JEXPO 2012 Mathematics question paper

Submitted by administrator on Tue, 05/06/2014 - 09:37

West Bengal Polytechnic Entrance Examination

JEXPO 2012

Mathematics

 

1.  একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -

(A) 3πc13       (B) 7πc12        (C) 5πc11      (D) 6πc17

 

2.  যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -

(A) πc3       (B) πc4       (C) πc6        (D) πc2

 

3.  যদি x=2sinθ1+cosθ+sinθ হয়, তবে 1cosθ+sinθ1+sinθ হবে

(A) 1x       (B) 1x2       (C) x (D) x²

 

4.  যদি tan(π2α2)=3 হয়, তবে sec α + tan α -এর মান হবে -

(A) 2 - √3       (B) 2 + √3       (C) √3 + √2       (D) √3 - √2

 

5.  sin2π16+sin23π16+sin25π16+sin27π16+sin2π2 -এর সরলতম মান হবে -

(A) 1       (B) 2       (C) 3        (D) 4

 

6.  O কেন্দ্রীয় বৃত্তের ¯AP এবং ¯BP দুটি স্পর্শক । যদি ∠ ACB = 50° হয়,  তবে ∠ APB হবে

(A) 130°       (B) 110°       (C) 100°       (D) 80°

 

7.  যে কোন একটি ত্রিভুজ ABC -এর ¯AB, ¯BC এবং ¯CA বাহুগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে D, E ও F, তবে Δ DEF : Δ ABC হবে

(A) 1 : 2        (B) 1 : 3       (C) 2 : 3       (D) 1 : 4

 

8.  যদি একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় (concentric) বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিতে C ও D বিন্দুতে ছেদ করে, তবে

(A) AC = BD       (B) AB = CD       (C) AD = BC      (D) AC > BD

 

9.  Δ ABC -এর পরিকেন্দ্র O, দেওয়া আছে যে ∠ BAC = 85° এবং ∠ BCA = 55°  তবে ∠ OAC -এর মান হবে

(A) 40°      (B) 45°      (C) 50°       (D) 55°

 

10.  একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি । ত্রিভুজটির অন্তঃব্যাসার্ধ হবে

(A)  2 cm       (B) 32 cm        (C) 1 cm       (D) 12 cm

 

11.  Δ ABC এর লম্ববিন্দু O এবং ∠ BOC = 120° হলে ∠ BAC -এর মান হবে 

(A) 80°      (B) 60°      (C) 90°      (D) 75°

 

12.  4.2 একক ধারবিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যায় সেটির আয়তন হবে

(A) 19.808 ঘন একক        (B) 19.202 ঘন একক        (C) 19.404 ঘন একক       (D) 19.303 ঘন একক

 

13.  একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত 5 : 3 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 45° । প্রথম কোণটির বৃত্তীয় মান হবে

(A) 5π12        (B) 5π6       (C) π6        (D) π3

 

14.   30√3 মিটার উঁচু একটি ছাদের কোন বিন্দু থেকে একটি বাতিস্তম্ভের শীর্ষ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30° ও 60° হলে, বাতিস্তম্ভটির উচ্চতা হবে

(A) 20√3 মিটার        (B) 10√3 মিটার       (C) 15√3 মিটার       (D) 25√3 মিটার

 

15.  3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধবিশিষ্ট তিনটি সোনার গোলককে গলিয়ে একটি বড় সোনার গোলক তৈরী করা হল । বড় গোলকটির ব্যাসার্ধ হবে

(A) 9 সেমি       (B) 8 সেমি       (C) 7 সেমি      (D) 6 সেমি

 

16.   একটি ত্রিভুজের দুটি কোণ 65°এবং π12 হলে, ত্রিভুজের তৃতীয় কোণের বৃত্তীয় মান হবে -

(A) 2π3       (B) 5π9       (C) π3       (D) 5π7

 

17.  একটি বৃত্তের ক্ষেত্রফল ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান । তাদের পরিসীমার অনুপাত হবে-

(A) 32:27       (B) 22:27        (C) 33:57       (D) 66:7

 

18.  cos (- 200°).sin 160° + sin (- 340°). cos 380° -এর মান হবে

(A) 1      (B) 2      (C) 12       (D) 0

 

19.  যদি un=1n1n+2 হয়, তাহলে u1+u2+u3+u4 -এর মান হবে

(A) 1517       (B) 1617       (C) 1315       (D) 1715

 

20.   6, 0, 5, 3, 2 এই অংক পাঁচটি দ্বারা যে সমস্ত পাঁচ অংকের সার্থক সংখ্যা গঠন করা যায় তাদের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তরফল হবে-

(A) 44694       (B) 44964       (C) 44494       (D) 49644

 

21.  যদি p = 301 হয়, তাহলে p(p² - 3p + 3) -এর মান হবে -

(A) 20700001       (B) 72000001       (C) 27000010       (D) 27000001

 

22.   যদি x = r cos θ cos φ, y = r cos θ sin φ এবং z = r sin θ হয়, তাহলে x² + y² + z² -এর মান হবে -

(A) r        (B) - r²       (C) r²        (D) 1

 

23.  A একা B ও C দুজনের সমান কাজ করতে পারে । একটি কাজ A ও B একত্রে 7 ঘন্টা 20 মিনিটে এবং C 44 ঘন্টায় কাজটি করতে পারে । B একা কাজটি করবে -

(A) 1734 ঘন্টা       (B) 1735 ঘন্টা        (C) 1537 ঘন্টা       (D) 1335 ঘন্টা

 

