ভারতের মরুভূমি অঞ্চল

Submitted by avimanyu pramanik on Wed, 11/12/2014 - 23:53

ভারতের মরুভূমি অঞ্চল :

অবস্থান : আরবল্লী পর্বতের পশ্চিমদিকে অবস্থিত রাজস্থান রাজ্যের যোধপুর, বিকানীর জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে শুধু বালি আর বালি । এই অঞ্চলটি বিখ্যাত থর মরুভূমির অংশ রূপে ভারতীয় সীমানা ছাড়িয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশের খয়েরপুর ও বাহাওয়ালপুর অঞ্চলে প্রবেশ করেছে । মরুভূমির ভয়াল রূপটি এখানে পরিস্ফুট হয়েছে, এই কারণেই ভারতীয় মরুভূমির এই অংশটি ‘মরুস্থলী’ নামে পরিচিত  হয়েছে ।

সিমা : ভারতের মরুভূমি অঞ্চলের উত্তরে পাঞ্জাব সমভূমি, দক্ষিণে গুজরাট সমভূমি, পূর্বে আরবল্লী পর্বতশ্রেণি এবং পশ্চিমে পাকিস্তানের মরু অঞ্চল অবস্থিত ।

ভুপ্রকৃতি : এই অঞ্চলটি প্রধানত সমতল এবং বালি আর পাথুরে মাটি দিয়ে গঠিত । আরবল্লী পর্বত থেকে যতই পশ্চিমে যাওয়া যায় ভুমির উচ্চতা ততই কমতে থাকে । জয়সলমীরের নিকটবর্তী সমভূমিতে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায় । সমগ্র মরু অঞ্চলটি একটি শুষ্ক ও খরা প্রবণ অঞ্চল । মরুভূমির মাঝে মধ্যে ছোট নদী বা প্রস্রবণ দেখা গেলেও গ্রীষ্মকালে এরা শুকিয়ে গিয়ে বালির মধ্যে অদৃশ্য হয়ে যায় । লুনী এই অঞ্চলের একমাত্র বড় নদী । মরুভূমি অঞ্চলে নীচু অংশে বেশ কয়েকটি লবণাক্ত জলের হ্রদ দেখা যায় । এদের মধ্যে আরবল্লী পর্বতের একটি খাঁজের মধ্যে অবস্থিত ভারতের মরুভূমি অঞ্চলের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ হল সম্বর হ্রদ

*****

Related Items

কাবেরী নদী (The Kaveri)

কাবেরী নদী (The Kaveri) : কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিমি.

কৃষ্ণা নদী (The Krishna)

কৃষ্ণা নদী (The Krishna) : পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের শৃঙ্গের কিছুটা উত্তরে প্রায় ১৪০০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী দক্ষিণ-পূর্বে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে

গোদাবরী নদী (The Godavari)

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

মহানদী (The Mahanadi)

মহানদী (The Mahanadi) : ছত্তিসগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । মহানদী

তাপী নদী (The Tapti)

তাপী বা তাপ্তি নদী (The Tapti) : মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমির প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে তাপী নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত