SSC General Knowledge - 2009 (Morninig Set)

Submitted by administrator on Wed, 11/23/2011 - 10:46

স্কুল সার্ভিস কমিশন - ২০০৯ 

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

1.  রেটিনা ও অপটিক নার্ভ-এর সংযোগ স্থলকে কী বলে ?

     (A) ইয়োলো স্পট      (B) ব্লাইন্ড স্পট      (C) সক্লেরোটিক      (D) কোরয়েড

 

2.   A ও B  7 মিটার ব্যাসার্ধবিশিষ্ট একটি সম্পূর্ণ বৃত্তাকার পার্ক হাঁটতে গেল ।  A  বৃত্তের পরিধি বরাবর হাঁটল । কিন্তু  B  একদিক থেকে অন্য দিকে ঠিক ব্যাস বরাবর হাঁটতে লাগল । যদি তারা দু-জনেই P বিন্দু থেকে যাত্রা শুরু করে ও একই গতি নিয়ে হাঁটতে শুরু করে তাহলে  A কে  P বিন্দুতে আবার  B-র দেখা হতে গেলে কত পাক ঘুরতে হবে ?

    (A) 1    (B) 4    (C)  7   (D) 11

 

3.   নীচের কোন জীবটির স্ত্রীলিঙ্গ হল 'Doe' 

    (A) Duck       (B) Dove      (C) Deer      (D) Dolphin

 

4.  অ্যাঙ্গোলা কোন মহাদেশের অন্তর্গত ?

     (A) আফ্রিকা      (B) ইউরোপ      (C) ভারত       (D) দক্ষিণ আমেরিকা

 

5.  ভারতবর্ষে প্রথম ইউরোপীয় উপনিবেশ পত্তনকারী কারা ?  

     (A) ইংরেজ      (B) পর্তুগিজ      (C) ফরাসি      (D) ওলন্দাজ

 

6.  একজন অসৎ দোকানদার জানালো যে সে কেনা দামে জল বিক্রয় করবে । সে এক কেজির আসল ওজনের জায়গায় 950 গ্রামের নকল ওজন ব্যবহার করল । তার শতকরা কত লাভ হল ?

     (A) 5.1      (B) 5.3      (C) 5     (D) 6.7

 

7.   যদি পৃথিবীর ব্যাসার্ধ তিনগুণ বাড়ে ও ভর একই থাকে , তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ :-

     (A) নয়গুণ বাড়বে      (B) নয় ভাগ কমবে      (C) তিনগুণ বাড়বে     (D) তিন ভাগ কমবে

 

8.  "Our Sweetest songs are those that tell of  Sadest Thought"  কে লেখেন ?

    (A) শেলী      (B) কিটস      (C) বায়রন     (D) ওয়ার্ডসওয়ার্থ 

 

9.  একজন গোয়ালা 80 লিটার দুধে 20 লিটার জল মেশালো । ওই মিশ্রণের 25% বিক্রয় করার পর বিক্রিত অংশের সমপরিমাণ জল সেই মিশ্রণে আবার মিশ্রিত করা হল । এখন মিশ্রণে জল ও দুধের অনুপাত কত ?

    (A) 2 : 3      (B) 1 : 2     (C) 1 : 3      (D) 3 : 2

 

10.  'মেঘে ঢাকা তারা' বাংলা চলচ্চিত্রটির পরিচালক কে ?

    (A) রাজেন তরফদার      (B)  ঋত্বিক ঘটক       (C) প্রেমাঙ্কুর আতর্থী      (D) বিমল রায়

 

11.  বাংলায় সেন বংশের প্রথম শাসক কে ?

     (A) বল্লাল সেন       (B) হেমন্ত সেন      (C) বিজয় সেন      (D) লক্ষণ সেন

 

12.  Part of Speech (adverb) সনাক্ত করুন :

       She usually arrives before nine O'clock

    (A) adverb of manner      (B) adverb of Frequency      (C) adverb of Time      (D) adverb of degree

 

13.  ' অমৃতস্য পুত্রী ' উপন্যাস টির জন্য 1982 সালের সাহিত্য একাডেমি পুরষ্কার কে পান ?

    (A) রাজশেখর বোস      (B) মৈত্রেয়ী দেবী     (C) সমরেশ বসু     (D) কমল দাস

 

14. যদি "সমস্ত মানুষই সমান" ও "কিছু মানুষ নিরপেক্ষ" -- এই দুটি সত্য হয়, তাহলে নীচের কোন সিদ্ধান্তটি নিশ্চিত ভাবে ঠিক ?

    (A) কিছু মানুষ নিরপেক্ষ      (B) সব মানুষই  নিরপেক্ষ     (C) কিছু নিরপেক্ষ হল মানুষ     (D) কোনোটিই নয় 

 

15. স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষাসংক্রান্ত মন্ত্রী কে ছিলেন ?

    (A) মৌলানা আবুল কালাম আজাদ     (B) সর্দার বল্লভ ভাই প্যাটেল     (C) ভীমরাও আম্বেদকার      (D) শ্যামাপ্রসাদ মুখার্জী

 

16.  2008 সালের ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরষ্কার কে পান ? 

    (A) মহম্মদ এল বারদেই     (B) ওয়েন জিয়াবো     (C) তারা আসো     (D) নিকোলস সারখোসে 

 

17.  নীচের কোন সংস্থাটির সদস্য সদ্য 'লিসবন চুক্তি' টি গ্রহন/প্রবর্তন করেন ? 

    (A) NATO       (B) SAARC    (C)  ইউরোপীয় ইউনিয়ন    (D) NSG

 

18.  নীচের কোনটি একটি 'আদর্শ গ্যাস' নয়  ?

    (A) হিলিয়াম      (B) বোরন      (C) নিয়ন      (D) ক্রিপ্টন

 

19.  বায়লাডিলা নীচের কোনটির জন্য বিখ্যাত ?  

    (A) কয়লা      (B) বক্সাইট     (C) তামা      (D) লৌহ আকরিক

 

20.  'Screne' এর একটি সমার্থক শব্দ নীচের কোনটি ? 

    (A) Calm       (B) Beautiful       (C) Magnificent     (D) Mammoth

 

****

Answer

 
1- B 2- C 3- C 4- A 5- B 6- C 7- C 8- A 9- A 10- B
11- C 12- A 13- D 14- C 15- A 16- A 17- C 18- D 19- D 20- A

***

Comments

Related Items

WBSSC (LDC / LDA) Exam - 2013

West Bengal Staff Selection Commission (WBSSC) Exam - 2013 held on 15/12/2013

Total Marks: 100                                                                    Time: 1½ Hours 

                                Question Booklet Series-D

General Instructions to the Candidates

W.B School Service 2008: Geography (Honors)

W.B SCHOOL SERVICE COMMISSION, 2008

GEOGRAPHY (Hons)

 

SSC General Knowledge - 2010 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০১০  

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১।   গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সম্প্রতি কোন দেশের ক্যাবিনেট জলের নীচে একটি বৈঠক করে ?

SSC General Knowledge - 2010 (Morninig Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০১০  

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

 

১।   নিম্নোক্ত কোন গ্যাসটিকে "লাফিং গ্যাস"  বলা হয় ?

SSC General Knowledge - 2009 (Afternoon Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০০৯ 

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

1.  গ্রীনল্যান্ড কোন দেশের অংশ ?

     (A) ডেনমার্ক     (B) কানাডা     (C) আইসল্যান্ড      (D) মার্কিনযুক্তরাষ্ট্র