WBJEE Biology Question Paper 2009 (Ben)

Submitted by administrator on Thu, 12/26/2013 - 15:51

WBJEE - 2009 - Biology

1.  ফিস ফিস করে কথা বলা শব্দের প্রাবল্য সীমা :

(A) 10 – 15 dB       (B) 20 – 40 dB       (C) 45 – 50 dB        (D) 50 – 55 dB

 

2.  বন্যপ্রাণী রক্ষণ আইন বলবৎ হয় :

(A) 1974        (B) 1981       (C) 1986      (D) 1991

 

3.  মধুতে মলটেজ ও অন্যান্য চিনির শতকরা হার :

(A) 9.2      (B) 8.81      (C) 10.5      (D) 11.2

 

4.  মৃত প্রাণী → মাছি মেগোট → ব্যাং → সাপ : খাদ্য-শৃঙ্খলটির সঠিক ধরনটি কিরূপ ?

(A) গ্রেজিং খাদ্য-শৃঙ্খল       (B) কর্কর খাদ্য-শৃঙ্খল       (C) অণুখাদক খাদ্য-শৃঙ্খল      (D) শিকারজীবী খাদ্য-শৃঙ্খল

 

5.  জৈবিক প্রজাতি ধারণায় ( Biological species concept) কোনটি প্রাসঙ্গিক নহে ?

(A) সংকরায়ণ       (B) প্রাকৃতিক জীবগোষ্ঠী       (C) প্রজননগত ভাবে বিচ্ছিন্ন       (D) জিন পুল (Gene Pool)

 

6.  DNA -এর কোন অংশটি প্রোটিন তৈরি করতে সক্ষম ?

(A) ইনট্রন (Introns)       (B) এক্সন (Exons)       

(C) নিয়ন্ত্রক অঞ্চল (Control regions)        (D) মধ্যবর্তী অংশ (Intervening sequences)

 

7.  নীচের কোনটি একটি সিস্টেমিক ইনসেক্টিসাইড ?

(A) ম্যালাথিওন       (B) প্যারাথিওন       (C) এনড্রিন       (D) ফিউরাডান

 

8.  একটি যৌগিক মাইক্রোস্কোপের বিশ্লেষণ ক্ষমতা বাড়বে যখন :

(A) আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কমবে এবং নিউমেরিক্যাল অ্যাপারচার বাড়বে

(B) আলোকের তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে এবং নিউমেরিক্যাল অ্যাপারচার কমবে

(C) আলোকের তরঙ্গ দৈর্ঘ্য এবং নিউমেরিক্যাল অ্যাপারচার উভয়ই বাড়বে

(D) আলোকের তরঙ্গ দৈর্ঘ্য এবং নিউমেরিক্যাল অ্যাপারচার উভয়ই কমবে

 

9.  Osteomalacia ব্যাধি কোনটির স্বল্পতাজনিত কারণে হয় ?

(A) ক্যালশিফেরোল          (B) রেটিনোল       (C) টকোফেরোল       (D) ফাইলোকুইনোন

 

10.  প্রতি mm3 মানব রক্তে বিভিন্ন শ্বেতকণিকাগুলির সংখ্যার ভিত্তিতে সজ্জিত সঠিক বিপরীত বিন্যাসক্রম কোনটি ?

(A) Eosinophils > Basophils > Neutrophils      (B) Basophils > Eosinophils > Neutrophils

(C) Neutrophils > Eosinophils > Basophils      (D) Eosinophils > Neutrophils > Basophils

 

11.  নীচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক ?

(A) হিমোফিলিয়া - Y ক্রোমোজোম        (B) ডাউন সিনড্রোম - 21st ক্রোমোজোম

(C) সিকল সেল এ্যানিমিয়া - X ক্রোমোজোম      (D) পারকিনসনস রোগ -X এবং Y ক্রোমোজোম

 

12.  নিম্নলিখিত কোনটি উত্পাদনের জন্যে জিন প্রযুক্তি উদ্ভুত ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ?

