1. a এবং b প্রত্যেকটির মান 1 এবং 2 হওয়ার সম্ভাবনা সমান । ax² + bx + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব হওয়ার সম্ভাবনা হল
(A) 12 (B) 14 (C) 18 (D) 116
2. 52 টি তাসের একটি ভালোভাবে মিশ্রিত প্যাকেট থেকে একটার পর একটা তাস টানা হল না ফেরত দিয়ে (without replacement) । ছবিসহ তাস (গোলাম, রানি ও রাজা ) প্রথমবার পাওয়া যায় তৃতীয় টানে -এই ঘটনার সম্ভাবনা হল
(A) 3002197 (B) 3685 (C) 1285 (D) 451
3. দুটি মুদ্রা আছে যার একটি পক্ষপাতশূন্য এবং অপরটি পক্ষপাতদুষ্ট । উত্ক্ষেপণ করলে পক্ষপাতশূন্য মুদ্রাটির হেড পড়ার সম্ভাবনা 12 এবং পক্ষপাতদুষ্ট মুদ্রাটির হেড পড়ার সম্ভাবনা 34 একটি মুদ্রাকে যদৃচ্ছভাবে বেছে নিয়ে উত্ক্ষেপণ করা হল যার ফলে হেড পড়ল । এক্ষেত্রে পক্ষপাত শূন্য মুদ্রাটি নির্বাচনের সম্ভাবনা হল
(A) 23 (B) 35 (C) 12 (D) 25
4. x + y = 1 এবং 3y = x + 3 সরলরেখাদ্বয় x² + 9y² = 9 উপবৃত্তকে P, Q এবং R বিন্দুতে ছেদ করে । PQR ত্রিভুজটির ক্ষেত্রফল হবে
(A) 365 (B) 185 (C) 95 (D) 15
5. t একটি চলরাশি হলে 3tx - 2y + 6t = 0 এবং 3x + 2ty - 6 = 0 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুর সঞ্চারপথ হবে
(A) একটি উপবৃত্ত x24+y29=1
(B) একটি উপবৃত্ত x29+y24=1
(C) একটি পরাবৃত্ত x24−y29=1
(D) একটি পরাবৃত্ত x29−y24=1
6. x2 + 4y2 = 4 উপবৃত্তের উপাক্ষের ধনাত্মক প্রত্যন্ত বিন্দুগামী জ্যা সমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথ হবে
(A) একটি বৃত্ত যার কেন্দ্র (12,0) এবং ব্যাসার্ধ 1
(B) একটি অধিবৃত্ত যার নাভিবিন্দু (12,0) এবং নিয়ামক x = -1
(C) একটি উপবৃত্ত যার কেন্দ্র (0,12), পরাক্ষ 1 এবং উপাক্ষ 12
(D) একটি পরাবৃত্ত যার কেন্দ্র (0,12), তির্যক অক্ষ 1 এবং অনুবন্ধী অক্ষ 12
Ans: (No Option is correct)
7. x2 + y2 = 169 বৃত্তের উপরিস্থ একটি বিন্দু P । Q = (5, 12) এবং R = (-12, 5) হলে ∠QPR -এর মান হল
(A) π6 (B) π4 (C) π3 (D) π2
8. (1, 2) এবং (-2, 1) বিন্দুদ্বয় থেকে একটি গতিশীল বিন্দুর দূরত্বের বর্গদ্বয়ের সমষ্টি সর্বদা 6 হলে উক্ত বিন্দুটির সঞ্চারপথ হবে
(A) একটি সরলরেখা y−32=−3(x+12)
(B) একটি বৃত্ত যার কেন্দ্র (−12,32) এবং ব্যাসার্ধ 1√2
(C) একটি অধিবৃত্ত যার নাভিবিন্দু (1,2) এবং নিয়ামকটি (-2, 1) বিন্দুগামী
(D) একটি উপবৃত্ত যার নাভিদ্বয় হল (1, 2) এবং (-2, 1)
9. (0, 0), (2, 6), (6, 2) বিন্দুত্রয়গামী একটি বৃত্ত x অক্ষকে ছিন্ন করে P ≠ (0, 0) বিন্দুতে । মূলবিন্দু O হলে OP -এর দৈর্ঘ্য হবে
