WBJEE Biology Question Paper 2010(Ben)

Submitted by administrator on Wed, 01/01/2014 - 23:13

WBJEE - 2010 - Biology

1.  একটি অ্যান্টিবডি অণুর মূল গঠনে কয়টি পরিবর্তনশীল অংশ থাকে ?

(A) একটি       (B) দুটি       (C) তিনটি        (D) চারটি

 

2. দুটি অ্যামিনো ও দুটি কার্বক্সিল গ্রুপযুক্ত অ্যামাইনো অ্যাসিড কোনটি  ?

(A) সিসটাইন     (B) লাইসিন     (C) সিসটেইন      (D) অ্যাসপারটিক অ্যাসিড

 

3. কার্বোনিক অ্যানহাইড্রেজের কোফ্যাক্টর কোনটি  ?

(A) Fe      (B) Zn     (C) Cu     (D) Mg

 

4. মানবদেহে ভিটামিন -ডি তৈরি হয়

(A) পেশীতে      (B) স্নায়ুতে      (C) চর্মে      (D) অস্থি-মজ্জায়

 

5. ব্যাক্টিরিওফাজ ধ্বংস করে

(A) ছত্রাক     (B) পরজীবি      (C) ব্যাক্টেরিয়া      (D) ভাইরাস

 

6.  মাইটোপ্লাস্ট কি  ?

(A) ঝিল্লিছাড়া মাইটোকনড্রিয়া        (B) মাইটোকনড্রিয়ার আর একটি নাম  

(C) বাইরের ঝিল্লিছাড়া মাইটোকনড্রিয়া     (D) ভিতরের ঝিল্লিছাড়া মাইটোকনড্রিয়া

 

7.  ট্রান্সপোজোন হলো

(A) হাউস কিপিং জিন     (B) জাম্পিং জিন      (C) ট্রান্সপোর্টিং জিন      (D) ষ্টেশনারী জিন

 

8.  নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সংযুক্ত প্রোটিন নয়  ?

(A) পেপটোন     (B) ফসফোপ্রোটিন     (C) লাইপোপ্রোটিন     (D) ক্রোমোপ্রোটিন

 

9. তরুণাস্থির বহিঃস্থ আবরণী হল

(A) পেরিটোনিয়াম     (B) পেরিওসটিয়াম       (C) এনডোসটিয়াম      (D) পেরিকনড্রিয়াম

 

10.  নিম্নলিখিত কোনটির জন্য দেহের অভ্যন্তরে রক্ত তঞ্চিত হয় না ?

(A) রক্তের অক্সিজেন সংযুক্তির জন্য           (B) রক্ত চলাচল করার জন্য

(C) রক্তে হেপারিন থাকার জন্য          (D) রক্তে ফাইব্রিনোজেন অনুপস্থিত থাকার জন্য

 

11.  যাহার সাহায্যে লোহিত কণিকার সংখ্যা নির্ণয় করা যায়  –

(A) হিমোসাইটোমিটার      (B) হিমোগ্লোবিনোমিটার      (C) স্ফিগমোম্যানোমিটার      (D) ইলেক্টোকার্ডিয়োগ্রাম

 

12.   Rh ফ্যাক্টর যে রোগ করে তা হলো

(A) এইডস      (B) টারনার সিনড্রোম      (C) এরিথ্রোব্লাসটোসিস ফিটালিস      (D) সিকল সেল অ্যানিমিয়া

 

13.  পাকস্থলী হইতে পাকস্থলীরস ক্ষরণ উদ্দীপক হরমোন এর নাম

(A) রেনিন      (B) এনটারওকাইনেজ      (C) এনটারওগ্যাসট্রোন     (D) গ্যাসট্রিন

 

14.  পিত্ত লবণ কোন উৎসেচকের অ্যাক্টিভেটর রূপে কাজ করে ?

