WBJEE Mathematics Question Paper 2010 (Beng)

Submitted by administrator on Tue, 02/11/2014 - 19:38

WBJEE - 2010 - Mathematics

1.   cotxtanxcot2x এর মান

(A) 1    (B) 2     (C) –1      (D) 4

Ans : (B)

 

2.   −2π ≤ x ≤ 2π এর মধ্যে 2y = 1 এবং y = sin x এর ছেদ বিন্দুর সংখ্যা 

(A) 1      (B) 2      (C) 3       (D) 4

Ans : (D)

 

3.  ধরি বাস্তব সংখ্যার সেট R এবং অপেক্ষকদ্বয় ƒ : R → R এবং g : R → R এর সংজ্ঞা নিম্নরূপে দেওয়া হয় ƒ(x) = 5 – x² এবং g(x) = 3x – 4, তাহলে (fog)(–1) এর মান হবে

(A) –44       (B) –54       (C) –32      (D) –64

Ans : (A)

 

4.  যদি A = {1, 2, 3, 4} এবং B = {1, 2, 3, 4, 5, 6} দুটি সেট হয় এবং অপেক্ষক ƒ : A → B হয় ƒ(x) = x + 2∀x ∈ A তবে ƒ এর চরিত্রটি হবে

(A) বাইজেকটিভ      (B) উপরিচিত্রণ        (C) একৈক চিত্রণ       (D) বহু-এক চিত্রণ

Ans : (C)

 

5.  দেওয়া আছে ম্যাট্রিক্স A=[213410] এবং B=[110250], তবে AB হবে

(A) [17042]      (B) [4004]      (C) [17402]       (D)  [0000]

Ans : (A)

 

6.   1 এর কাল্পনিক ঘনমূল ω এবং [x+ω2ω1ωω21+x1x+ωω2]=0 হলে x এর একটি মান হবে

(A) 1      (B) 0      (C) –1      (D) 2

Ans : (B)

 

7.  যদি A=[1241] হলে A–1 হবে

(A) 17[1241]      (B) 17[1241]       (C) 17[1241]       (D) অস্তিত্ব নাই

Ans : Both (A) & (C)

 

8.  23!+45!+67!+ এর মান

(A) e12       (B) e1      (C) e     (D) e13

Ans : (B)

 

9.   একটি অসীম গুণোত্তর শ্রেণীর যোগফল 45 এবং প্রথম পদ 34 হলে, শ্রেণীটির সাধারণ অনুপাত হলো

(A) 716       (B) 916       (C) 19      (D) 79

Ans : (A)

 

10.  স্বরবর্ণ (vowels) গুলি অযুগ্ম স্থানে থাকবে এই শর্তে COMBINE শব্দের অক্ষরগুলি দিয়ে যতগুলি বিন্যাস গঠন করা যায় তার সংখ্যা হবে

(A) 96     (B) 144      (C) 512      (D) 576

Ans : (D)

 

11.  n1C3+n1C4>nC3 হলে, n এর মান ঠিক যে পূর্ণসংখ্যার থেকে বড় সেটি হল

(A) 5       (B) 6        (C) 4        (D) 7

Ans : (D)

 

12.  (a2b)n এর বিস্তৃতিতে পঞ্চম এবং ষষ্ঠ পদের যোগফল শূণ্য হলে ab এর মান হবে

(A) n45       (B)  2(n4)5       (C) 5n4      (D) 52(n4)

Ans : (B)

 

13.  (23n1) বিভাজ্য হবে ( ∀n ∈ N )

(A) 25 দ্বারা      (B) 8 দ্বারা      (C) 7 দ্বারা     (D) 3 দ্বারা

Ans : (C)

 

14.  x এর ঊর্ধ্ব ক্রমে (1+x)59 এর বিস্তৃতিতে শেষ 30 টি পদের সহগের যোগফল হল 

(A) 259       (B) 258        (C) 230      (D) 229

Ans : (B)

 

15.  (1x+x2)n=a0+a1x++a2nx2n হলে, a0+a2+a4++a2n এর মান হবে

(A)3n+12       (B) 3n12      (C) 3n12      (D)  3n+12

Ans : (D)