(A) 52 (B) 5√2 (C) 5 (D) 10
10. t একটি চলরাশি হলে x - 2y = t এবং x+2y=1t সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগুলির সঞ্চারপথ হবে
(A) একটি সরলরেখা x=y
(B) একটি বৃত্ত যার কেন্দ্র, মূলবিন্দু এবং ব্যাসার্ধ 1
(C) একটি উপবৃত্ত যার কেন্দ্র, মূলবিন্দু এবং একটি নাভি (2√5,0)
(D) একটি পরাবৃত্ত যার কেন্দ্র, মূলবিন্দু এবং একটি নাভি (√52,0)
11. সেট {1, 2,.....,11} থেকে {1, 2,.....,10} সেটের উপরিচিত্রণের (onto functions) সংখ্যা হল
(A) 5×|11_ (B) |10_ (C) |11_2 (D) 10×|11_
12. p(x) হল একটি দ্বিঘাত রাশিমালা (quadratic polynomial) যার ধ্রুবক পদ 1 । p(x) কে x - 1 এবং x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2 এবং 4 । p(x) = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল হবে
(A) -1 (B) 1 (C) −12 (D) 12
13. x→0 হলে [1x2+(2013)xex−1+1ex−1] রাশিমালাটির সীমামান
(A) + ∞ অভিমুখী (B) - ∞ অভিমুখী (C) loge(2013) -এর সমান (D) অস্তিত্বহীন
14. এগারোটি আপেল একটি বালিকা এবং একটি বালকের মধ্যে বন্টন করা হলে নিম্নের কোন উক্তিটি সত্য হবে ?
(A) কমপক্ষে একজন 7 টি আপেল পাবে
(B) বালিকাটি কমপক্ষে 4 টি আপেল পাবে অথবা বালকটি কমপক্ষে 9 টি আপেল পাবে
(C) বালিকাটি কমপক্ষে 5 টি আপেল পাবে অথবা বালকটি কমপক্ষে 8 টি আপেল পাবে
(D) বালিকাটি কমপক্ষে 4 টি আপেল পাবে অথবা বালকটি কমপক্ষে 8 টি আপেল পাবে
Ans: ()
15. z1=2+3i এবং z2=3+4i হল জটিল তলের ওপর অবস্থিত দুটি বিন্দু । তাহলে যেসমস্ত জটিলরাশি z এর জন্য |z−z1|2+|z−z2|2=|z1−z2|2 সমীকরণটি সিদ্ধ হয়, জটিল তলে তাদের জ্যামিতিক রূপ হল
(A) একটি সরলরেখা (B) একটি বিন্দু (C) একটি বৃত্ত (D) সরলরেখা যুগল
16. 5 টি সংখ্যার অনোন্যক সমান্তর প্রগতিতে আছে । যদি মধ্যম পদ 1 এবং দ্বিতীয় ও চতুর্থ পদের অনুপাত 2 : 1 হয়, তবে প্রথম তিনটি পদের যোগফল হবে
(A) 11/2 (B) 5 (C) 2 (C) 14/3
17. ধরি P=(cosπ4−sinπ4sinπ4cosπ4) এবং X=(1√21√2) । তাহলে P3X হবে
(A) (01) (B) (−1√21√2) (C) (−10) (D) (−1√2−1√2)
18. x² - x + 1 = 0 -এর বীজদ্বয় α এবং ß হলে, α2013 + ß2013 -এর মান হবে
(A) 2 (B) -2 (C) -1 (D) 1
19. যদি ধনাত্মক অখন্ড সংখ্যাত্রয় x, y, z সমীকরণ x + y + z = 10 -কে সিদ্ধ করে, তবে সমীকরণটির সমাধানগুলির সংখ্যা হবে
(A) 36 (B) 55 (C) 72 (D) 45
20. ∫+1−1{x2013e|x|(x2+cosx)+1e|x|}dx -এর মান হল
(A) 0 (B) 1 - e1 (C) 2e1 (D) 2(1 - e1)
