Madhyamik Suggestion Bengali 2019 (WBBSE) by N.Pramanik

Submitted by administrator on Sat, 10/27/2018 - 08:56

Madhyamik Suggestion Bengali 2019 (WBBSE) by N.Pramanik

                              পূর্ণমান — ৯০       সময় ৩ ঘণ্টা

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : ১x ১৭=১৭

১.১)  যে পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছিল তার নাম -

         (ক)শুকতারা     (খ) নয়ন তারা      (গ) সন্ধ্যাতারা     (ঘ) আলো তারা ।

১.২)  ইসাব ও অমৃতের সবটাতেই মিল, তফাৎ শুধু একটা ইসাবের -

         (ক) বাবা নেই      (খ) বাড়ি নেই      (গ) অমৃতের মতো বুদ্ধি নেই     (ঘ) মা নেই ।

১.৩)  স্টেশনের কাছে নদীটিকে নদের চাঁদ চেনে -

          (ক)পাঁচ বছর ধরে      (খ)চার বছর ধরে      (গ)তিন বছর ধরে     (ঘ)দু বছর ধরে ।

১.৪)  গানের বর্ম কবি পরেছেন -     (ক) পায়ে     (খ) গায়ে     (গ) দুটি হাতে     (ঘ) দুটি পায়ে ।

১.৫) 'সিন্ধুতীরেঅংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল-

          (ক)সতীময়না ও লোরচন্দ্রানী       (খ)তোহফা       (গ)পদ্মাবতী       (ঘ)সেকেন্দার নামা ।

১.৬)  'প্রণমিয়া ধাত্রীর চরণে' — এই ধাত্রী হলেন-   

           (ক)সরমা    (খ)প্রভাসা    (গ)কঙ্কাবতী       (ঘ)মন্দোদরী ।

১.৭)  'হিমালয় যেন পৃথিবীর মানদন্ড' — উক্তিটির বক্তা হলেন -

          (ক)অশ্বঘোষ      (খ)ভবভূতি     (গ)কালিদাস        (ঘ)বানভট্ট

১.৮)  আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল

          (ক)ঝরনা কলম        (খ)কালির কলম       (গ)বল পেন       (ঘ)রিজার্ভার কলম

১.৯)  রোম সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম

             (ক)স্টাইল     (খ) স্টাইলাস     (গ)কুইল       (ঘ)ফাউন্টেন     Cont....   

১.১০) উভয় পদের অর্থ প্রাধান্য পায় —

            (ক) তৎপুরুষ সমাসে      (খ) দ্বন্দ্ব সমাসে      (গ) কর্মধারয় সমাসে       (ঘ) দ্বিগু সমাসে

১.১১)  'গরু আকাশে ওড়ে ।' —বাক্যটিতে যে শর্ত পূরণ হয়নি -

            (ক) আসত্তি       (খ) যোগ্যতা        (গ) আকাঙ্ক্ষা       (ঘ) অর্থ

১.১২) 'শ্যামার নরম গান শোনা হয়েছিল' —বাক্যটি

            (ক) কর্মবাচ্য       (খ) কর্মকর্তৃবাচ্য       (গ) কর্তৃবাচ্য       (ঘ) ভাববাচ্য

১.১৩) 'ব্যাসদেব কর্তৃক মহাভারত লিখিত ।' —এখানে কর্তৃক হল -

            (ক) উপসর্গ       (খ) কর্তৃপদ      (গ) অনুসর্গ        (ঘ) সংযোজক পদ 

১.১৪)  'ভগবান তোমার মঙ্গল করুন ।' — বাক্যটি

            (ক) অনুজ্ঞাসূচক       (খ) প্রশ্নবোধক       (গ) প্রার্থনাসূচক       (ঘ) আবেগসূচক

১.১৫)  বাংলা ব্যাকরণে অ-কারক পদের সংখ্যা হল

           (ক) দুটি       (খ) তিনটি        (গ) একটি        (ঘ) চারটি

১.১৬)  অন্য দেশ = 'দেশান্তর'- সমাসটি  হল-

            (ক) অব্যয়ীভাব সমাস      (খ) নিত্য সমাস      (গ) কর্মধারয় সমাস       (ঘ) বহুব্রীহি সমাস

১.১৭)  মা শিশুকে চাঁদ দেখায় । এখানে শিশুকে হল -

           (ক) কর্তৃকারক       (খ) কর্মকারক       (গ) নিমিত্তকারক        (ঘ) অ-কারক

কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :   x ১৯= ১৯

২.১)  যে কোন চারটি প্রশ্নের উত্তর দাওx ৪ = ৪ 

  ২.১.১). কী উপলক্ষে তপন মামার বাড়ি এসেছিল  ?

