Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

Submitted by avimanyu pramanik on Sun, 05/01/2022 - 20:13

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ।

[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ৯০

বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ১০০ ]

১। যে কোনো সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো :   ১৭ x ১ = ১৭ 

    ১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম —

          (ক) স্কুলের গল্প      (খ) একদিন      (গ) প্রথম দিন      (ঘ) রাজার কথা

    ১.২  গিরীশ মহাপাত্রের বয়স —

           (ক) চল্লিশ-বিয়াল্লিশ ।      (খ) ত্রিশ-বত্রিশের অধিক নয় ।    (গ) পঞ্চাশ-পঞ্চান্ন ।      (ঘ) পঞ্চাশের কাছাকাছি ।

   ১.৩  জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন—

          (ক) এক হাজার টাকা ।     (খ) পাঁচশো টাকা ।      (গ) একশো এক টাকা ।     (ঘ) একশো টাকা ।

   ১.৪  "কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল" — কী অপরিচিত ছিল ?

          (ক) তোমার চেতনাতীত রূপ     (খ) তোমার রহস্যময় রূপ    (গ) তোমার আরণ্যক রূপ      (ঘ) তোমার মানবরূপ ।

  ১.৫  "আমাদের ডান পাশে" —

         (ক) টাকা      (খ) বাঁধ       (গ) ধ্বস       (ঘ) পথ

  ১.৬  "অট্টরোলের হট্টগোলে স্তব্ধ" —

         (ক) চরাচর       (খ) মহাকাল      (গ) গগনতল      (ঘ) গিরিশিখর

  ১.৭  লেখক শ্রীপান্থের ছোটবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো —

         (ক) কলারের ভাঁজে আটা ।      (খ) কোমরের বেল্টে আটকানো ।     (গ) কাঁধের ছোট্ট পকেটে সাজানো ।     (ঘ) পায়ের মোজায় গোঁজা ।

  ১.৮  উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো —

          (ক) পনেরো আনায় ।       (খ) বারো আনায় ।      (গ) ষোলো আনায় ।       (ঘ) দশ আনায় ।

  ১.৯  'কঙ্কাবতী' ও 'ডমরুধর' -এর স্বনামধন্য লেখকের নাম —

         (ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায়       (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়      (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়      (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।

  ১.১০  বিভক্তি শব্দের অর্থ কী ?

           (ক) বিভাজন      (খ) সংকোচন       (গ) প্রসারণ       (ঘ) সংযোজন ।

  ১.১১  কলমে কায়স্থ চিনি — নিম্নরেখ পদটি —

           (ক) অপাদান কারক      (খ) কর্তৃকারক      (গ) করণকারক      (ঘ) কর্মকারক ।

  ১.১২  মেসি কী খেলাই না খেললো — কী জাতীয় কর্ম ?

           (ক) উহ্য কর্ম       (খ) সমধাতুজ কর্ম       (গ) কর্মের বীপ্সা       (ঘ) উপবাক্যীয় কর্ম ।

  ১.১৩  আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী — নিম্নরেখ পদটি —

            (ক) ক্রিয়াবাচক পদ      (খ) সম্বোধন পদ      (গ) কর্মকারক      (ঘ) সম্বন্ধপদ ।

  ১.১৪  সমাসের মূল অর্থ —

           (ক) বর্ণের সাথে বর্ণের মিলন ।

           (খ) নামপদের সাথে ক্রিয়াপদের মিলন ।

           (গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ ।

           (ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন ।

 ১.১৫  বুড়োমানুষের কথাটা শুনো — নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল —

          (ক) বহুব্রীহি সমাস       (খ) কর্মধারয় সমাস       (গ) তৎপুরুষ সমাস       (ঘ) অব্যয়ীভাব ।

  ১.১৬  'দশানন -এর সমাস হ'ল —

            (ক) দ্বিগু       (খ) বহুব্রীহি      (গ) অব্যয়ীভাব       (ঘ) কর্মধারয় ।

 ১.১৭  পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল —

          (ক) বহুব্রীহি সমাস ।      (খ) অব্যয়ীভাব সমাস ।       (গ) তৎপুরুষ সমাস      (ঘ) নিত্য সমাস ।

২। কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :          ১৯ x ১ = ১৯

  ২.১  যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :        ৪ x ১ = ৪

    ২.১.১  তপন মামার বাড়িতে কেন এসেছিল ?

    ২.১.২  "শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন," — সংকল্পটি কী ?

    ২.১.৩  "আর যাই হোক, যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন ।" — কার খোঁজ করা হচ্ছিল ?

    ২.১.৪  "মাস্টারমশাই একটুও রাগ করেননি । বরং একটু তারিফই করলেন" — 'তারিফ' করার কারণ কী ?

    ২.১.৫  "কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় ।" — কী ধরনের কাজ হরিদার অপছন্দ ?

 ২.২  যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :         ৪ x ১ = ৪

    ২.২.১  "সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী ।" — 'সভ্যতার শেষ পুণ্যবাণী' -টি কী ?

    ২.২.২  "আয় আরো বেঁধে বেঁধে থাকি" — কবিতাটির রচয়িতা কে ?

    ২.২.৩  "তারপর যুদ্ধ এলো" — যুদ্ধ কেমনভবে এলো  ?

    ২.২.৪  "এবার মহানিশার শেষে" — কে আসবে ?

    ২.২.৫  "এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে ।" — বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন ?

 ২.৩  যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :        ৩ x ১ = ৩

   ২.৩.১  "এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে ।" — কোন নেশার কথা বলা হয়েছে ?

   ২.৩.১  "অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন ।" — কার কথা বলা হয়েছে  ?

   ২.৩.৩  "কলম তাদের কাছে আজ অস্পৃশ্য ।" — কাদের কাছে অস্পৃশ্য ?