21. 0≤P,Q≤π2, -এর জন্য যদি sinP+cosQ=2 হয়, তাহলে tan(P+Q2) -এর মান হল
(A) 1 (B) 1√2 (C) 12 (D) √32
22. ধরা যাক f(x)=2100x+1 এবং g(x)=3100x+1 । তাহলে যেসব বাস্তব সংখ্যা x -এর জন্য f(g(x))=x সমীকরণটি সিদ্ধ হয়, তাহলে সেট হল
(A) শূন্য সেট (empty) (B) একপদী সেট (singleton) (C) একটি সসীম সেট যার মধ্যে একাধিক পদ আছে (D) অসীম সেট
23. x→0 হলে {1x√1+x−√1+1x2} -এর সীমামান হল
(A) অস্তিত্বহীন (B) 1/2 (C) 0 (D) 1
24. cos²75° + cos²45° + cos²15° - cos²30° - cos²60° -এর মান হল
(A) 0 (B) 1 (C) 1/2 (D) 1/4
25. cos6θ+sin6θ -এর গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান যথাক্রমে
(A) 1 এবং 1/4 (B) 1 এবং 0 (C) 2 এবং 0 (D) 1 এবং 1/2
26. ধরা যাক z=x+iy যেখানে x ও y বাস্তব সংখ্যা এবং i=√−1 । (x, y) বিন্দুগুলি যার জন্য z−1z−i বাস্তব , অবস্থান করে
(A) একটি উপবৃত্তের ওপর (B) একটি বৃত্তের ওপর (C) একটি অধিবৃত্তের ওপর (D) একটি সরলরেখার ওপর
27. যদি a, b, c সংখ্যাগুলি A.P. -তে থাকে তাহলে ax + 2by + c = 0 সরলরেখাটি সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়— যার স্থানাঙ্ক হল
(A) (1, -1) (B) (-1, 1) (C) (1, -2) (D) (-2, 1)
28. 2x² + 5xy - 12y² = 0 সমীকরণটি নির্দেশ করে
(A) বৃত্তকে
(B) সরলরেখাযুগলকে যে রেখা দুটি একে অপরকে ছেদ করে, কিন্তু লম্বভাবে নয়
(C) লম্বভাবে ছেদ করে এমন সরলরেখাযুগলকে
(D) পরাবৃত্তকে
29. 3x² + 3y² - 9x + 6y + 5 = 0 বৃত্তটির একটি ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক (1, 2) হলে, অপর প্রান্তের স্থানাঙ্ক হল
(A) (2, 1) (B) (2, 4) (C) (2, -4) (D) (-4, 2)
30. y = x রেখাটি x29−y225=1 পরাবৃত্তটিকে P ও Q বিন্দুতে ছেদ করে । একটি উপবৃত্তের পরাক্ষ PQ এবং উপাক্ষের দৈর্ঘ্য 5√2 । উপবৃত্তটির উৎকেন্দ্রতা হল
(A) √53 (B) 5√3 (C) 59 (D)259
Ans: ()
31. x → 0 হলে x sin (e1/x) -এর সীমামান
(A) 0 (B) 1 (C) e/2 (D) থাকে না
32. 1000[11×2+12×3+13×4+...+1999×1000] -এর মান হল
(A) 1000 (B) 999 (C) 1001 (D) 1/999
33. ধরা যাক I=(100010001) এবং P=(1000−1000−2) । তবে P3+2P2 ম্যাট্রিক্সটি
(A) P -এর সমান (B) I - P -এর সমান (C) 2I + P -এর সমান (D) 2I - P -এর সমান
34. |1+a2−b22ab−2b2ab1−a2+b22a2b−2a1−a2−b2| নির্ণায়কটির মান হল
(A) 0 (B) (1 + a² + b² ) (C) (1 + a² + b² )² (D) (1 + a² + b²)³
35. x² + ax + b = 0, (b ≠ 0) দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় α এবং ß হলে α−1β ও β−1α যে দ্বিঘাত সমীকরণের বীজ, তা হল