(A) Thyroxine      (B) মানব দেহের প্রয়োজনে insulin        (C) Cortisol       (D) Epinephrine

 

13.  সূর্যমুখী উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম হল :

(A) Hibiscus rosa-sinensis      (B) Solanum nigram       (C) Oryza sativa       (D) Helianthus annus

 

14.  নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটির দ্বারা উদ্ভিদের নতুন উন্নত জাত তৈরি করা যায় ?

(A) নির্বাচন       (B) জোড়কলম      (C) সংকরায়ণ      (D) সংকরায়ণোত্তর নির্বাচন

 

15.  নিম্নলিখিত কোনটি সবাত শ্বসনের উত্পাদিত পদার্থ ?

(A) Malic acid       (B) Ethyl alcohol        (C) Lactic acid      (D) Pyruvic acid

 

16.  C3 চক্রে কে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ?

(A) OAA        (B) RUBP         (C) PEP       (D) Malic acid

 

17.  ভাইরাসের আবিষ্কারক কে ?

(A) Stanley       (B) Ivanowsky        (C) Herelle        (D) Beijerinek

 

18.  বৈদ্যুতিন অনুবীক্ষণ যন্ত্র কোন বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভরশীল ?

(A) তড়িৎচুম্বক তত্ত্ব    (B) লেন্সের (glass lenses) বিশ্লেষণ ক্ষমতা     (C) লেন্সের (glass lenses) বিবর্ধনতা    (D) আলোর প্রতিসরণতা

 

19.  নিম্নলিখিত কোনটি সাইট্রিক অ্যাসিড সাইকেলের (Citric acid cycle) অপর নাম ?

(A) এইচ এম পি (HMP) shunt    (B) গ্লাইকোলিসিস (Glycolysis)    (C) টি সি এ চক্র (TCA cycle)    (D) কেলভিন চক্র (Calvin cycle)

 

20.  উচ্চতর উদ্ভিদে সংবহনকলার উত্পত্তি কোনটি হইতে হয় ?

(A) আদি ক্যাম্বিয়ান থেকে      (B) আদিত্বক থেকে      (C) পেরিব্লেম থেকে       (D) কর্টেক্স থেকে

 

21.  Etai etai রোগের জন্য কোন মৌলটি দায়ী ?

(A) Hg       (B) Pb      (C) Cd       (D) As

 

22.  ক্রোমোজোমকে নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটির সাহায্যে রঞ্জিত করা যায় ?

(A) অ্যাসিটোকারমিন     (B) স্যাফরানিন      (C) লাইট গ্রিন      (D) ইওসিন

 

23.  নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আমেরিকান পোলট্রি ব্রীড ?

(A) Australop       (B) Minovca        (C) Assel       (D) Rhod Island Red

 

24.  মানুষের মস্তিষ্কের বৃহৎ অংশ কোনটি ?

(A) সেরিবেলাম        (B) থ্যালামাস         (C) সেরিব্রাম        (D) মেডালা

 

25.  কোশের Totipotency সর্বপ্রথম প্রদর্শন করেন :

(A) F.C. Steward      (B) Robert Hooke       (C) T.Schwann        (D) A.V. Leeuwenhock

 

26.  যে আণবিক কাঁচির সাহায্যে DNA তন্তুর নির্দিষ্ট স্থানে কর্তন করা হয় তা হল :

(A) পেকটিনেজ     (B) পলিমারেজ      (C) সীমাবদ্ধকর উত্সেচক     (D) লাইগেজ

 

27.  SO2 দূষণের নির্ণায়ক

(A) Desmodium (ঘাস জাতীয় উদ্ভিদ)    (B) Sphagnum (মস)    (C) Usnea (লাইকেন)     (D) Cucurbita (আরোহী)

 

28.  রাসায়নিকভাবে Sporopollenin :

(A) হোমোপলিস্যাকারাইড      (B) চর্বি জাতীয় পদার্থ     (C) প্রোটিন      (D) হেটারোপলিস্যাকারাইড

 

29.  23টি base pair দ্বারা গঠিত একটি DNA -এর দৈর্ঘ্য :

(A) 78 Å        (B) 78.4 Å        (C) 74.8 Å       (D) 78.2 Å

 

30.  প্রাথমিক অনাক্রমণজনিত কারণে কোন Ig তৈরি হয় ?