   ২.৩.৪  "সোনার দোয়াত কলম যে সত্যিই হতো;" — বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন ?

 ২.৪  যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :       ৮ x ১ = ৮

   ২.৪.১  সমাস কাকে বলে ?

   ২.৪.২  রত্নাকর — শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো ।

   ২.৪.৩  ক্ষুদ্র গ্রহ — ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ।

   ২.৪.৪  একটি নিত্য সমাসের উদাহরণ দাও ।

   ২.৪.৫  উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে ?

   ২.৪.৬  প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও ।

   ২.৪.৭  শূন্য বিভক্তি কাকে বলে ?

   ২.৪.৮  সম্বন্ধ পদের বিভক্তি কী কী ?

   ২.৪.৯  একটি গৌণ কর্মের উদাহরণ দাও ।

   ২.৪.১০ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো :

             চিঠি পকেটে ছিল ।

৩।  প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও :         ৩+৩=৬

   ৩.১  যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                      ১x৩=৩ 

     ৩.১.১  "পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে," — কোন পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল ?          (১+২)

     ৩.১.২  "তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না" — বক্তা কে ? তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে ?     (১+২)

  ৩.২  যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                       ১x ৩=৩

     ৩.২.১  "তারা আর স্বপ্ন দেখতে পারল না ।" — 'তারা' কারা ? কেন স্বপ্ন দেখতে পারল না ?           (১+২)

     ৩.২.২  "কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে" — বক্তা কে ? তাঁর একথা বলার কারণ কী            (১+২)

৪।  কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                                                      ৫

    ৪.১  "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে ।" — বাবুটি কে ?  তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও ।        ১+৪

    ৪.২  "অথচ আপনি একেবারে খাঁটি সন্নাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন ?" — কার কথা বলা হয়েছে ? তিনি কীভাবে 'খাঁটি সন্নাসীর মতো'

           ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো ।                                           ১+৪

৫।  কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                                       ৫

    ৫.১  "এল মানুষ-ধরার দল" — কোথায় এল ? 'মানুষ-ধরার দল' এসে কী করেছিল ?      ১+৪

    ৫.২  "তোরা সব জয়ধ্বনি কর !" — কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো ।        ৫

৬।  কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                                       ৫

   ৬.১  "আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে ।" — 'সবই'-র পরিচয় দাও ।

                উল্লিখিত বিষয়টি কীভাবে আজ 'অবলুপ্তির পথে'  আলোচনা করো ।   ৩+২

   ৬.২  "তাই কেটে কাগজেরে মতো সাইজ করে নিয়ে আমরা তাতে 'হোম-টাস্ক' করতাম ।" — কিসে 'হোম-টাস্ক' করা হতো ?

                       'হোম-টাস্ক' করার সম্পূর্ণ বিবরণ দাও ।        ১+৪

৭।  কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                                                                             ৪ 

   ৭.১  "বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা"

              — বক্তা কে  ? কোন দুর্যোগের কথা বলা হয়েছে  ?                                                                         ১+৩

   ৭.২  "ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাঁহাপনা । ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় ।" —বক্তা কে ? তার এরকম ভয় হওয়ার কারণ কী ?  ১+৩ 

৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :                                ২x৫=১০

    ৮.১  "ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই ।" — কে বলেছিল ? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো ।           ৫ 

    ৮.২  "বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ।"

             — বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো ।        ৫

    ৮.৩  চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল ? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল ?                   ৩+২

৯।  চলিত গদ্যে বঙ্গানুবাদ করো   :                         ৪

      Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily

      paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different 

      countries of the world.

১০।  কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                      ১x৫=৫

    ১০.১  অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো ।

    ১০.২  তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।

১১।  কম-বেশি ৪০০ শব্দের যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো :                       ১০

   ১১.১  বর্তমান জীবনে বিজ্ঞান ।

   ১১.২  পরিবেশ ও মানুষ ।

   ১১.৩  তোমার দেখা একটি মেলা ।

   ১১.৪  একটি নদীর আত্মকথা ।

                                                    [ কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]

১২।  কম-বেশি ২০ টি শব্দের মধ্যে উত্তর দাও ( যে-কোনো চারটি) :            ১x ৪=৪

   ১২.১  "এ বিষয়ে সন্দেহ ছিল তপনের ।" — কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল ?

   ১২.২  "সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী ।" — বিরাগী কোন দিকে তাকালেন না ?

   ১২.৩  "কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ ।" — বুনো হাঁস ধরা'র অর্থ কী ?

    ১২.৪  "আর সেই মেয়েটি আমার অপেক্ষায়" — কোন মেয়েটি ?

    ১২.৫  "আগে পূজ ইষ্টদেবে" — 'ইষ্টদেব' কে ?

১৩।  কম-বেশি ৬০ টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :                 ২x৩=৬

    ১৩.১  "তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় ।" — কার, কখন এমন ভাব হয়েছিল ?        ১+২

    ১৩.২  "কৈ এ ঘটনা তো আমাকে বলেন নি ?" — বক্তা কে ?  ঘটনাট কী ?        ১+২

    ১৩.৩  "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া" — 'মহাবাহু' কে  ? তিনি কী জিজ্ঞাসা করলেন ?        ১+২

*****

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 MATHEMATICS (Bengali Version)

2022

MATHEMATICS

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper)

Madhyamik Examination (WBBSE) - 2022 Life Science (Bengali version)

2022

LIFE SCIENCE

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 Physical Science (Bengali version)

2022

PHYSICAL SCIENCE

(For Regular & External Candidates)

Madhyamik Examination (WBBSE) - 2022 Geography (Bengali version)

2022

Geography

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 History (Bengali version)

2022

HISTORY

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)