Madhyamik Exam (WBBSE) -2014 Bengali Suggestion by N.Pramanik

Submitted by administrator on Fri, 01/10/2014 - 22:16

 
                                                 বাংলা সাজেশন — ২০১৪, দশম শ্রেণী
—————————————————————————————————————————————
১.    ২ নম্বরের জন্য (২টি ) প্রশ্নের উত্তর লেখো  [২ x ২ = ৪]
১.১.  " হায় তাত, উচিৎ কি তব এ কাজ " — কোন কাজের কথা বলা হয়েছে ?
১.২.  " অবিদিত নহে কিছু " — কী অবিদিত নয় ?
১.৩.  " শিশুটা কোথায় গেল ?" — শিশুটিকে কেন খোঁজা হচ্ছিল ?
১.৪.  " নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় " — 'বাস্তবের প্রকাশ্য রাস্তা' বলতে কী বোঝানো  হয়েছে  ?
১.৫.  " থাকতে নারি দেখে শুনে সুন্দরের এই হীন অপমান ।" — এখানে সুন্দরের কোন অপমান হয়েছে ?
১.৬.  " নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, " — বৃন্দাবনে কবি গান গাইবেন না কেন ?
১.৭.  " কোথায় আমার যুগান্তরের খড়্গপাণি " — খড়্গপাণি কে ?
১.৮.  " আমি তো নীরবে দিয়েছি আমার সব " — সে নীরবে কী দিয়েছে ?
১.৯.  " আমারে চিনিল মাতা "।  — কখন বক্তার একথা মনে হয়েছিল ?  
১.১০.  " ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় " — কাকে ছিন্ন খঞ্জনা বলা হয়েছে ?
১.১১.  " অন্ধকারে জেগে উঠে ..... চেয়ে দেখি " — কবি অন্ধকারে জেগে উঠে কী দেখেছিলেন  ?
 

২.    ৩ নম্বরের জন্য ( ২টি) ( কমবেশি ৫টি বাক্যে লেখো )   [৩ x ২ = ৬ ]
২.১.  " আমি আজ চোর বটে " — আমি কে ? সে চোর হয়েছিল কেন ?
২.২.  " এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি ।  রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি ।"  
                           — এই উপলব্ধি কার হয়েছিল ? এরকম উপলব্ধি হওয়ার কারণ কী ?  
২.৩.  " মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে ।" —  'মা' বলতে প্রাণ আনচান করে কেন ?  চোখ ভরেই বা জল আসে কেন ?
২.৪.  " রুষিলা বাসবত্রাস "  — বাসবত্রাস কে ? তিনি কেন রুষ্ট হয়েছিলেন ?
২.৫.  " ডুবিছে লঙ্কা এ কাল সলিলে । "  — কাল সলিল কথাটির অর্থ কী ?  কী কারণে স্বর্ণলঙ্কার এই পরিস্থিতি হয়েছিল ?  
২.৬.  " মৃগেন্দ্র কেশরী ! / কবে হে বীর কেশরী, সম্ভাষে শৃগালে / মিত্রাভাবে ?"  — মৃগেন্দ্র ও কেশরী শব্দদুটির
               অর্থ কী বুঝিয়ে দাও ।  এরূপ বলার কারণ কী ?  
২.৭.  " এই চক্র পথের চক্রব্যুহ ? " — চক্র পথের চক্রব্যুহ কী ? চক্র পথের চক্রব্যুহ কথাটির তাত্পর্য কী ?
২.৮.   " চোখে পড়ছে না যদিও. তবু আছে " — চোখে কী পড়ছে না এবং কেন ?  অথবা 'তবু আছে' — এরূপ
            বলার অর্থ কী বুঝিয়ে দাও ।
২.৯.   'পথের দিশা ' — কবিতায় কবি দেশের কী পরিস্থিতি দেখে অস্থির হয়েছে তা নিজের ভাষায় লেখ ।
২.১০.  " চারি দিকে চেয়ে দেখি পল্লবের স্তুপ " — কোন কোন গাছের পল্লবের স্তুপ ? এখানে কবি বাংলার
             কোন কোন রূপের আভাস দিয়েছিল ?    