 

16.  x² + x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α,  β হলে যে সমীকরণের বীজদ্বয় α19, β7 সেটি হল

(A)  x² - x + 1 = 0       (B) x² - x - 1 = 0       (C) x² + x - 1 = 0      (D) x² + x + 1 = 0

Ans : (D)

 

17.   x² - 2√3x - 22 = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হল :

(A) কাল্পনিক       (B) বাস্তব, মূলদ ও সমান      (C) বাস্তব, অমূলদ ও অসমান      (D) বাস্তব, মূলদ ও অসমান

Ans : (C)

 

18.    x2+15|x|+14>0 এই দ্বিঘাত সমীকরণটির

(A) শুধু ধনাত্মক বীজ আছে      (B) শুধু ঋণাত্মক বীজ আছে
(C) কোনো বীজ নেই       (D)  ধনাত্মক ও ঋণাত্মক উভই বীজ আছে

Ans : (C)

 

19.   z=41i হলে , ¯z হবে ( যেখানে z এর জটিল অনুবন্ধী হল ¯z )

(A) 2(1+i)       (B) (1+i)       (C) 21i      (D)   41+i

Ans : (D)

 

20.  যদি π<arg(z)<π2 হয়, তবে arg¯zarg(¯z) হবে

(A) π      (B) π      (C) π2     (D) π2

Ans : (A)

 

21.  দুটি ছক্কাকে এক বার টস করা হল । প্রথমটিতে কোন জোড় নম্বর অথবা মোট 8 নম্বর ওঠার সম্ভবনা হলো

(A) 136      (B) 336      (C)  1136     (D) 2036

Ans : (D)

 

22.   A এবং B এর মধ্যে অন্ততঃপক্ষে একটি ঘটার সম্ভবনা 0.6 । একই সঙ্গে  A এবং B ঘটার সম্ভবনা যদি 0.3 হয় তবে P(A′) + P(B′) এর মান হবে

(A) 0.9     (B) 0.15       (C) 1.1     (D) 1.2

Ans : (C)

 

23.  log35×log2527×log497log813 -এর মান হলো

(A) 1       (B) 6       (C) 23      (D) 3

Ans : (D)

 

24.  একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b এবং c, যেখানে c অতিভুজ এবং c − b ≠ 1, c + b ≠ 1 ।  তাহলে (logc+ba+logcba)/(2logc+ba×logcba) মান হবে

(A) 2      (B) –1      (C) 12       (D) 1

Ans : (D)

 

25.   13+33+53+73+ শ্রেণিটির n পদ পর্যন্ত যোগফল হলো

(A) n2(2n21)       (B) n3(n1)       (C) n3+8n+4      (D) 2n4+3n2

Ans : (A)

 

26.  দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক এবং বিপরীত মধ্যক যথাক্রমে 10 এবং 8 হলে. সংখ্যা দুটি হবে

(A) 5,  20        (B) 4,  25       (C) 2, 50        (D) 1, 100

Ans : (A)

 

27.  n -এর যে মানের জন্য xn+1+yn+1xn+yn,  x এবং y এর গুণোত্তরীয় মধ্যক হয় তা হল

(A) n=12       (B) n=12       (C) n=1       (D) n=1

Ans : (A)

 

28.  A, B এবং C কোণগুলি সমান্তর প্রগতিভুক্ত হলে a+cb এর মান

(A) 2sinAC2       (B) 2cosAC2      (C) cosAC2     (D) sinAC2

Ans : (B)

 

29.  যদি cosA3=cosB4=15 , π2<A<0 , π2<B<0 তবে 2sinA+4sinB এর মান হবে

(A) 4      (B) –2      (C) –4       (D) 0

Ans : (C)

 

30.  cot54tan36+tan20cot70 এর মান হবে

(A) 0       (B) 2       (C) 3        (D) 1

Ans : (B)

 

31.  যদি sin6θ+sin4θ+sin2θ=0 হয়, তবে θ -র সাধারণ মান হল

(A) nπ4,nπ±π3        (B) nπ4,nπ±π6        (C) nπ4,2nπ±π3       (D) nπ4,2nπ±π6

Ans : (A)