(A) পেপসিনোজেন      (B) ট্রিপসিনোজেন      (C) লাইপেজ      (D) অগ্ন্যাশয়ের অ্যামাইলেজ

 

15. হেপারিন যেখানে তৈরী হয় তা হলো–

(A) বৃক্ক কোষ      (B) রক্ত কণিকা      (C) অস্থি মজ্জা      (D) যকৃৎ কোষ

 

16.  নিম্নলিখিতগুলির মধ্যে কোন কোষ HCl তৈরী করে ?

(A) β -কোষ     (B) α -কোষ      (C) অক্সিনটিক কোষ     (D) মুখ্য কোষ

 

17.  কোন পাঁজরগুলি "বালতি-হাতল" ধরণের চলন দেখায়  ?

(A) 1 – 2 সংখ্যার পাঁজর     (B)  3 – 5 সংখ্যার পাঁজর     (C)  6 – 10 সংখ্যার পাঁজর      (D) 11 – 12 সংখ্যার পাঁজর

 

18.  নিম্নলিখিত মানুষদের মধ্যে কার নিষ্ক্রিয় বায়ুপরিমাণ বেশী  ?

(A) বৃদ্ধ     (B) বৃদ্ধা      (C) যুবক      (D) যুবতী

 

19.  সর্বাধিক পুরু প্রাচীর কার  ?

(A) দক্ষিণ অলিন্দ      (B) দক্ষিণ নিলয়       (C) বাম অলিন্দ      (D) বাম নিলয়

 

20.  স্বাভাবিক ব্যক্তির হৃদচক্রের সময় প্রায়

(A) 0.5 সেকেন্ড      (B) 0.8 সেকেন্ড      (C) 1.0 সেকেন্ড      (D) 1.2 সেকেন্ড

 

21.  গ্লাইকোসুরিয়া কি  ?

(A) মূত্রে কম পরিমাণ সুগার     (B) মূত্রে কম পরিমাণ ফ্যাট     (C) মূত্রে গড় পরিমাণ কার্বোহাইড্রেট     (D) মূত্রে বেশী পরিমাণ সুগার

 

22.  মূত্রের পরিমাণ যা দ্বারা নিয়ন্ত্রিত হয় তা

(A) অ্যালডোষ্টেরন     (B) অ্যালডোষ্টেরন এবং টেষ্টোস্টেরন     (C) এ.ডি.এইচ     (D) অ্যালডোষ্টেরন এবং এ.ডি.এইচ

 

23.  চর্ম্ম শ্বসন প্রক্রিয়ার অতিরিক্ত অঙ্গ যে প্রাণীর তা –

(A) মানবদেহ       (B) ব্যাঙ       (C) খরগোশ       (D) টিকটিকি

 

24.  যে অবস্থায় মূত্রে কিটোন বডির মাত্র বৃদ্ধি পায় তা

(A) দানব দশা       (B) ডাইবেটিস মেলাইটাস       (C) ডাইবেটিস ইনসিপিডাস      (D) কুসিং রোগ

 

25.  প্রসবের পর দুগ্ধ ক্ষরণের জন্য দায়ী হরমোন

(A) ICSH      (B) প্রোল্যাকটিন       (C) ACTH       (D) LH

 

26.  এন্ডেমিক গয়টার বা গলগন্ড থাইরয়েডের এক

(A)  অতি সক্রিয় অবস্থা      (B) স্বাভাবিক সক্রিয় অবস্থা      (C) স্বল্প সক্রিয় অবস্থা      (D) মাঝামাঝি সক্রিয় অবস্থা

 

27.  আয়লেট অব ল্যাংগারহান দেখা যায়

(A) সম্মুখ পিটুইটারী     (B) বৃক্কের বহিঃস্থ অংশ       (C) প্লিহা      (D) অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশ

 

28.  নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যাডরিন্যালিনের কার্য  ?

(A) পাকস্থলী রস ক্ষরণে সাহায্য করে         (B) হৃদগতির হার এবং রক্তচাপ বৃদ্ধি করে

(C) রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে     (D) দুগ্ধ ক্ষরণে সাহায্য করে

 

29.  নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্বয়ংক্রিয় নার্ভ তন্ত্রের সঙ্গে যুক্ত নয় ?