(A) IgA      (B) IgE      (C) IgG     (D) IgM

 

31.  মানুষের লোহিত রক্তকণিকার গড় ব্যাস :

(A) 7.2 μ m        (B) 8.1 μm        (C) 9.2 μm        (D) 10.3 μm

 

32.  নিম্নলিখিত কোনটির জারণের সময় FAD ইলেকট্রন গ্রহণ করে ?

(A) আলফা কিটোগ্লুটারেট → সাকসিনিল কোএ        (B) সাকসিনিক অ্যাসিড → ফিউমারিক অ্যাসিড

(C) সাকসিনিল কোএ → সাকসিনিক অ্যাসিড           (D) ফিউমারিক অ্যাসিড → ম্যালিক অ্যাসিড

 

33.  অগ্নাশয় গ্রন্থির α ও δ কোশের ক্ষরণ হওয়া হরমোনগুলির রাসায়নিক বৈশিষ্ট্য হল :

(A) গ্লাইকোলিপিড       (B) গ্লাইকোপ্রোটিন       (C) স্টিরইড      (D) পলিপেপটাইড

 

34.  র‍্যাবিস ভাইরাসের জেনেটিক বস্তু :

(A) দ্বিতন্ত্রী RNA        (B) একতন্ত্রী RNA        (C) দ্বিতন্ত্রী DNA      (D) একতন্ত্রী DNA

 

35.  T-লিম্ফোসাইট প্রস্তুতির স্থান :

(A) অস্থিমজ্জা       (B) প্লিহা      (C) অগ্নাশয়        (D) থাইমাস

 

36.  এক অণু গ্লুকোজের জারণের ফলে কত অণু ATP পাওয়া যায় ?

(A) 2      (B) 4       (C) 3       (D) 5

 

37.  কোডনের নাইট্রোজেন ঘটিত বেস-এর সংখ্যা হল :

(A) 3       (B) 2      (C) 1       (D) 5

 

38.  একটি সংকরের মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে বলে :

(A) প্রকট       (B) প্রচ্ছন্ন        (C) যুগ্ম প্রকট        (D) এপিস্ট্যাটিক

 

39.  কোশ বিভাজনের কোন দশাতে ক্রোমোজোমগুলি সব থেকে বেশি সংকুচিত হয় ?

(A) প্রফেজ       (B) মেটাফেজ        (C) অ্যানাফেজ        (D) টেলোফেজ

 

40.  যখন ফুলের অন্য স্তবকগুলি স্ত্রী স্তবকের নীচে সজ্জিত থাকে সেই ফুলকে বলা হয় :

(A) গর্ভপাদ পুষ্প       (B) গর্ভকটি পুষ্প       (C) গর্ভশীর্ষ পুষ্প       (D) গর্ভহীন পুষ্প

 

41.  CAM জাতীয় উদ্ভিদ জৈব অম্লের ঘনত্ব :

(A) দিনের বেলায় বাড়ে      (B) দিনের বেলায় বাড়ে বা কমে     (C) রাত্রে বাড়ে     (D) যে-কোনো সময় কমে

 

42.  ভাইরাসের প্রোটিন আবরণীকে বলা হয় :

(A) ক্যাপসিড (Capsid)     (B) ভিরিওন (Virion)     (C) ভিরিওড (Virioid)     (D) ব্যাকটিরিয়াল প্রাচীর (Bacterial wall)

 

43.  একটি গ্লুকোজ অণু হইতে ক্রেব সাইকেলে প্রতি সবাত শ্বসনে মোট উত্পন্ন হয় :

(A) 2 ATP অণু        (B) 8 ATP অণু       (C) 36 ATP অণু        (D) 38 ATP অণু

 

44.  উৎসেচকের অপরাপ্রত্যার্পিত কৃৎকৌশল (Feedback inhibition) নিম্নলিখিত কোনটির দ্বারা প্রভাবিত হয় ?