  ২.১.২). বিরাগী কাকে পরম সুখ বলেছেন ?

  ২.১.৩)  'বুড়ো মানুষের কথাটা শুনো ।' —বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন ?     Cont....

  ২.১.৪)  বলতে গেলে ছেলে দুটোর সবই এক রকম, তফাৎ শুধু এই যে, —তফাৎ টা কী ?

  ২.১.৫) এতে দুজনের ভয় কেটে গেল ভয় কাটার কারণ কী ?

২.২)  যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ = ৪ 

  ২.২.১) 'হাত নাড়িয়ে বুলেট তাড়াই' —কবি হাত নাড়িয়ে কী তাড়াতে চেয়েছেন ?

  ২.২.২) 'বিধি মোরে না কর নৈরাশ' — বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না ?

  ২.২.৩) 'মাভৈঃ মাভৈঃ' —মাভৈঃ শব্দটির অর্থ কী ?

   ২.২.৪) 'এ কলঙ্ক পিতঃ ; ঘুষিবে জগতে’ কোন কলঙ্কের কথা বলা হয়েছে ?

   ২.২.৫) ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’ মানহারা মানবী কাকে বলা হয়েছে ?

২.৩) যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও: x ৩ = ৩

  ২.৩.১)  সেই আঘাতেরই পরিণতি নাকি তাঁর মৃত্যু’ — কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে ?

  ২.৩.২) ‘সে কলমের সোনার অঙ্গ হিরের হৃদয়’কোন কলমের কথা বলা হয়েছে ?

  ২.৩.৩) পরিভাষার উদ্দেশ্য কি ?

  ২.৩.৪)তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কখন সুসাধ্য হবে বলে লেখক মনে করেন ?

২.৪) যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ : ১ x ৮ = ৮

   ২.৪.১)  রমাকে জল দাও । এখানে জল কি ধরনের কর্ম ?

   ২.৪.২) তিলে তেল হয় । নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় কর ।

   ২.৪.৩) সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য দেখাও ।

   ২.৪.৪) 'সিংহাসন' সমাসটির ব্যাসবাক্য সহ সমাসটি নির্ণয় কর ।

   ২.৪.৫) 'যে রক্ষক সেই ভক্ষক' বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত কর ।

   ২.৪.৬) একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও ।       Cont.....

   ২.৪.৭) 'আমরা স্কুলে যাই ।' বাক্যটিকে কর্ম বাচ্যে রূপান্তরিত কর ।

   ২.৪.৮) বাচ্য শব্দের বুৎপত্তিগত অর্থ লেখ ।

   ২.৪.৯) উপমিত কর্মধারয় সমাসের একটি উদাহরণ দাও ।

   ২.৪.১০) বাক্যের মধ্যে কি কি উপাদান থাকে ?

৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :- ৩ + ৩ = ৬

৩.১) যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও :  x ১ = ৩ 

৩.১.১)"তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ।"ঢং কি ? কী ভাবে তা নষ্ট হয়ে যাবে ১+২=৩

৩.১.২) "বুকের রক্ত ছলকে ওঠে তপনের ।" কখন, কেন তপনের এরূপ অনুভূতি হয় ১+২=৩

৩.১.৩) “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলআনাই বজায় আছে ।”বাবুটি কে ? তার সব যে বজায় আছে তা পরিস্ফুট কর । ১+২=৩      

৩.২) যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৩ x ১ = ৩

 ৩.২.১) 'পঞ্চকন্যা পাইলা চেতন' —পঞ্চকন্যা কারা ? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল ? ১+২=৩

 ৩.২.২) "নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা ।" কারা নগ্ন করল ? কী ভাবে করল ১+২=৩