 

32.  Δ ABC, তে 2acsinAB+C2 এর মান

(A) a2+b2c2       (B) c2+a2b2       (C) b2a2c2    (D) c2a2b2

Ans : (B)

 

33.  tan1(sin21cos2) এর মান

(A) π21       (B) 1π4       (C) 2π2       (D) π41

Ans : (D)

 

34.  3x + y = 9 সরলরেখা (1,3) এবং (2,7) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে যে অনুপাতে বিভক্ত করে সেটি হল

(A) 3 : 4 বহিঃস্থভাবে       (B) 3 : 4 অন্তঃস্থভাবে      (C) 4 : 5 অন্তঃস্থভাবে      (D) 5 : 6 বহিঃস্থভাবে

Ans : (B)

 

35.  দুটি পরস্পর লম্ব সরলরেখা থেকে কোনো বিন্দু P -এর দূরত্বের সমষ্টি যদি 1 একক হয়, তাহলে P বিন্দুর সঞ্চার পথ হবে

(A) একটি অধিবৃত্ত       (B) একটি বৃত্ত       (C) একটি উপবৃত্ত      (D) একটি সরলরেখা

Ans : (D)

 

36.  x + y – 1 = 0 সরলরেখাটি x2+y26x8y=0 বৃত্তকে A এবং B বিন্দুতে ছেদ করে । তাহা হইলে যে বৃত্তের ব্যাস AB, তার সমীকরণ হবে

(A) x² + y² - 2y - 6 = 0      (B) x² + y² + 2y - 6 = 0      (C) 2(x² + y²) + 2y - 6 = 0      (D) 3(x² + y²) + 2y - 6 = 0

Ans : (A)

 

37.   y² = 4ax অধিবৃত্তের একটি নাভিগামী জ্যা -এর প্রান্ত বিন্দুর প্রচল (parameter) t1 এবং t2 হলে, কোনটি সঠিক ?

(A) t1t2=1      (B) t1t2=1      (C) t1t2=1     (D) t1+t2=1

Ans : (C)

 

38.  S এবং T নাভিদ্বয় বিশিষ্ট কোন উপবৃত্তের উপাক্ষের উপরিস্থিত B একটি অন্তিম বিন্দু । যদি STB একটি সমবাহু ত্রিভুজ নির্দেশ করে তবে উপবৃত্তের উৎকেন্দ্রতা হবে

(A) 14        (B)  13        (C) 12        (D) 23

Ans : (C)

 

39.   α -এর বিভিন্ন মানের জন্য 3xy43α=0 এবং 3αx+αy43=0 সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথ হল

(A) একটি পরাবৃত্ত যার উৎকেন্দ্রতা 2      (B) একটি উপবৃত্ত যার উৎকেন্দ্রতা 23    

(C) একটি পরাবৃত্ত যার উৎকেন্দ্রতা 1916        (D) একটি উপবৃত্ত যার উৎকেন্দ্রতা 34

Ans : (A)

 

40.   y² = x এবং y = |x| যার সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হল

(A) 13 বর্গ একক      (B) 16 বর্গ একক     (C) 23 বর্গ একক      (D) 1বর্গ একক

Ans : (B)

 

41.  সময় t তে কোন বস্তুকণার সরণ, বেগ এবং ত্বরণ যথাক্রমে যথাক্রমে x, v এবং f হলে কোনটি সঠিক  ?

(A) f=v3d2tdx2       (B) f=v3d2tdx2       (C) f=v2d2tdx2       (D) f=v2d2tdx2

Ans : (B)

 

42.  t সময়ে একটি কণার সরণ x , যেখানে x = At² + Bt + C , A, B, C ধ্রুবক এবং কণাটির বেগ v হলে 4Ax – v² এর মান

(A) 4AC + B²     (B) 4AC – B²      (C) 2AC – B²       (D) 2AC + B²

Ans : (B)

 

43.   x এর কোন মানের জন্য f(x)=x44x3+4x2+40 অপেক্ষকটি ক্রমহ্রাস মান হবে ?