(A) ax2+a(b−1)x+(a−1)2=0
(B) bx2+a(b−1)x+(b−1)2=0
(C) x2+ax+b=0
(D) abx2+bx+a=0
36. একটি উপবৃত্তের নাভিদ্বয়ের মধ্যেকার দূরত্ব যদি তার নাভিলম্বের সাথে সমান হয়, তাহলে উপবৃত্তটির উৎকেন্দ্রতা হল
(A) 14(√5−1) (B) 12(√5+1) (C) 12(√5−1) (D) 14(√5+1)
37. (1, 1) বিন্দুগামী এবং x² + y² - 6x - 8 = 0 ও x² + y² - 6 = 0 -এর ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ হল
(A) x² + y² + 3x - 5 = 0
(B) x² + y² - 4x + 2 = 0
(C) x² + y² + 6x - 4 = 0
(D) x² + y² - 4y -2 = 0
38. (2, -3) বিন্দুগামী এবং (-1, 2) বিন্দু থেকে 8 একক দূরত্বে থাকা সরলরেখার সংখ্যা
(A) অসীম (B) 4 (C) 2 (D) 0
39. ছটি সংখ্যা G.P. -তে আছে । এদের গুণফল 1000 এবং চতুর্থ পদ হল 1 । তবে শেষ পদ হবে
(A) 1000 (B) 100 (C) 1/100 (D) 1/1000
40. যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় α, β হয় এবং 3b² = 16ac হয়, তাহলে
(A) α = 4β অথবা ß = 4α (B) α = -4β অথবা β = -4α (C) α = 3β অথবা β = 3α (D) α = -3β অথবা β = -3α
41. 3 x 3 ম্যাট্রিক্সদের সেট, যে ম্যাট্রিক্সগুলোর সমস্ত পদ বাস্তব সংখ্যা, সেই সেটের মধ্যে একটি সম্পর্ক (relation) সংজ্ঞাত হল এভাবে ; ম্যাট্রিক্স A ম্যাট্রিক্স B এর সঙ্গে সম্পর্কিত হবে যদি এবং কেবলমাত্র যদি কোনো একটি 3 x 3 নন-সিঙ্গুলার ম্যাট্রিক্স P পাওয়া যায় যাতে B = P-1AP হয় । তাহলে সম্পর্কটি
(A) স্বসম (Reflexive) ও প্রতিসম (Symmetric) কিন্তু সংক্রমণ (Transitive) নয়
(B) স্বসম ও সংক্রমণ কিন্তু প্রতিসম নয়
(C) প্রতিসম ও সংক্রমণ কিন্তু স্বসম নয়
(D) একটি সমতুল্যতা (Equivalence) সম্পর্ক
42. যে কোনো দুটি বাস্তব সংখ্যা a ও b -এর জন্য আমরা ধরি a R b যদি এবং কেবলমাত্র যদি sin² a + cos² b = 1 হয় । R সম্পর্কটি হল
(A) স্বসম কিন্তু প্রতিসম নয় (B) প্রতিসম কিন্তু সংক্রমণ নয় (C) সংক্রমণ কিন্তু স্বসম নয় (D) একটি সমতুল্যতা সম্পর্ক
43. x² + 4xy + 8y² = 64 বক্ররেখাটির স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল হবে কেবলমাত্র
(A) (0, 2√2) এবং (0, -2√2) বিন্দুতে
(B) (8, -4) এবং (-8, 4) বিন্দুতে
(C) (8√2, -2√2) এবং (-8√2, 2√2) বিন্দুতে
(D) (8,0) এবং (-8,0) বিন্দুতে
44. ধরা যাক f(x)={x3−3x+2x<2x3−6x2+9x+2x≥2 তবে
(A) limx→2f(x) -এর অস্তিত্ব নেই
(B) x = 2 বিন্দুতে ƒ সন্তত (continuous) নয়
(C) x = 2 বিন্দুতে ƒ সন্তত (continuous) কিন্তু অবকলনযোগ্য নয়