(A) পেরিসটলসিস      (B) পরিপাক      (C) রেচন       (D) স্মৃতি ও শিক্ষা

 

30.  বাচন ও লিখিত শব্দ যে অঞ্চলে বিশ্লেষিত হয়

(A) সংযোগকারী অঞ্চল       (B) চেষ্টীয় অঞ্চল       (C) ওয়েরনিক্স অঞ্চল       (D) ব্রোকাস অঞ্চল

 

31.  এডিনজার - ওয়েষ্টফল নিউক্লিয়াস থেকে উত্পন্ন নার্ভ তন্তুগুলি কোন করোটি নার্ভের মাধ্যমে বাহিত হয় ?

(A) ওকুলোমোটর        (B) ট্রকলিয়ার        (C) অ্যাবডুসেনস       (D) ভেগাস

 

32.  সুষুম্না কান্ডের ধূসর পদার্থ কয়টি ল্যামিনাতে বিভক্ত  ?

(A) চারটি        (B) ছয়টি        (C) আটটি        (D) দশটি

 

33.  যে কোষের ত্রুটির জন্য বর্ণান্ধতা হয়

(A) কোণ কোষ      (B) রড কোষ       (C) রড এবং কোণ কোষ      (D) রডপসিন

 

34.  একটি ব্যতিরেকে নিম্নলিখিত অবস্থায় MRI করা হয় না । ব্যতিক্রম সনাক্ত কর ।

(A) দেহে পেস মেকারের উপস্থিতি          (B) মহিলাদের গর্ভাবস্থায়

(C) স্ট্রোক আক্রান্ত ব্যক্তি       (D) ভাঙ্গা হাড়ের চিকিত্সার জন্য শরীরে ধাতব পাতের উপস্থিতি

 

35.  নিম্নলিখিত কোন ব্যাধি ক্যাডমিয়াম দূষণের জন্য হয়  ?

(A) মিনামাতা     (B) নিউমোকোনিওসিস      (C) অ্যানিমিয়া     (D) ইতাই-ইতাই

 

36.  ভারতবর্ষের প্রথম বাণিজ্যিক ভাবে অনুমোদিত জিন প্রযুক্তিতে উত্পাদিত উদ্ভিদটি হল :

(A) গোল্ডেন রাইস      (B) ধীরে পরিপক্কতা পায় এরূপ টমেটো       (C) বিটি-বেগুন       (D) বিটি-কটন

 

37.  নিষ্ক্রিয় কেন্দ্র (Quiescent centre) উদ্ভিদে থাকে :

(A) মূলের অগ্রভাগে      (B) ভাজক কলায়       (C) বীটপের অগ্রভাগে      (D) পত্রের অগ্রভাগে

 

38.  একটি DNA অণুতে দুটি বেস এর দূরত্ব হল

(A) 2 nm /20Å      (B) 0.2 nm /2Å        (C) 3.4 nm / 34 Å        (D) 0.34 nm /3.4 Å

 

39.  পরাগরেণুর বহির্ত্বক গঠিত হয়

(A) পেকটোসেলুলোজ দ্বারা      (B) লিগনোসেলুলোজ দ্বারা       (C) স্পোরোপোলেনিন দ্বারা    (D) পোলেন কিট দ্বারা

 

40.  যখন কোন কোষ পূর্ণ স্ফীত হয়, তখন

(A) DPD = OP      (B) DPD = Zero        (C) WP = TP       (D) OP = Zero

 

41.  ATP জন্য কোনটা ঠিক ?

(A)  ATP এনজাইমের প্রসথেটিক অংশ     (B) ATP একটি এনজাইম    (C)  ATP এনজাইমের জৈব আয়ন    (D) ATP একটি কো-এনজাইম

 

42.  Wheat এর রুট কোষে ক্রোমোজোমের সংখ্যা 2n = 42,  নীচের কোনটি Wheat এর বেসিক ক্রোমোজোম সংখ্যা  ?

(A) 42        (B) 21        (C) 7        (D) 14

 

