সূচক সংক্রান্ত অংকের সমাধান (Solution of Indices )

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 18:05

উদাহরণ 1. 2a3+6a3=0 হলে দেখাও যে a=213213 হয়। [H.S. '85]

সমাধান : 

2a3+6a3=2(213213)3+6(213213)3=2{(213)33(213)2(213)+3(213)(213)3(213)3}+6(213213)3=2{213×33×22313+3×21323213×3}+6(213213)3=2{23×213+3×21321}+6(213213)3=2(212)6(213213)+6(213213)3=2×323=33=0

 

 

Comments

Related Items

জটিল রাশির বর্গমূল নির্ণয় ( Square Root of Complex Numbers)

1 এর ঘনমূল নির্ণয় (To find the Cube Roots of Unity), 1 এর ঘনমূলের তিনটি ধর্ম (Three Properties of Cube Root of Unity), 1 এর অবাস্তব ঘনমূল দুটি একটি অন্য টির বর্গ , 1 এর ঘনমূল তিনটির সমষ্টি শূন্য হয়

জটিল রাশির সংক্ষিপ্তকরণ ( Complex Numbers Summary )

(1) দুটি বাস্তব রাশি x এবং y এর ক্রমযুগলকে (x , y) যদি x + iy আকারে প্রকাশ করা হয়, (2) দুটি জটিল রাশিকে একে অন্যটির প্রতিযোগী বা অনুবন্দি জটিল রাশি বলা হয়। (3) দুটি জটিল রাশির যোগফল , বিয়োগফল , গুণফল ও ভাগফলকে X + iY আকারে প্রকাশ করা যায়। যেখানে X , Y বাস্তব ।

বাস্তব সংখ্যা (Real Number)

সূচনা ( Introduction ), সংখ্যা (Number), স্বাভাবিক সংখ্যা (Natural Number), পূর্ণসংখ্যা বা অখন্ড সংখ্যা (Integers), মূলদ সংখ্যা (Rational Numbers), শূন্য দ্বারা ভাগ (Division by Zero)

সীমা ( Limit )

স্পষ্টত x এর মান 1 না হয়ে 1 এর খুব কাছাকাছি হলে f(x) এর মান 2 এর খুব নিকটবর্তী হয়। এই পর্যবেক্ষন থেকে গণিতবিদগণ সসীম ধারণার ( concept of limit ) অবতারণা করেন। বস্তুত সীমা নির্ধারণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপেক্ষকের অসংজ্ঞাত

বাস্তব চলের অপেক্ষক ( Function of Real Variable )

বাস্তব চলের অপেক্ষক ( Function of Real Variable ), একমান বিশিষ্ট ও বহুমান বিশিষ্ট অপেক্ষক ( Single valued and Many valued functions ), অপেক্ষকের শ্রেণীবিভাগ ( Classification of Functions ), অপেক্ষকের কয়েকটি বৈশিষ্ট্য ( Some Feature of Functions )