(D) x = 2 বিন্দুতে ƒ সন্তত (continuous) কিন্তু অবকলন যোগ্য
45. I=∫π40(tann+1x)dx+12∫π20tann−1(x/2)dx -এর মান
(A) 1n (B) n+22n+1 (C) 2n−1n (D) 2n−33n−2
46. x→∞ হলে 1000∑n=1(−1)nxn -এর সীমা মান
(A) থাকে না (B) আছে এবং তা হল 0 (C) আছে এবং + ∞ অভিমুখী (D) আছে এবং - ∞ অভিমুখী
47. ধরা যাক ƒ(θ) = (1 + sin²θ)(2 - sin²θ) । তবে θ -র সমস্ত মানের জন্য
(A) ƒ(θ) > 94 (B) ƒ(θ) < 2 (C) ƒ(θ) > 114 (D) 2 ≤ ƒ(θ) ≤ 94
48. যদি ƒ(x) = ex(x - 2)² হয়, তাহলে
(A) (- ∞ ,0) ও (2, ∞) -তে ƒ ক্রমবর্ধমান ও (0, 2) -তে ক্রমহ্রাসমান
(B) (- ∞ ,0) -তে ƒ ক্রমবর্ধমান ও (0, ∞) -তে ক্রমহ্রাসমান
(C) (2, ∞) -তে ƒ ক্রমবর্ধমান ও (- ∞, 0) -তে ক্রমহ্রাসমান
(D) (0, 2) -তে ƒ ক্রমবর্ধমান এবং (- ∞ ,0) ও (2, ∞) -তে ক্রমহ্রাসমান
49. ধরা যাক n একটি ধনাত্মক যুগ্ম অখন্ড সংখ্যা । (1 + x)n -এর বিস্তারে সর্বাধিক সহগ ও দ্বিতীয় সর্বাধিক সহগের অনুপাত হল 11 : 10 । তবে (1 + x)n -এর বিস্তারের পদসংখ্যা হল
(A) 20 (B) 21 (C) 10 (D) 11
50. পাঁচটি সংখ্যা A.P. -তে আছে, যেখানে সাধারণ অন্তর ≠ 0 । যদি প্রথম, তৃতীয় ও চতুর্থ পদ G.P. -তে থাকে, তাহলে
(A) পঞ্চম পদ সর্বদা 0 হবে (B) প্রথম পদ সর্বদা 0 হবে (C) মধ্য পদ সর্বদা 0 হবে (D) মধ্য পদ সর্বদা -2 হবে
51. ধরা যাক, f(x)=exp(x1x),x>0 যেখানে exp(x) = ex । [2, 5] অন্তরালে ƒ -এর অবম মান হবে
(A) exp(e1e) (B) exp(212) (C) exp(515) (D) exp(313)
52. f(x)=2|x−1|+|x−2| -এর অবম মান হবে
(A) 0 (B) 1 (C) 2 (D) 3
53. 11×225C0+12×325C1+13×425C2+...+126×2725C25 শ্রেণীটির যোগফল হল
(A) 227−126×27 (B) 227−2826×27 (C) 12(226+126×27) (D) 226−152
54. যদি P, Q, R একটি সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণ হয় যেখানে ∠P=π2 তবে (cosP3−isinP3)3+(cosQ+isinQ)(cosR−isinR)+(cosP−isinP)(cosQ−isinQ)(cosR−isinR) -এর মান
(A) i (B) -i (C) 1 (D) -1
55. ধরা যাক f:R→R যেখানে ƒ হল ইনজেকটিভ এবং f(x)f(y)=f(x+y) সকল বাস্তব x,y∈R -এর জন্য । যদি f(x),f(y),f(z) G.P. -তে থাকে তবে, x, y, z
(A) সর্বদা A.P. -তে থাকবে
(B) সর্বদা G.P. -তে থাকবে
(C) x, y, z -এর মানের ওপর নির্ভরশীল হয়ে A.P. -তে থাকবে
(D) x, y, z -এর মানের ওপর নির্ভরশীল হয়ে G.P. -তে থাকবে
56. ∫21ex(logex+x+1x)dx সমাকলটির মান হল
(A) e2(1+loge2) (B) e2−e (C) e2(1+loge2)−e (D) e2−e(1+loge2)
57. 12log√3(x+1x+5)+log9(x+5)2=1 সমীকরণটির সমাধানের সংখ্যা হল