43.  পিউরিন বেস-এ নাইট্রোজেন থাকে

(A) 1, 2, 4 এবং 6 অবস্থানে      (B) 1, 3, 5 এবং 7 অবস্থানে      (C) 1, 3, 7 এবং 9 অবস্থানে       (D) 1, 2, 6 এবং 8 অবস্থানে

 

44.  থাইলাকয়েডস (Thylakoids) নিম্নলিখিত যে কোষ অঙ্গাণুর মধ্যে পাওয়া যায় তা

(A) মাইটোকনড্রিয়া       (B) ক্লোরোপ্লাস্ট      (C) গলগি apparatus        (D) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

 

45.  অণুর্কবিস্তারণ একটি প্রযুক্তি

(A)  True-to-type উদ্ভিদ উত্পাদনের জন্য        (B) Haploid উদ্ভিদ উত্পাদনের জন্য

(C) অঙ্গজ কোষ সংকরায়ণের উত্পাদনের জন্য        (D) সোমাক্লোনাল উদ্ভিদ উত্পাদনের জন্য

 

46.  টেস্ট ক্রশ একটি সংকরায়ণ  পদ্ধতি

(A) সংকর জাতীয় x প্রকট গুণসম্পন্ন জনিতৃ       (B) সংকর জাতীয় x অপ্রকট গুণসম্পন্ন জনিতৃ

(C) সংকর জাতীয় x সংকর জাতীয় জনিতৃ        (D) দুটি ভিন্ন species এর মধ্যে

 

47.  মাইটোকনড্রিয়া অর্দ্ধস্বতঃ ক্রিয়াশীল হয় কারণ মাইটোকনড্রিয়া নিম্নলিখিত রাসয়নিক পদার্থ বহন করে :

(A) ডি.এন.এ     (B) ডি.এন.এ + আর.এন.এ     (C) ডি.এন.এ + আর.এন.এ + রাইবোজোমস     (D) প্রোটিন

 

48.  কাইটিন হল একটি  

(A) পলিস্যাকারাইড        (B) নাইট্রোজেন যুক্ত পলিস্যাকারাইড     (C) লাইপো প্রোটিন      (D) প্রোটিন

 

49.  বালবিয়ানি রিং-গুলি উত্পত্তিস্থল হিসাবে কাজ করে

(A) DNA প্রতিলিপিকরণে       (B) RNA এবং প্রোটিন সংশ্লেষণে        (C) লিপিড সংশ্লেষণে       (D) পলিস্যাকারাইড সংশ্লেষণে

 

50.  কোন কোষঅঙ্গাণুটি পর্দাবৃত থাকে না  ?

(A) মেসোজোম       (B) মাইটোকনড্রিয়া      (C) রাইবোজোম       (D) লাইপোজোম

 

51.  ইন্টারফ্যাসিকুলার  ক্যাম্বিয়াম হল

(A) প্রাথমিক ভাজক কলা     (B) আদি ভাজক কলা      (C) এক ধরনের প্রোটোডার্ম      (D) গৌণ ভাজক কলা

 

52.  তুলা তন্তু মূলত এক ধরনের

(A) ট্রাইকোম       (B) শল্ক      (C) বীজ ত্বক এর শুকনো অংশ     (D) গ্রন্থি বিহীন রোম

 

53. ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম —একটি বিশেষ বৈশিষ্ট্য যা কেবল দেখা যায়

(A) সেই সব উদ্ভিদে যারা Calvin cycle চালায়      (B) C4 -উদ্ভিদে      (C) সকল উদ্ভিদে     (D) কেবলমাত্র শৈবালে

 

54.  উদ্ভিদের সালোকসংশ্লেষজনিত কোন বিক্রিয়াটি peroxisomes এ হয়  ?

(A) Glycolate cycle      (B) Calvin cycle     (C) ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষ     (D) Glyoxylate cycle

 

55.  'আলফা বৈচিত্র্য' -এটি নীচের কোনটির সাথে সম্পর্ক যুক্ত

(A) জিনগত বৈচিত্র্য      (B) জীবগোষ্ঠী ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য      (C) প্রজাতি বৈচিত্র্য     (D) উদ্ভিদের বৈচিত্র্য

 

56.  রেশম তন্তু গঠনে ফাইব্রিন ও সেরিসিনের অনুপাত হল

(A) 50 : 40      (B) 80 : 20      (C) 30 : 70      (D) 40 : 60

 

57.  কোনটি জৈব কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়  ?