(A) উৎসেচক        (B) বিক্রিয়াত্মক পদার্থ      (C) অন্তিম উত্পাদিত পদার্থ      (D) অন্তর্বর্তী উত্পাদিত পদার্থ

 

45.  জিব্রালিনের (Gibberellins) আবিষ্কার নিম্নলিখিতগুলির মধ্যে একটির সাথে সম্পর্কযুক্ত :

(A) ধানের ব্লাস্ট রোগ       (B) গমের মরচে পড়া রোগ     (C) ধানের 'ব্যাকানি' রোগ      (D) আলুর আশু ধ্বসা রোগ

 

46.  অরনিথোফিলি পরাগ সংযোগ নিম্নলিখিত মাধ্যমগুলির কোনটির সাথে সম্পর্কযুক্ত ?

(A) পতঙ্গ        (B) পাখি       (C) শামুক       (D) বাতাস

 

47.  নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মানুষকৃত বাস্তুতন্ত্রের উদাহরণ ?

(A) হার্বেরিয়াম       (B) অ্যাকোয়ারিয়াম      (C) কলাকৃষ্টি        (D) অরণ্য

 

48.  শ্বসনের উৎসেচক নিম্নলিখিত অঙ্গাণুতে অবস্থান করে :

(A) প্যারাক্সিজোম         (B) ক্লোরোপ্লাস্ট      (C) মাইটোকনড্রিয়ন        (D) লাইসোজোম

 

49.  পেলেগ্রা রোগ যে ভিটামিনের অভাবে হয় তা হল :

(A) থিয়ামিন         (B) নিয়াসিন        (C) পাইরিডক্সিন        (D) বায়োটিন

 

50.  নিম্নলিখিত লিউকোসাইটগুলির কোনটি ম্যাক্রোফেজ -এ রূপান্তরিত হয় ?

(A) ইওসিনোফিল        (B) বেসোফিল        (C) মনোসাইট        (D) লিম্ফোসাইট

 

51.  P. Vivax -এর রোগ লক্ষণ প্রকাশের অন্তর্বর্তী কাল কত ?

(A) 10–14 দিন        (B) 20–25 দিন        (C) 30 দিন       (D) 45 দিন

 

52.  হাইপোথ্যালামাসের যে নির্দিষ্ট অঞ্চলটি শারীরবৃত্তীয় ঘর্ম-নিঃসরণের জন্য দায়ী তা হল :

(A) প্যারা-ভেন্ট্রিকিউলার নিউক্লিয়াস    (B) সুপ্রা অপটিক নিউক্লিয়াস     (C) মিডিয়ান এমিনেন্স     (D) পারস ডিস্টালিস

 

53.  হৃদ চক্রের সময় কাল :

(A) 0.8 সেকেন্ড     (B) 0.8 মাইক্রো সেকেন্ড      (C) 0.08 সেকেন্ড       (D) 0.008 সেকেন্ড

 

54.  DNA প্রতিলিপি করণের সময়, ওকাজাকি ফ্রাগমেন্টস কোন অভিমুখে সম্পন্ন হয় ?

(A) 3′ → 5′      (B) 5′ → 3′      (C) 5′ → 5′        (D) 3′ → 3′

 

55.  ক্রোমাটিন -এর রাসায়নিক চরিত্র হল :

(A) নিউক্লিক অ্যাসিড       (B) নিউক্লিক অ্যাসিড ও হিস্টোন প্রোটিন

(C) নিউক্লিক অ্যাসিড, হিস্টোন প্রোটিন ও ননহিস্টোন প্রোটিন      (D) নিউক্লিক অ্যাসিড ও ননহিস্টোন প্রোটিন

 

56.  নিম্নলিখিত কোনটি মাইনর কার্প (minor carp) তাহা উল্লেখ করো :

(A) Cyprinus carpio        (B) Labeo calbasu       (C) Labeo bata     (D) Ctenopharyngodon idella

 

57.  এশিয়ান টাইগার মশার বিজ্ঞান সম্মত নাম :

(A) Aedes aegypti     (B) Aedes albopictus      (C) Aedes taeniorhynchus     (D) Aedes albolineatus

 

58.  গ্লোমেরিউলাসের পরিস্রাবন তলের ছিদ্রগুলির আকার :

(A) 10 nm       (B) 15 nm       (C) 20 nm       (D) 25 nm

 

59.  Ornithorhynchus যার উদাহরণ হল :

(A) ডাইনোসর       (B) মনোট্রিম স্তন্যপায়ী       (C) মারসুপিয়াল স্তন্যপায়ী       (D) ইউথেরিয়ান স্তন্যপায়ী

 

60.  Scirpophage incertulus একটি :

(A) একভোজী পেস্ট       (B) দ্বিভোজী পেস্ট        (C) স্বল্পভোজী পেস্ট       (D) বহুভোজী পেস্ট

 

61.  নিম্নলিখিত মানুষের অ্যান্সেসটরদের মধ্যে কোনটি প্রথম দ্বিপদ গমন দেখায় ?