(A) 0 < x < 1      (B) 1 < x < 2       (C) 2 < x < 3       (D) 4 < x < 5

Ans : (B)

 

44.   t সময়ে কোনো বস্তুকণার সরণ x এবং x=t4kt3 । যদি সময় t = 2 তে বস্তুকণাটির গতি সবচেয়ে কম হয়, তবে 

(A) k = 4      (B) k = – 4       (C) k = 8       (D) k = – 8

Ans : (A)

 

45.  [0,2π] অন্তরালে যে বিন্দুতে ƒ(x) = ex sin x এর নতি চরম তা হল

(A) π4      (B) π2      (C) π      (D) 3π2

Ans : (B)

 

46.  f(x)=e(x4x3+x2) এর অবম মান

(A) e       (B) – e      (C) 1       (D) –1

Ans : (C)

 

47.  logx3xdx এর মান

(A) 13(logx)2+C       (B) 23(logx)2+C       (C) 23(logx)2+C      (D) 13(logx)2+C

Ans : (A)

 

48.  ex(2x2x2)dx এর মান

(A) exx+C       (B) ex2x2+C       (C) 2exx+C       (D) 2exx2+C

Ans : (C)

 

49.  dx(ex+ex)2 সমাকলের মান

(A) 12(e2x+1)+C        (B) 12(e2x+1)+C       (C) 12(e2x+1)1+C        (D) 14(e2x1)+C

Ans : (C)

 

50.  {Lt}\limits_{x \to 0} {{{{\sin }^2}x + \cos x - 1} \over {{x^2}}} এর মান

(A) 1      (B)  12      (C) 12       (D) 0

Ans : (B)

 

51.  {Lt}\limits_{x \to 0} {\left( {{{1 + 5{x^2}} \over {1 + 3{x^2}}}} \right)^{{1 \over {{x^2}}}}} এর মান

(A) e2       (B) e      (C) 1e      (D) 1e2

Ans : (A)

 

52.  নীচের কোন অপেক্ষকটির ক্ষেত্রে Rolle উপপাদ্য প্রযোজ্য  ?

(A) ƒ(x) =|x|, − 2 ≤ x ≤ 2 এর মধ্যে         (B) ƒ(x) = tan x , 0 ≤ x ≤ π এর মধ্যে    

(C) f(x)=1+(x2)23 , 1 ≤ x ≤ 3 এর মধ্যে      (D) ƒ(x) = x (x − 2)² , 0 ≤ x ≤ 2 এর মধ্যে

Ans : (D)

 

53.  যদি ƒ(5) = 7 এবং ƒ′(5) = 7 হয় তাহলে {Lt}\limits_{x \to 5} {{xf(5) - 5f(x)} \over {x - 5}} এর মান হবে

(A) 35      (B) – 35     (C) 28      (D) – 28

Ans : (D)

 

54.  y=(1+x)(1+x2)(1+x4)(1+x2n) হলে (dydx)x=0 এর মান হবে

(A) 0      (B) –1      (C) 1      (D) 2

Ans : (C)

 

55.  ƒ(0) এর মান যত হলে f(x)=1cos(1cosx)x4 অপেক্ষকটি সর্বত্র সন্তত হয় তা হল

(A) 12       (B) 14      (C) 16      (D) 18

Ans : (D)

 

56.  1+cosxdx এর মান

(A) 22cosx2+C       (B) 22sinx2+C       (C) 2cosx2+C      (D) 2sinx2+C

Ans : (B)

 

57.   f(x)=sec[log(x+1+x2)] অপেক্ষকটি হল

(A) অযুগ্ম      (B) যুগ্ম      (C) অযুগ্ম বা যুগ্ম কোনটিই নয়      (D) ধ্রুবক

Ans : (B)

 

58.  {\lim }\limits_{x \to 0} {{\sin \left| x \right|} \over x} এর মান

(A) 1      (B) 0      (C) অসীম (ধনাত্মক )       (D) অস্তিত্বহীন

Ans : (D)

 

59.  যে বিন্দুতে y=x23x+2 বক্রের উপর স্পর্শক y = x সরলরেখার উপর লম্ব ভাবে স্থানাঙ্ক

(A) (0, 2)      (B) (1, 0)      (C) (–1, 6)      (D) (2, –2)