৩.    ৮ নম্বরের জন্য ১টি প্রশ্নের উত্তর লেখ ( কমবেশি ১২টি বাক্যে )  [৮ x ১ = ৮]
৩.১  " উলঙ্গ রাজা " কবিতাটির মর্মবস্তু কী তা লেখ  ।
৩.২  'গল্পটা সবাই জানে' —গল্পটির মাধ্যমে কবি বর্তমান সমাজ ও সভ্যতার কোন স্বরূপটি উন্মোচন করতে চেয়েছেন ?   
৩.৩. 'বাংলার মুখ আমি দেখিয়াছি ' —কবিতায় কবির প্রকৃতি প্রীতির পরিচয় দাও  ।
৩.৪.  'দুই বিঘা জমি' —কবিতায় একদিকে জমিদারের স্বেছাচারিতা অন্যদিকে দারিদ্রের অসহায়তা প্রকাশ পেয়েছে —আলোচনা কর ।
৩.৫.  'দুই বিঘা জমি' —কবিতা অবলম্বনে উপেন ও জমিদারের চরিত্র বিশ্লেষণ কর  ।
৩.৬.   'পথের দিশা' কবিতার নামকরণের তাত্পর্য লেখ ।   
৩.৭.   'পথের দিশা' কবিতায় কবি কাজী নজরুল ইসলামের যুগ চেতনা ও সমাজ চেতনার যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও ।
 

৪.  ২ নম্বরের জন্য ১টি বিষয়ে টীকা লেখ ( কমবেশি ৪ বাক্যে )  [২ x ১ = ২]
৪.১.  কালা পাহাড়    ৪.২. পরান্ন ভোজী    ৪.৩. শান্তির নীড়   ৪.৪. চক্রব্যুহ    ৪.৫. মধুকর ডিঙ্গা    ৪.৬. নিকুম্ভিলা যজ্ঞাগার  ৪.৭  ডিক্রি   

      ৪.৮  অমরা    ৪.৯ বাংলার মুখ    ৪.১০  বেহুলা ।
 

৫.   ৫ নম্বরের জন্য ১ টি প্রশ্নের উত্তর লেখ  ( কমবেশি ১০ বাক্যে )  [ ৫ x ১ = ৫ ]
৫.১.  'স্বাগত'  কবিতায় দুর্ভিক্ষ পীড়িত গ্রামের বর্ণনা দাও ।  কবিতার শেষাংশে যে আলোর  দিশা দেখা যায় তার ও বর্ণনা দাও ।
৫.২. 'মৃত্যুঞ্জয়' কবিতায় রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনার পরিচয় দাও ।
৫.৩.  "ছোটো হয়ে গেছ আজ ।
             আমার টুটিল সব লাজ ।" — মৃত্যু কীভাবে কবির কাছে ছোটো হয়ে গেল ?  কবির সব লাজ বা কীভাবে টুটে গেল ?


৬.   যেকোনো ১টি বিষয়ে অনধিক ৪০০ শব্দের মধ্যে প্রবন্ধ লেখ  [১৫ x ১ = ১৫]
৬.১.  প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি  
৬.২. বন ও বন্যপ্রাণী সংরক্ষণ  
৬.৩. মেলার বর্ণনা  
৬.৪. প্রাকৃতিক বিপর্যয় ও ছাত্র সমাজ  
৬.৫. তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা
৬.৬. প্রতি দিনের জীবনে জল
 

৭. বঙ্গানুবাদ — Test Paper Solve কর

                           বিভাগ - খ
 ------------------------
৮.  অনধিক তিনটি বাক্যে উত্তর লেখ     ( যে কোনো ২ টি )                                              [২ x ২ = ৪]
৮.১.  "তুমি আমার আলয়ে পৌঁছাইয়া দাও" —এ কথা কে কাকে বলেছে ?
৮.২.  'গৃহস্বামীর সন্নিধানে গিয়া সে আপন অবস্থা জানাইল " —কে কোন অবস্থার কথা জানিয়ে ছিল  ?
৮.৩.  "এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি " — কোন ধরনের দৃশ্যের কথা বলা হয়েছে ? 
৮.৪.  " বড়ো দুঃখ হলো গৌরবির " —গৌরবির দুঃখের কারণ কী ?
৮.৫   "সেই খড়ির গন্ডি মুছিয়া গেছে" —খড়ির গন্ডি বলতে কী বোঝানো হয়েছে ?
৮.৬.  " আমাদের এক চাকর ছিল । তাহার নাম শ্যাম " —শ্যাম বালক রবিকে কিভাবে শাসন করত ?

৮.৭.  "এখান শয়তানটা খাবার দিতে বাধ্য " — খাবার দিতে বাধ্য কেন ?

৮.৮.  " আলভারেজ ম্যাপ দেখে বললে"— ম্যাপ দেখে আলভারেজ কী বললে ?
৮.৯.  " দয়াট্য়া দেখলে ওর গা জ্বলে " — দয়া দেখলে কার কেন গা জ্বলে ?
৮.১০  অবশেষে আপনার প্রতি আমার বক্তব্য এই — " বক্তার বক্তব্যটি কী ছিল ?

****

Comments

Related Items