৩.২.৩) 'হাত নাড়িয়ে বুলেট তাড়াই' —হাত নাড়িয়ে কবি কীভাবে বুলেট তাড়াবেন ?  ৩

৪। কম বেশি ১৫০ শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ = ৫

৪.১) 'অদল বদল' গল্পের লেখক কে ? এই গল্পে হিন্দু-মুসলমান সম্প্রীতির যে বার্তা লেখক দিয়েছেন তা সংক্ষেপে লেখ । ১+৪=৫

৪.২) "নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ।" সে কে ? সে কিভাবে নদীর বিদ্রোহের কারণ উপলব্ধি করেছিল তা বিবৃত করো । ১+৪=৫

৪.৩) "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।" —লেখকেরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখ ।  ৫

৪.৪) "নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ।" —কে বুঝতে পেরেছে ? নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে ?  ১+৪=৫  

৫। কম বেশি 150 শব্দে যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৫x ১=৫ 

৫.১) 'আয় আরো বেঁধে বেঁধে থাকি ।' বেঁধে বেঁধে থাকা বলতে কী বোঝানো হয়েছে ? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন ?   ২ + ৩ = ৫

৫.২) 'তোরা সব জয়ধ্বনি কর' কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন ?   ১+৪ = ৫

৫.৩) 'আফ্রিকা' কবিতায় মানবতার যে সুর শোনা যায় তা নিজের ভাষায় আলোচনা কর । ৫

৫.৪) 'প্রলয়োল্লাস' কবিতায় ভয়ংকর আর সুন্দর কীভাবে সহাবস্থান করেছে তা কবিতা অবলম্বনে আলোচনা কর ।  ৫    

৬। কমবেশি 150টি শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :  x ১ = ৫    Cont....

৬.১) 'জন্ম নিল ফাউন্টেন পেন ।' ফাউন্টেন পেনের স্রষ্টা কে ? কিভাবে ফাউন্টেন পেনের জন্ম হয় তা লেখ । ১+৪=৫

৬.২) বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে । এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা কর ।   

৭। কমবেশি ১২৫টি শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৪ x ১ = ৪

৭.১) নবাব সিরাজদ্দৌলা কাদের কাছে কেন সাহায্যের আবেদন জানিয়েছিলেন ? ২ + ২ = ৪

৭.২) 'বলতে পারো লুৎফা, বলতে পারো, ওই ঘসেটি বেগম মানবী না দানবী ?' — 'লুৎফা' 'ঘসেটি বেগমের' পরিচয় দাও । ২+২=৪

৭.৩) বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না বক্তা কে ? বক্তা কাদের কাছে সাহায্যের আবেদন করেছেন ? বাংলার আজ দুর্দিন কেন ?  ১+১+২=৪  

৮। কমবেশি 150টি শব্দে নীচের যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০ 

৮.১) 'ফাইট কোনি, ফাইট' —এই কথাগুলি কে বলেছিল ? এই শব্দ গুলো সমগ্র উপন্যাসে কিভাবে বীজমন্ত্র হয়ে উঠেছিল তা কোনি উপন্যাস অবলম্বনে লেখ । ১ + ৪ = ৫

৮.২) দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষিপ্ত পরিচয় দাও । 

৮.৩) কোনির সাফল্যের পিছনে ক্ষিতীশ সিংহের অবদান কতখানি তা আলোচনা কর । 

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ কর :-   

     Man is the maker of his own fortune. We cannot prosper in life if we are afraid of labour. Some people think success in life depends on luck or chance. Remember without hard work success is never attainable.

১০। কমবেশি 150টি শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ১  x ৫ = ৫

১০.১)  মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা কর ।

১০.২) 'জলাশয় বুঁজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়' — এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

১১। কমবেশি ৪০০টি শব্দে যে কোন ১টি বিষয় অবলম্বনে একটি রচনা লেখ : ১০

১১.১) চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা 

 ১১.২) বিজ্ঞান ও কুসংস্কার

১১.৩) পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা

১১.৪) একটি সেতুর আত্মকথা 

১১.৫) তোমার প্রিয় ঋতু

***

Comments

Related Items