Ans : (B)

 

60.  f(x)=cos1(1|x|2) অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্রটি হল

(A) (–3, 3)       (B) [–3, –3]      (C) (−∞,−3)U(3,∞)      (D) (−∞,−3]U[3,∞)

Ans : (B)

 

61.  ax + by + c = 0 সরলরেখাটি xy = 4 বক্ররেখার স্পর্শক হলে

(A) a < 0,  b > 0       (B) a ≤ 0,  b > 0       (C) a < 0,  b < 0       (D) a ≤ 0,  b < 0

Ans : (C)

 

62.  যদি y = ƒ(x) বক্ররেখার (3, 4) বিন্দুতে অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সহিত 3π/4 কোণ উত্পন্ন করে, তাহলে ƒ′(3) এর মান

(A) 1     (B) – 1      (C) 34       (D) 34

Ans : (A)

 

63.  100d2ydx220dydx+y=0 সমীকরণটির সাধারণ সমাধান হল

(A) y=(c1+c2x)ex          (B) y=(c1+c2x)ex

(C) y=(c1+c2x)ex10       (D)y=c1ex+c2ex

Ans : (C)

 

64.  যদি y′′ – 3y′ + 2y = 0 , y(0) = 1 , y′(0) = 0 , হয় তাহলে x = loge2 তে y এর মান হবে

(A) 1      (B) –1     (C) 2      (D) 0

Ans : (D)

 

65.  x=1+(dydx)+12!(dydx)2+13!(dydx)3+ অন্তরকল সমীকরণের ঘাত 

(A) 3     (B) 2      (C) 1     (D) অসংজ্ঞাত

Ans : (C)

 

66.  যে সকল বক্রের, যে কোন বিন্দুতে নতি y + 2x , তাহাদের মধ্যে একটির সমীকরণ হবে

(A) y = 2(ex + x −1)       (B) y = 2(ex − x −1)       (C) y = 2(ex − x +1)     (D)y = 2(ex + x +1)

Ans : (B)

 

67.   xdy – ydx = 0 দ্বারা রূপায়িত অন্তরকল সমীকরণের সমাধান একটি

(A) অধিবৃত্ত        (B) বৃত্ত        (C) পরাবৃত্ত        (D) সরলরেখা

Ans : (D)

 

68.   π/20sin5xdx এর সমাধান হবে

(A) 415       (B) 85       (C)  815       (D) 45

Ans : (C)

 

69.   যদি ddx{f(x)}=g(x) হয় , তবে baf(x)g(x)dx -এর মান হল

(A) 12[f2(b)f2(a)]       (B) 12[g2(b)g2(a)]       (C) f(b)f(a)       (D) 12[g(b2)g(a2)]

Ans : (A)

 

70.   যদি I1=3π0f(cos2x)dx এবং I2=π0f(cos2x)dx হয়, তবে

(A) I1=I2       (B) 3I1=I2        (C) I1=3I2        (D) I1=5I2

Ans : (C)

 

71.   I=π/2π/2|sinx|dx এর মান

(A) 0       (B) 2      (C) – 2      (D) – 2 < I < 2

Ans : (B)

 

72.   যদি I=I0dx1+xπ/2 হয় , তাহলে

(A) loge2<1<π/4       (B) loge2>1       (C) I=π/4     (D) I=loge2

Ans : (A)

 

73.   y = 3x – 5,  y = 0,  x = 3 এবং x = 5 সরল রেখাগুলি দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল

(A) 12 বর্গ একক      (B) 13 বর্গ একক      (C) 1312 বর্গ একক      (D) 14 বর্গ একক

Ans : (D)

 

74.   y = 4x²,  y=x29 অধিবৃত্ত দুটি ও y = 2 সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল

(A) 523 বর্গ একক      (B) 1023 বর্গ একক      (C) 1523 বর্গ একক      (D) 2023 বর্গ একক

Ans : (B)

 

75.   x² + y² – 2x + 4y – 5 = 0 বৃত্তের উপর (2, 1) বিন্দুতে অভিলম্বের সমীকরণ

(A) y = 3x – 5      (B) 2y = 3x – 4      (C) y = 3x + 4      (D) y = x + 1

Ans : (A)

 

76.   (3q, 0), (0, 3p) এবং (1, 1) বিন্দু তিনটি সমরেখ হলে কোনটি সঠিক ?

