৌতরাশি নয়

 

42.  [tex]{}_6^{13}C[/tex] এবং [tex]{}_7^{14}N[/tex] নিউক্লাইড দুটি হল -

(a) আইসোটোপ       (b) আইসোবার        (c) আইসোটোন         (d) সমরূপী 

 

43.  এক বায়ুমন্ডলীয় চাপে 0°C উষ্ণতায় বায়ুর ঘনত্ব 1.3 গ্রাম/লিটার । একই উষ্ণতায় চাপ দ্বিগুণিত করলে বায়ুর ঘনত্ব হবে -

(a) 2.6 গ্রাম/লিটার         (b) 5.2 গ্রাম/লিটার         (c) 1.3 গ্রাম/লিটার         (d) 0.65 গ্রাম/লিটার

 

44.  জলের মধ্যে একটি বায়ুর বুদবুদ আচরণ করে

(a) উত্তল লেন্সের ন্যায়        (b) অবতল লেন্সের ন্যায়        (c) সমতলোত্তল লেন্সের ন্যায়          (d) সমতল-অবতল লেন্সের ন্যায়

 

45.  A বিন্দুতে তড়িৎ বিভব 15V এবং B বিন্দুতে 5V  ।  একটি +2C আধানযুক্ত কণা A থেকে B বিন্দুতে গেলে কণাটির -

(a) স্থিতিশক্তির বৃদ্ধি হবে 20 জুল

(b) স্থিতিশক্তির হ্রাস হবে 20 জুল

(c) গতিশক্তির হ্রাস হবে 20 জুল

(d) স্থিতি বা গতিশক্তির কোন পরিবর্তন হবে না

 

46.  একঝাঁক প্রোটন কণার স্রোত উলম্বভাবে নীচের দিকে পৃথিবী অভিমুখে পতনশীল । পৃথিবীর চৌম্বকক্ষেত্র ভৌগোলিক দক্ষিণ থেকে উত্তর দিকে ক্রিয়াশীল । প্রোটন কণাগুলির বিক্ষেপ হবে -

(a) পূর্বদিকে       (b) পশ্চিমদিকে        (c) উত্তরদিকে       (d) আদৌ বিক্ষেপ হবে না

 

47.  16Ω রোধ বিশিষ্ট একটি ধাতব তারের দৈর্ঘ্য 25% বাড়ানো হল যাতে ওর আয়তনের কোন পরিবর্তন না হয় । তারের নূন্যতম রোধ হবে -

(a) 16Ω       (b) 20Ω        (c) 12.8Ω       (d) 25Ω

 

48. 1.5V তড়িচ্চালক বলযুক্ত একটি কোশের আভ্যন্তরীণ রোধ 0.5Ω  ।  1Ω রোধবিশিষ্ট একটি ভোল্টামিটারকে এর দুপ্রান্তের মধ্যে যুক্ত করা হলে ভোল্টামিটারের পাঠ হবে-

(a) 1 V        (b) 1.5 V       (c) 0.5 V       (d) 0.3 V

 

49.  নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রোটনগুলি নিম্নোক্ত বলের প্রভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে -

(a) মহাকর্ষীয় বল         (b) স্থির তাড়িতিক বল         (c) চৌম্বক বল         (d) নিউক্লিয় বল

 

50.  বায়ুশূন্য ডায়োডকে ভালভ বলা হয় কারণ -

(a) তড়িৎপ্রবাহ পাঠালে এটি উজ্জ্বল হয়ে ওঠে

(b) ইহা দুই বিপরীত অভিমুখে তড়িৎপ্রবাহ প্রেরণ করতে পারে

(c) ইহা কেবলমাত্র একটি দিকে তড়িৎপ্রবাহ প্রেরণ করতে পারে

(d) ইহা আদৌ তড়িৎপ্রবাহ প্রেরণ করতে পারে না

***

 

Comments

Related Items

JEXPO 2012 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 9. Δ ABC -এর পরিকেন্দ্র O, দেওয়া আছে যে ∠ BAC = 85° এবং ∠ BCA = 55° তবে ∠ OAC -এর মান হবে

JEXPO 2012 Chemistry question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Chemistry question paper 1. ডাইমিথাইল ইথার ও ইথাইল অ্যালকোহল কোন সমাব্য়তা দেখায় ? (A) শৃঙ্খল সমাব্য়তা (B) অবস্থানগত সমাব্য়তা (C) কার্যকরী গ্রুপ সমাব্য়তা (D) স্টিরিও সমাব্য়তা, 3. নিম্নলিখিত কোন ধাতব অক্সাইডটি আম্লিক অক্সাইডের মত আচরণ করে ? (A) CaO (B) MgO (C) Na2O (D) CrO3

JEXPO 2012 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Physics question paper 1. R ওহম রোধের একটি সুষম তারকে সমান দশটি ভাগে ভাগ করে তাদেরকে সমান্তরালে সংযোগ করা হল । তুল্য রোধের মান (a) 0.01R (b) 0.1R (c) 10R (d) R, 2. চাঁদের কোন বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কারণ ,(a) চাঁদ অনেক দূরে (b) চাঁদ কেবলমাত্র রাত্রে দেখা যায় (c) চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই (d) এগুলির কোনটিই নয়

JEXPO 2011 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 8. যদি একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় (concentric) বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিতে C ও D বিন্দুতে ছেদ করে, তবে

Polytechnic Exam - 2011 Chemistry

1. গামা রশ্মি হল উচ্চশক্তি সম্পন্ন-

(a) ইলেকট্রন       (b) প্রোটন       (c) তড়িৎচুম্বকীয় তরঙ্গ       (d) নিউট্রন

 

2.  নীচের কোন কণাটিকে তড়িৎক্ষেত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না ?