(A) অস্ট্র্যালোপিথেকাস       (B) ক্রো-ম্যাগনন       (C) জাভা এপম্যান       (D) পিকিং ম্যান

 

62.  ইকোসিস্টেমে ট্রফিক লেভেল যা দিয়ে তৈরি হয় তা হল :

(A) কেবলমাত্র ব্যাকটেরিয়া    (B) কেবলমাত্র উদ্ভিদ    (C) কেবলমাত্র তৃণভোজী প্রাণী    (D) খাদ্য-শৃঙ্খলের সাথে সম্পর্কিত সজীব বস্তু সমূহ

 

63.  মৌমাছির ড্রোন -এর জীবন কাল :

(A) 3 – 4 মাস       (B) 1 – 2 মাস       (C) 6 – 7 মাস        (D) 10 – 12 মাস

 

64.  একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম হল :

(A) IAA      (B) জিব্রালিন (Gibberellin)       (C) ইথিলিন       (D) অ্যাবসিসিক অ্যাসিড

 

65.  কোশ চক্রের G0 দশায় কোশ গুলি :

(A) কোশ চক্র থেকে নিস্ক্রান্ত হয়      (B) কোশচক্রে প্রবেশ করে       (C) নিস্ক্রিয় থাকে     (D) কোশচক্রকে সমাপ্ত করে

 

66.  নিম্নলিখিত সঠিক ননপ্রোটিন অ্যামাইনো অ্যাসিড হল :

(A) হাইড্রোক্সিপ্রোলিন       (B) হাইড্রোক্সিলাইসিন       (C) সিস্টাইন    (D) γ অ্যামাইনো বুটরাইক (butyric) অ্যাসিড

 

67.  বীজহীন কলা একটি :

(A) অপুংযোনি ফল     (B) যৌগ ফল       (C) ড্রপ ফল       (D) প্রকৃত ফল

 

68.  প্রোটিন ভাঙ্গনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হওয়ার মূল স্থানটি হল :

(A) বৃক্ক      (B) প্লিহা      (C) যকৃৎ       (D) অস্থিমজ্জা

 

69.  কোলাজেন হয় একটি :

(A) ফসফোপ্রোটিন        (B) গ্লোবিউলিন      (C) লব্ধ প্রোটিন       (D) স্ক্লেরোপ্রোটিন

 

70.  গ্লাইকোজেনের 'পুনরাবৃত্তীয় একক' (Repeating Unit) হল :

(A) ফ্রুকটোজ      (B) ম্যানোজ      (C) গ্লুকোজ      (D) গ্যালাকটোজ

 

71.  গ্রাহামের সূত্র নিম্নোক্ত কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?

(A) ব্যাপন      (B) দেহ তরল অভিস্রবণ নিয়ন্ত্রণ (Osmoregulation)       (C) অভিস্রবণ       (D) অধিশোষণ

 

72.  নিম্নলিখিত রাসায়নিক পদার্থগুলির মধ্যে কোনটি উদ্দীপনা বাহক রাসায়নিক পদার্থ নয় ?

(A) অ্যাসিটাইল কোলিন      (B) গ্লুটামিক অ্যাসিড       (C) এপিনেফ্রিন      (D) টাইরোসিন

 

73.  উত্তেজনা-সংকোচন সংযোজন (excitation-contraction coupling) কালে নিম্নের ঘটনাগুলির একটি ব্যতীত সবকটিই প্রাসঙ্গিক । কোনটি ?