(A) 1p+1q=1       (B) 1p+1q=2        (C) 1p+1q=3      (D) 1p+3q=1

Ans : (C)

 

77.   y=±3x, y = 1 সমীকরণগুলি যে ত্রিভুজের বাহু হয়, সেই ত্রিভুজটি

(A) সমবাহু ত্রিভুজ      (B) সমকোণী ত্রিভুজ       (C) সমদ্বিবাহু ত্রিভুজ       (D) স্থুলকোণী ত্রিভুজ

Ans : (A)

 

78.   (1, 1) বিন্দুগামী এবং x + y = 0 সরলরেখার সহিত 45° কোণে নত সরলরেখা সমূহের সমীকরণগুলি হল

(A) x – 1 = 0,  x – y = 0       (B) x – y = 0,  y – 1 = 0       (C) x + y – 2 = 0,  y – 1 = 0        (D) x – 1 = 0,  y – 1 = 0

Ans : (D)

 

79.   Δ PQR, -এ R=π/2  . যদি tan (p2) , tan (Q2) , ax² + bx + c = 0, -এই সমীকরণের দুটি বীজ হয়, যেখানে a ≠ 0, তবে কোনটি সঠিক  ?

(A) c = a + b      (B) a = b + c       (C) b = a + c       (D) b = c

Ans : (A)

 

80.   sin55cos55sin10 এর মান

(A) 12        (B) 2      (C) 1      (D) 2

Ans : (D)

***

 

Comments

Related Items

WBJEE 2010 Physics and Chemistry Question Paper [Beng]

1. পরীক্ষা করে দেখা গেছে যে সূর্য বিকিরণের প্রাবল্য সর্বাপেক্ষা বেশী হচ্ছে দৃশ্য বর্ণালীর 480 nm তরঙ্গ দৈর্ঘ্যে । তাহলে সূর্য-পৃষ্ঠের তাপমাত্রা নির্ধারণ কর । (দেওয়া আছে ওয়েনের ধ্রুবক b = 2.88 × 10-3mK)

(A) 4000 K (B) 6000 K (C) 8000 K (D) 106 K

2. একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 K থেকে বাড়িয়ে 480 K করা হল । যদি 120 K তাপমাত্রায় মূল গড় গতিবেগ v হয় তাহলে 480 K তাপমাত্রায় মূল গড় গতিবেগ হবে...

WBJEE Mathematics Question Paper 2010 (Eng)

WBJEE - 2010 - Mathematics

1.  The value of cotxtanxcot2x is

(A) 1    (B) 2     (C) –1      (D) 4

Ans : (B)

 

2.  The number of points of intersection of 2y = 1 and y = sin x, in  −2π ≤ x ≤ 2π is

WBJEE Biology Question Paper 2010(Ben)

WBJEE - 2010 - Biology

1.  একটি অ্যান্টিবডি অণুর মূল গঠনে কয়টি পরিবর্তনশীল অংশ থাকে ?

(A) একটি       (B) দুটি       (C) তিনটি        (D) চারটি

 

2. দুটি অ্যামিনো ও দুটি কার্বক্সিল গ্রুপযুক্ত অ্যামাইনো অ্যাসিড কোনটি  ?

WBJEE 2010 Physics and Chemistry Question Paper (Eng)

1. Experimental investigations show that the intensity of solar radiation is maximum for a wavelength 480 nm in the visible region. Estimate the surface temperature of sun. Given Wein’s constant b = 2.88 × 10–3 mK., 2. The temperature of an ideal gas is increased from 120 K to 480 K. If at 120 K, the root mean square speed of gas molecules is v, then at 480 K it will be...

WBJEE Biology Question Paper 2010(Eng)

WBJEE - 2010 - Biology

1.  First Genetically modified plant commercially released in India is :

(A) Golden rice       (B) Slow ripening tomato       (C) Bt-brinjal       (D) Bt-Cotton

 

2.   Quiescent centre is found in plants at :