(A) টাইগার বিটল       (B) শুঁয়োপোকা      (C) রেশম মথ      (D) মাজরা পোকা

 

58.  নীচে উল্লিখিত কোন অসুখটি সাধারণ মাছি দ্বারা বিস্তার লাভ করে ?

(A) ডেঙ্গু জ্বর       (B) এনসেফালাইটিস       (C) ফাইলেরিয়াসিস       (D) টাইফয়েড

 

59.  'জল-সংবহন তন্ত্র' পাওয়া যায়

(A) সাগর কুসুমে       (B) সমুদ্র কলমে       (C) সমুদ্র শশায়       (D) সমুদ্র ঘোড়ায়

 

60.  হ্রদে পুষ্টি পদার্থের আধিক্যের জন্য ঘটে

(A) ইউট্রফিকেশন      (B) স্তরীভবন      (C) জৈব বিবর্ধন      (D) জৈব সঞ্চয়ন

 

61.  লাইকেনকে যে দূষণের সূচক বলা হয় তা

(A) বায়ু দূষণ      (B) জল দূষণ      (C) মৃত্তিকা দূষণ       (D) কৃষির উত্পাদনশীলতা

 

62.  প্রাণীদেহে সর্বাধিক যে খনিজ পদার্থ থাকে সেটি হল

(A) লোহা      (B) সোডিয়াম     (C) পটাসিয়াম      (D) ক্যালসিয়াম

 

63.  রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায়

(A) হেমিকর্ডাটায়      (B) সেফালোকর্ডাটায়      (C) ইউরোকর্ডাটায়      (D) ভার্টিব্রাটায়

 

64.  ‘জাকবসন অঙ্গে'র কাজ হচ্ছে

(A) স্পর্শ      (B) দর্শন      (C) ঘ্রাণ       (D) শ্রবণ

 

65.  সিসটিসারকাস দশা তৈরী হয়

(A) টিনিয়ায়      (B) প্লাসমডিয়ামে       (C) লিসমানিয়ায়       (D) উচেরেরিয়ায়

 

66.  নীচে উল্লিখিত কোন ভাইরাসে DNA এবং  RNA উভয়ই পাওয়া যায় ?

(A) সাইয়ানোফাজ      (B) হারপিস ভাইরাস       (C) লিউকো ভাইরাস      (D) পোলিও ভাইরাস

 

67.  “Fight and Flight” (আক্রমণ পলায়ন প্রতিক্রিয়া) -এর জন্য হরমোনটি হল

(A) অ্যাড্রিনালিন      (B) থাইরক্সিন      (C) ADH      (D) অক্সিটোসিন

 

68.  যক্ষ্মা রোগের কারণ হল  :

(A) Mycobacterium sp.      (B) Aspergillus sp.      (C) Clostridium sp.      (D) Vibrio sp.

 

69.  নীচের কোন মাছটি ক্যাটাড্রোমাস মাছ ?

(A) Hilsa sp.       (B) Mystus sp.       (C) Anguilla sp.       (D) Channa sp.

 

70.  কোনটি ক্রাস্টেশিয়া শ্রেণির প্রাণী  ?

(A) আরশোলা        (B) সাইক্লপস        (C) ফড়িং        (D) মশা

 

71.  র‍্যাডুলা কোন প্রাণীতে দেখা যায় ?

(A) Pila sp.       (B) Chiton sp.       (C) Lamellidens sp.       (D) Pinctada sp.

 

72.  জাভা মানবের বিজ্ঞানসম্মত নাম হল

(A) Homo habilis          (B) Homosapiens neandarthalensis

(C) Homo erectus erectus      (D) Australopithecus bisei

 

73. কোষচক্রের  G 1 এবং G 2 দশার মধ্যবর্তী দশা কোনটি  ?