(A) 0 (B) 1 (C) 2 (D) অসীম
58. ধরা যাক P=1+12×2+13×22+...... এবং Q=11×2+13×4+15×6+...... তবে
(A) P = Q (B) 2P = Q (C) P = 2Q (D) P = 4Q
59. অধিবৃত্ত y = x² - 4x + 5 এবং সরলরেখা y = x + 1 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হল
(A) 1/2 (B) 2 (C) 3 (D) 9/2
60. যদি f(x)=sinx+2cos2x, π4≤x≤3π4 হয়, তবে
(A) x=π4 -য়ে ƒ -এর অবম মান থাকবে
(B) x=π2 -য়ে ƒ -এর চরম মান থাকবে
(C) x=π2 -য়ে ƒ -এর অবম মান থাকবে
(D) x=sin−1(14) -য়ে ƒ -এর চরম মান থাকবে
61. একটি নৈবক্তিক (objective) প্রশ্নপত্রে পাঁচটি প্রশ্ন আছে । এর মধ্যে তিনটি প্রশ্নের প্রত্যেকটির চারটি করে বিকল্প (A, B, C, D) আছে এবং একটি বিকল্প সঠিক । অন্য দুটি প্রশ্নে দুটি করে বিকল্প আছে । ঠিক ও ভুল । একজন পরীক্ষার্থী ইচ্ছেমতো বিকল্পগুলো টিক (tick) মারল । অন্তত চারটি প্রশ্নের সঠিক বিকল্পে টিক মারার সম্ভাবনা হল
(A) 532 (B) 3128 (C) 3256 (D) 364
62. যদি x = 1, y = 1 অবকল সমীকরণ (y2+2x)dydx=y -এর সমাধানকে সিদ্ধ করে তাহলে সমাধানটি হল
(A) x=y2(1+logey)
(B) y=x2(1+logex)
(C) x=y2(1−logey)
(D) y=x2(1−logex)
63. বক্ররেখা গুচ্ছের মুলবিন্দু এবং একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ভিতরে y অক্ষ দ্বারা ছেদিতাংশের দৈর্ঘ্য স্পর্শবিন্দুর কোটির (ordinate) তিনগুন, তাহলে বক্ররেখা গুচ্ছের সমীকরণ হল
(A) xy = c, c একটি ধ্রুবক (B) xy² = c, c একটি ধ্রুবক (C) x²y = c, c একটি ধ্রুবক (D) x²y² = c, c একটি ধ্রুবক
64. অবকল সমীকরণ ysin(x/y)dx=(xsin(x/y)−y)dy satisfying y(π/4)=1 -এর সমাধান হল
(A) cosxy=−logey+1√2
(B) sinxy=logey+1√2
(C) sinxy=logex−1√2
(D) cosxy=−logex−1√2
Ans: ()
65. x + y = 4 এবং x - y = 2 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী একটি সরলরেখা x অক্ষের সঙ্গে tan−1(3/4) কোণে নত । সরলরেখাটির অধিবৃত্ত y² = 4(x - 3) কে (x1, y1) এবং (x2, y2) বিন্দুতে ছেদ করে, তাহলে |x1 - x2| =
(A) 169 (B) 329 (C) 409 (D) 809
66. যদি sin2θ+3cosθ=2, তবে cos3θ+sec3θ =
(A) 1 (B) 4 (C) 9 (D) 18
67. যে কোনো বাস্তব সংখ্যা a -এর জন্য [a] -এর থেকে অর্থ হল সর্বোচ্চ পূর্ণ সংখ্যা যা a থেকে ছোটো অথবা সমান । তা হলে ∫π2−π2[sinxcosx]dx হবে
(A) π2 (B) π (C) −π (D) −π2
68. যদি x=1+12×|1_+14×|2_+18×|3_+...... এবং y=1+x2|1_+x4|2_+x6|3_+...... হয়, তবে logey এর মান হবে
(A) e (B) e² (C) 1 (D) 1/e
69. যদি P=(2−2−4−1341−2−3) হয়, তবে P5 =
