MADHYAMIK EXAMINATION-,2007 বাংলা-প্রথম পত্র [নতুন পাঠক্রম]
সময়-তিন ঘন্টা - পূর্ণমান-৯০
(নিয়মিত পরীক্ষার্থীদের জন্য)
১. প্রতিটি উত্তর অনধিক তিনটি বাক্যে লেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ২ x ৩=৬
১.১ “দান করয়ে জনগনে” ---- উদ্দিষ্ট ব্যক্তি ‘ জানগনে’ কী দান করেন ?
১.২ “পরদোষে কে চাহে মজিতে” ----- বক্তা ‘পরদোষ’ বলতে কী বোঝাতে চেয়েছেন ?
১.৩ “একে একে মনে উদিল স্মরনে বালক-কালের কথা” --- বালক-কালের কোন্ কোন্ কথা বক্তার মনে পড়েছে ?
১.৪ “চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ”----- এই প্রসঙ্গে কবি কোন্ কোন্ গাছের নাম উল্লেখ করেছেন?
১.৫ “সেই গল্পের ভিতরে... একটি শিশুও ছিল।” ---- শিশুটি সম্পর্কে কবি কী কী বিশেষণ ব্যবহার কেরেছেন?
১.৬ “আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তত ঘরে ঘরে” ----- কী্সের জন্য এই প্রস্ততি?
২. প্রতিটি উত্তর কমবেশি ছটি বাক্যে লিখে যে-কোনো চার প্রশ্নের উত্তর দাওঃ ৪ x ৫ = ২০
২.১ ‘হাটে মাঠে বাটে’---উপেন ‘বছর পনেরো ষোলো’ কাটিয়েছিল কেন? তার নিজের বাড়ির কাছে পৌঁছোবার পথের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করো: ২+৩=৫
২.২ “দাদি যে তোমায় কত খুশি”-- দাদির খুশি হবার কারন কী ছিল? খুশি হয়ে দাদি দাদুকে কীভাবে কী বলত? তাতে দুজনের সম্পর্কের কী পরিচয় পওয়া যায়? ২+২+১=৫
২.৩ “আলাদিনের মায়ার প্রদীপ ওই আমাদের ছেলের দল” --- ‘আলাদিনের মায়ার প্রদীপ’ কথাটার তাথপর্য কী? ‘ছেলের দল’ সম্পর্কে এ কথা কেন বলা হয়েছে? ২+৩ =৫
Attchments