(A) M-phase       (B) Go-phase      (C) S-phase       (D) Interphase

 

74.  কুড়িটি অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য কার্যকরী কয়টি কোডন আছে  ?

(A) 64       (B) 32       (C) 60      (D) 61

 

75.  নিম্নলিখিত কোনটিকে মোনোসোমি বলে  ?

(A) 2n + 1       (B) 2n + 2       (C) n + 1       (D) 2n – 1

 

76.  ক্রোমোজোমের গঠনগত  উপাদান হল :

(A) DNA + পেকটিন       (B) RNA + DNA        (C) DNA + হিস্টোন      (D) শুধুই হিস্টোন

 

77.  কোন কোন দশায় পৌঁছুলে কোষ বিভাজন বন্ধ করা যায় না ?

(A) G 1-phase       (B) G 2-phase       (C) S-phase       (D) প্রোফেজ

 

78.  নীচের কোনটি DNA -এর গঠনগত একক ?

(A) প্রোটিন       (B) কার্বোহাইড্রেট       (C) RNA      (D) নিউক্লিওটাইডস

 

79.  যে ক্ষেত্রে কোষীয় তত্ত্ব প্রয়োগ করা যায় না

(A) ব্যাকটেরিয়া       (B) ছত্রাক      (C) শৈবাল       (D) ভাইরাস

 

80.  মানুষের সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্ত চাপের পার্থক্য

(A) 120 mm Hg       (B) 80 mm Hg       (C) 40 mm Hg       (D) 200 mm Hg

*** 

Comments

Related Items

WBJEE 2010 Physics and Chemistry Question Paper [Beng]

1. পরীক্ষা করে দেখা গেছে যে সূর্য বিকিরণের প্রাবল্য সর্বাপেক্ষা বেশী হচ্ছে দৃশ্য বর্ণালীর 480 nm তরঙ্গ দৈর্ঘ্যে । তাহলে সূর্য-পৃষ্ঠের তাপমাত্রা নির্ধারণ কর । (দেওয়া আছে ওয়েনের ধ্রুবক b = 2.88 × 10-3mK)

(A) 4000 K (B) 6000 K (C) 8000 K (D) 106 K

2. একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 K থেকে বাড়িয়ে 480 K করা হল । যদি 120 K তাপমাত্রায় মূল গড় গতিবেগ v হয় তাহলে 480 K তাপমাত্রায় মূল গড় গতিবেগ হবে...

WBJEE Mathematics Question Paper 2010 (Beng)

WBJEE - 2010 - Mathematics

1.   [tex]{{\cot x - \tan x} \over {\cot 2x}}[/tex] এর মান

(A) 1    (B) 2     (C) –1      (D) 4

Ans : (B)

 

2.   −2π ≤ x ≤ 2π এর মধ্যে 2y = 1 এবং y = sin x এর ছেদ বিন্দুর সংখ্যা 

(A) 1      (B) 2      (C) 3       (D) 4

WBJEE Mathematics Question Paper 2010 (Eng)

WBJEE - 2010 - Mathematics

1.  The value of [tex]{{\cot x - \tan x} \over {\cot 2x}}[/tex] is

(A) 1    (B) 2     (C) –1      (D) 4

Ans : (B)

 

2.  The number of points of intersection of 2y = 1 and y = sin x, in  −2π ≤ x ≤ 2π is

WBJEE 2010 Physics and Chemistry Question Paper (Eng)

1. Experimental investigations show that the intensity of solar radiation is maximum for a wavelength 480 nm in the visible region. Estimate the surface temperature of sun. Given Wein’s constant b = 2.88 × 10–3 mK., 2. The temperature of an ideal gas is increased from 120 K to 480 K. If at 120 K, the root mean square speed of gas molecules is v, then at 480 K it will be...

WBJEE Biology Question Paper 2010(Eng)

WBJEE - 2010 - Biology

1.  First Genetically modified plant commercially released in India is :

(A) Golden rice       (B) Slow ripening tomato       (C) Bt-brinjal       (D) Bt-Cotton

 

2.   Quiescent centre is found in plants at :