(A) P (B) 2P (C) -P (D) -2P
70. 12+22|3_+12+22+32|4_+12+22+32+42|5_+....... এই অসীম শ্রেণীটির মান হল
(A) e (B) 5e (C) 5e6−12 (D) 5e6
71. ∫π3π6(sinx−xcosx)x(x+sinx)dx সমাকলটির মান হল
(A) loge(2(π+3)2π+3√3) (B) loge(π+32(2π+3√3)) (C) loge(2π+3√32(π+3)) (D) loge(2(2π+3√3)π+3)
72. যদি ƒ(x) = x2/3, x ≥ 0 হয়, তবে বক্ররেখা y = ƒ(x) এবং সরলরেখা y = x, x = 1 এবং x = 8 দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল হবে
(A) 632 (B) 935 (C) 1057 (D) 12910
73. ধরা যাক f(x)=x(1x−1+1x+1x+1) , x > 1, তাহলে
(A) f(x)≤1 (B) 1<f(x)≤2 (C) 2<f(x)≤3 (D) f(x)>3
74. F নাভিবিশিষ্ট অধিবৃত্ত y² = 4ax -এর ওপর P একটি বিন্দু । যদি P থেকে নিয়ামকের ওপর লম্বের পাদবিন্দু Q হয়, তবে tan∠PQFtan∠PFQ হবে
(A) 1 (B) 1/2 (C) 2 (D) 1/4
75. ধরা যাক, F(x)=∫x0cost(1+t2)dt, 0≤x≤2π । তবে
(A) (π2,3π2) -তে F ক্রমবর্ধমান এবং (0,π2) ও (3π2,2π) -তে F ক্রমহ্রাসমান
(B) (0,π) -তে F ক্রমবর্ধমান এবং (π,2π) -তে F ক্রমহ্রাসমান
(C) (π,2π) -তে F ক্রমবর্ধমান এবং (0,π) -তে F ক্রমহ্রাসমান
(D) (0,π2) ও (3π2,2π) -তে F ক্রমবর্ধমান এবং (π2,3π2) -তে F ক্রমহ্রাসমান
76. যে সব বৃত্ত উভয় অক্ষকে এবং 4x + 3y = 12 সরলরেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্র প্রথম পাদে থাকে তাদের সমীকরণ হল
(A) x² + y² - x - y + 1 = 0
(B) x² + y² - 2x - 2y + 1 = 0
(C) x² + y² - 12x - 12y + 36 = 0
(D) x² + y² - 6x - 6y + 36 = 0
77. y² = x অধিবৃত্ত ও y = mx রেখার দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল 148 হলে m -এর মান হল
(A) -2 (B) -1 (C) 1 (D) 2
78. ধরা যাক x² - bx + c = 0 সমীকরণের বীজদ্বয় sin α, cos α । নীচের কোন বিবৃতিগুলো সঠিক ?
(A) c≤12 (B) b≤√2 (C) c>12 (D) b>√2
79. x+y+z=0 αx+βy+γz=0 α2x+β2y+γ2z=0 এই সমীকরণ সমূহের
(A) অদ্বিতীয় সমাধান আছে, সমস্ত α,β,γ জন্য
(B) অসীম সংখ্যক সমাধান আছে, যদি α,β,γ -র মধ্যে যে-কোনো দুটির মান সমান হয়
(C) অদ্বিতীয় সমাধান আছে, যদি α,β,γ সব পৃথক হয়
(D) একাধিক কিন্তু সসীম সংখ্যক সমাধান আছে যা α,β,γ -র মানের ওপর নির্ভরশীল
80. নীচের কোনো কোনো বাস্তব অপেক্ষক (real valued function) যুগ্ম অপেক্ষক (even function) হবে না ?
(A) ƒ(x) = x³ sin x
(B) ƒ(x) = x² cos x
(C) ƒ(x) = exx³ sin x
(D) ƒ(x) = x-[x], যেখানে [x] নির্দেশ করে x বা তার চেয়ে ছোটো সর্বোচ্চ অখন্ড সংখ্যাকে
***