(A) এন্ড প্লেট বিভব উত্পাদন     (B) ট্রোপোনিন থেকে ক্যালশিয়াম নিঃসরণ    (C) এপিনেফ্রিন    (D) টাইরোসিন

 

74.  AIDS রোগের ক্ষেত্রে HIV নিম্নের কোন কোশটি ধ্বংস করে ?

(A) অ্যান্টিবডি      (B) সাহায্যকারী T কোশ (TH)     (C) অস্থিমজ্জা কোশবর্গ     (D) ধ্বংসকারী T কোশ (Tcyt)

 

75.  সাধারণভাবে কৃত্রিম পেসমেকার -এ নিম্নের উল্লিখিত যে-কোনো এক ধরনের ব্যাটারি থাকে :

(A) নিকেল নির্মিত        (B) শুষ্ক ক্যাডমিয়াম নির্মিত       (C) আলোক-সুবেদী পদার্থ নির্মিত     (D) লিথিয়াম নির্মিত

 

76.  নিম্নলিখিত কারণগুলি একটি ব্যতীত প্রতি ক্ষেত্রে গলগন্ড রোগের উদ্ভব ঘটে, সেটি কোনটি ?

(A) আয়োডিনের অভাব        (B) পিটুইটারির টিউমারের জন্য (কর্কট রোগাক্রান্ত)

(C) গ্রেভস রোগের কারণে     (D) বহিস্থ থাইরোক্সিন ওষুধের অতিরিক্ত আহরণে

 

77.  পার্নিসিয়াস অ্যানিমিয়া নিম্নলিখিত পদার্থগুলি কোনটির অভাবে সংঘটিত হয় ?

(A) ভিটামিন B1      (B) ভিটামিন A       (C) ভিটামিন B12      (D) লৌহ

 

78.  নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির ফসফেট বন্ধনীর জল বিশ্লেষণে (Hydrolysis) প্রতি অণুতে 4 Keal -এর কম পরিমাণ শক্তি নির্গত হয় ?

(A) ক্রিয়াটিন ফসফেট     (B) ADP (অ্যাডিনোসিন ডাইফসফেট)      (C) গ্লুকোজ-6-ফসফেট     (D) ATP (অ্যাডিনোসিন ট্রাই ফসফেট)

 

79.  ADH রিসেপটারের (গ্রাহকের) জিন ঘটিত অভাবের জন্য হয় :

(A) ডায়াবেটিস মেলিটাস      (B) গ্লাইকোসুরিয়া      (C) ডায়াবেটিস ইনসিপিডাস       (D) নেফ্রোজেনিক ডায়াবেটিস

 

80.  A-T,  G-C সন্নিকর্ষণে (pairing) DNA base -গুলি একান্তর যোজ্যতা যে পদ্ধতিতে হয় তাকে বলে :

(A) Tautomerisational mutation      (B) Analogue substitution

(C) Point mutation      (D) Frameshift mutation

***

 

Comments

Related Items

WBJEE Mathematics Question Paper 2009 (Beng)

WB-JEE - 2009-Mathematics

1.  যদি A (2, 4) বিন্দুটির x অক্ষের উপর প্রতিফলিত C এবং B বিন্দুর y অক্ষের উপর প্রতিফলিত বিন্দু C হয়, তবে |AB| -এর মান হবে :

(A) 20       (B) 2√5      (C) 4√5      (D) 4

Ans : (C)

 

WBJEE Mathematics Question Paper 2009 (Eng)

WB-JEE - 2009-Mathematics

1.   If C is the reflecton of A (2, 4) in x-axis and B is the reflection of C in y-axis, then |AB| is

(A) 20       (B) 2√5      (C) 4√5      (D) 4

Ans : (C)

 

WBJEE 2009 Physics and Chemistry Question Paper (Eng)

1. One Kg of copper is drawn into a wire of 1mm diameter and a wire of 2 mm diameter. The resistance of the twowires will be in the ratio (A) 2 : 1 (B) 1 : 2 (C) 16 : 1 (D) 4 : 1, 2. An electrical cable having a resistance of 0.2 Ω delivers 10kw at 200V D.C. to a factory. What is the efficiency of transmission ?..

WBJEE Biology Question Paper 2009(Eng)

WBJEE - 2009 - Biology

1.  The length of DNA having 23 base pair is

(A) 78 Å         (B) 78.4 Å       (C) 74.8 Å        (D) 78.2 Å

 

2.   Which Ig is produced in primary immune response ?