Madhyamik 2009: Bengali 1st Language 1st Paper

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 23:31

MADHYAMIK EXAMINATION,-2009  বাংলা-প্রথম পত্র

সময়-তিন ঘন্টা - পূর্ণমান-৯০
(নিয়মিত পরিক্ষার্থীর জন্য)
১. প্রতিটি উত্তর অনাধিক তিনটি ব্যাক্যে লিখে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ  [ ৩ x ২ = ৬ ]
১.১ ‘করুণ নয়নে চায়’-নয়ন করুণ হওয়ার কারণ কী?
১.২ ‘নাহি শিশু লঙ্কাপুরে, শুনে না হাসিবে এ কাথা!’ -কোনো কথা তা সহজ গদ্যে লেখো।
১.৩ ‘নেচেছিলো ইন্দের সভায়’ –এই উক্তিটির মধ্যে দিয়ে কবি মধ্য যুগের একটি বাংলা আখ্যানকাব্যের যে ঘটনার ইঙ্গিত দিয়েছেন তার সম্পর্কে লেখো।
১.৪ ‘এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে’-কী  প্রতিষ্ঠা করার কথা কবি বলেছেন।
১.৫ ‘নাকি সে পাথর-ঘাস-মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে’-কোথায় ঘুমিয়ে পড়ার সম্ভাবনার কথা কবি বলেছেন?
১.৬ ‘স্নেহের সে-দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা’-কোন দানের কথা বলা হয়েছে?
২. প্রতিটি উত্তর কম বেশী ছটি লিখে যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :
২.১ ‘বঞিত গোবিন্দদাস’-বক্তা কীসের থেকে বঞিত? তাঁর বঞিত হওয়ার কারনটি বুঝিয়ে দাও। [২+৩]
২.২ ‘ওটা দিতে হবে’-কী দিতে হবে? দিলে আদায়কারীর পক্ষে কী ধরনের সুবিধা লাভের সুযোগ ঘটবে?  [২+৩]
২.৩ ‘আজকে রে তাই বেরাই খুজে’-কবি কাকে কোথায় খুঁজে বেড়ান? তার খুঁজে বেড়ানোর কারন কী?  [৩+২]

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

 

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 MATHEMATICS (Bengali Version)

2022

MATHEMATICS

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper)

Madhyamik Examination (WBBSE) - 2022 Life Science (Bengali version)

2022

LIFE SCIENCE

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 Physical Science (Bengali version)

2022

PHYSICAL SCIENCE

(For Regular & External Candidates)

Madhyamik Examination (WBBSE) - 2022 Geography (Bengali version)

2022

Geography

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 History (Bengali version)

2022

HISTORY

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)