জটিল রাশির সংক্ষিপ্তকরণ ( Complex Numbers Summary )

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 15:55

জটিল রাশির সংক্ষিপ্তকরণ ( Complex Numbers Summary )

(1) দুটি বাস্তব রাশি x এবং y এর ক্রমযুগলকে  (x , y) যদি x + iy আকারে প্রকাশ করা হয় , যেখানে [tex]i = \sqrt { - 1} [/tex] , তবে (x , y) এর ক্রমযুগলকে জটিল রাশি বলা হয়। x কে জটিল রাশির বাস্তব অংশ এবং y কে জটিল রাশির অবাস্তব অংশ বলে । 

(2) x , y বাস্তব এবং [tex]i = \sqrt { - 1} [/tex] হলে [tex]\left( {x + iy} \right)[/tex] ও [tex]\left( {x - iy} \right)[/tex] দুটি জটিল রাশিকে একে অন্যটির প্রতিযোগী বা অনুবন্দি জটিল রাশি বলা হয়। z জটিল রাশির প্রতিযোগী জটিল রাশিকে [tex]\overline z [/tex] দ্বারা প্রকাশ করা হয় । 

(3) [tex]z = x + iy[/tex] জটিল রাশির মডিউলাস কে ।z। দ্বারা প্রকাশ করা হয় এবং [tex]\left| z \right| = \sqrt {{x^2} + {y^2}} [/tex] . z এর অনুবন্দি জটিল রাশি [tex]\overline z [/tex] হলে [tex]\left| z \right| = \sqrt {z \cdot \overline z } [/tex] হবে । 

(4) [tex]z = x + iy[/tex] জটিল রাশির আরগুমেন্ট বা অ্যামপ্লিচিউড [tex]\theta [/tex] হলে [tex]\tan \theta  = \frac{y}{x}[/tex] হবে । আরগুমেন্ট [tex]\theta [/tex] এর অসংখ্য মানের মধ্যে যে মান [tex] - \pi  < \theta  \le \pi [/tex] এর মধ্যে থাকবে তাকে আরগুমেন্ট এর মুখ্যমান ( Principal Value ) বলে । এই মানকে [tex]\arg z[/tex] প্রতীক দ্বারা প্রকাশ করা হয় । 

যদি [tex]z = x + iy[/tex] হয় এবং জটিল তলে 

  • (x , y) বিন্দু প্রথম পদে থাকে তবে , [tex]0 < \theta [/tex] এর মুখ্যমান [tex] < \frac{\pi }{2}[/tex] হবে ,
  • (x , y) বিন্দু দ্বিতীয় পদে থাকে তবে , [tex]\frac{\pi }{2} < \theta [/tex] এর মুখ্যমান [tex] < \pi [/tex] হবে ,
  • (x , y) বিন্দু তৃতীয় পদে থাকে তবে , [tex] - \pi  < \theta [/tex] এর মুখ্যমান [tex] <  - \frac{\pi }{2}[/tex] হবে ,
  • (x , y) বিন্দু চতুর্থ পদে থাকে তবে , [tex] - \frac{\pi }{2} < \theta [/tex] এর মুখ্যমান < 0 হবে । 

(5) [tex]z = r\left( {\cos \theta  + i\sin \theta } \right)[/tex] আকারকে z জটিল রাশির মডিউলাস - অ্যামপ্লিচিউড আকার বলা হয় । এখানে r = ।z। এবং [tex]\theta  = \arg z[/tex] যেখানে [tex] - \pi  < \theta  \le \pi [/tex] 

(6) দুটি জটিল রাশির যোগফল , বিয়োগফল , গুণফল ও ভাগফলকে X + iY আকারে প্রকাশ করা যায়। যেখানে X , Y বাস্তব । 

(7) কোনো জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত এবং যেকোনো মূল একটি জটিল রাশি । 

(8) x + iy = 0 হলে , x = 0  ও y = 0 হবে । 

(9) x + iy = p +iq হলে x = p ও y = q হবে । 

(10) [tex]\left| {{z_1} + {z_2}} \right| \le \left| {{z_1}} \right| + \left| {{z_2}} \right|[/tex]

(11) [tex]\left| {{z_1}{z_2}} \right| = \left| {{z_1}} \right|\left| {{z_2}} \right|[/tex]

(12) [tex]\left| {\frac{{{z_1}}}{{{z_2}}}} \right| = \frac{{\left| {{z_1}} \right|}}{{\left| {{z_2}} \right|}}[/tex]

(13) [tex]\arg \left( {{z_1}{z_2}} \right) = \arg {z_1} + \arg {z_2} + m[/tex]

এবং [tex]\arg \left( {\frac{{{z_1}}}{{{z_2}}}} \right) = \arg {z_1} - \arg {z_2} + m[/tex]

যেখানে m = 0 অথবা [tex]2\pi [/tex] অথবা [tex] - 2\pi [/tex]

(14) 1 এর ঘনমূল তিনটি হয় [tex]1,\omega ,{\omega ^2}[/tex] 

যেখানে [tex]\omega  = \frac{{ - 1 + i\sqrt 3 }}{2}[/tex] এবং [tex]{\omega ^2} = \frac{{ - 1 - i\sqrt 3 }}{2}[/tex] . [tex]\omega [/tex] এবং [tex]{\omega ^2}[/tex] কে 1 এর অবাস্তব ঘনমূল । 

(15) [tex]\omega [/tex] এবং [tex]{\omega ^2}[/tex] কে 1 এর অবাস্তব ঘনমূল হলে [tex]{\omega ^3} = 1[/tex] এবং [tex]1 + \omega  + {\omega ^2} = 0[/tex] হবে । 

 

 

Comments

Related Items

অন্তরকলনবিদ্যা ( Differential Calculus )

গণিতশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ শাখা হল কলনবিদ্যা। গণিতের বিভিন্ন শাখার বিকাশে তথা বিজ্ঞানের বিভিন্ন জায়গায় কলনবিদ্যার প্রয়োগ আছে। ব্রিটিশ বিজ্ঞানী নিউটন ( Newton ) এবং জার্মান বিজ্ঞানী লাইবনিৎস ( Leibnitz ) উভয়কে কলনবিদ্যার ...

লগারিদম (Logarithm)

লগারিদমের সংজ্ঞা (Definition of Logarithm), লগারিদমের সাধারণ সূত্রাবলি (General laws of logarithm), সূত্রবলিরপ্রমাণ (Proof of laws), সংক্ষিপ্তকরণ (Summarisation)

বিন্যাস ও সমবায় ( Permutation and Combination )

কতগুলি প্রদত্ত বস্তুর মধ্যে থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে যতভাবে সাজানো যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস (Permutation) বলে এবং কতগুলি প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে যতগুলি বিভিন্ন দল বা নির্বাচন (Group or Selection) গঠন করা হয়, তাদের প্রত্যেকটিকে এক একটি সমবায় (Combination) বলে ।

দ্বিঘাত সমীকরণের তত্ত্ব (Theory of Quadratic Equation)

যে সমীকরণে অজ্ঞাত রাশির বৃহত্তম সূচকের মান দুই হলে তাকে দুই ঘাতবিশিষ্ট বা দ্বিঘাত সমীকরণ, বীজগণিতের মৌলিক উপপাদ্য উপপাদ্য, ৩৷ কোনো দ্বিঘাত সমীকরণের দুটির বেশি বীজ থাকতে পারেনা।

জটিল রাশি (Complex Number)

অনুবন্দী বা প্রতিযোগী জটিল রাশি (Conjugate Complex Number), জটিল রাশির মডিউলাস ও অ্যামপ্লিচিউড বা আরগুমেন্ট (Modulus and Amplitude or Argument of a Complex Number)