24.  যদি 1x3+1x9+1x4+1x8 হয় , তাহলে x -এর মান হবে -

(A) 5       (B) 0      (C) 6       (D) 8

 

25.  যদি x=p+2+p2p+2p2 হয়, তাহলে p -এর মান হবে -

(A) x       (B) x1x       (C) x+1x       (D) 1x

 

26.  দুই অংক বিশিষ্ট কোনো সংখ্যার এককের ঘরের অংকটি দশকের ঘরের অংকটির চেয়ে 3 কম । অংক দুটি স্থান বিনিময় করলে উত্পন্ন সংখ্যা ও মূল সংখ্যার অনুপাত হয় 4 : 7 , তাহলে মূল সংখ্যাটি হবে -

(A) 96      (B) 52       (C) 63       (D) 36

 

27.  K -এর যে সকল মানের জন্য (x + 1) (x + 3) (x + 5) (x + 7) + K² রাশিটি পূর্ণবর্গ হবে সেগুলি হল -

(A) 6, - 6       (B) 4, - 4       (C) 4, - 2       (D) 6, - 4

 

28.  পরস্পর তিনটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 194 হলে, সংখ্যাগুলি হবে -

(A) 5, 6, 7      (B) 7, 8, 9       (C) 4, 5, 6      (D) 6, 7, 8

 

29.  1.1, (1.1)², 0.1, (0.1)² সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি হবে-

(A) (0.1)²       (B) (1.1)²      (C) 0.1     (D) 1.1

 

30.  একদল সৈন্যের সম্মুখের সারির সৈন্যসংখ্যা 4 গভীরতা বিশিষ্ট ফাঁপা বর্গাকারে সাজালে যত হয়, নিরেট বর্গাকারে সাজালে তা অপেক্ষা 16 জন কম হয় । দলের সৈন্যসংখ্যা হবে-

(A) 256       (B) 546       (C) 576       (D) 426

 

31.  কোন সামান্তরিকের পরিবৃত্ত একটি-

(A) বর্গক্ষেত্র       (B) ট্রাপিজিয়াম       (C) আয়তক্ষেত্র       (D) কোনটিই নয়

 

32.  x16 - y16 -এর একটি উত্পাদক হবে-

(A) x2 + y2     (B) x3 + y3       (C) x6 + y6      (D) x6 - y6

 

33.  (58)a = (5.8)b = 10c  হয়, তবে নীচের কোন সম্পর্কটি সঠিক

(A) 1a1b=2c     (B) 1a=1b+1c     (C) 1a+1b=1c     (D) 1a+1c=1b

 

34.  যদি x sin³α+y cos³α = sin α cos α এবং x sin α - y cos α = 0 হয়, তবে x² + y² -এর মান হল-

(A) 1      (B) 0       (C) - 1       (D) কোনটিই নয়

 

35.  4 tan²θ + 9 cot²θ -এর সর্বনিম্ন মান হবে

(A) 0       (B) 6       (C) 12      (D) 4

 

36.  9cosec2θ+4cos2θ+51+tan2θ -এর সাংখ্য মান হবে

(A) 3       (B) 4       (C) 9       (D) 14

 

37.  যদি x = a(cos θ + sin θ), y = b(sin θ - cos θ) হয় , তবে x2a2+y2b2 -এর মান হবে

(A) - 2      (B) 1        (C) 1      (D) 2

 

38.  যদি 2 cos²θ + 3 sinθ = 3, (0° ∠ θ  ∠ 90°) হয়,  তবে θ-এর মান হবে-

(A) 30°       (B) 60°       (C) 45°      (D) 75°

 

39.  যদি cosαcosβ=a এবং sinαsinβ=b হয়, sin2β -এর মান হবে-

(A) a2+1a2+b2      (B) a2b2      (C) a21a2+b2     (D) a21a2b2

 

40.  ABCD সামান্তরিকের ∠ A = 105° হলে ∠ C -এর বৃত্তীয় মান হবে-

(A) 3πc5      (B) 6πc5      (C) 7πc12     (D) 9πc10

 

41.  একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 120° হলে, বহুভুজটির বাহু সংখ্যা হবে

(A) 8      (B) 6      (C) 5       (D) কোনটিই নয়

 

42.  ABCD বৃত্তস্থ চতুর্ভুজ । বর্ধিত AB ও DC পরস্পরকে P বিন্দুতে ছেদ করে, তবে

(A) PA.PB = PC.PD      (B) PA.PC = PB.PD       (C) PA.PC < PB.PD       (D) PA.PB > PC.PD

 

43.  দুটি এককেন্দ্রীয় (concentric) বৃত্তের বৃহত্তরটির AB ও AC জ্যা দুটি অপর বৃত্তটিকে P ও Q বিন্দুতে স্পর্শ করে, তবে

(A) BC = 13 PQ       (B) PQ = 12 BC      (C) PQ = 12 BC       (D) PQ = BC

 

44.  Δ ABC -এর অন্তঃকেন্দ্র O, ∠ ABC = 70° এবং ∠ ACB = 60° হলে ∠ BOC -এর মান হবে-

(A) 120°       (B) 130°      (C) 140°      (D) 115°

 

45. একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে, ঐ চোঙটির ব্যাসার্ধ হবে

(A) 1 একক        (B) 2 একক        (C) 3 একক        (D) 4 একক

 

46.  r2 একক ব্যাসার্ধবিশিষ্ট একটি গোলকের আয়তন হবে

(A) 16πr3 ঘন একক        (B) 43πr3 ঘন একক        (C) 23αr3 ঘন একক       (D) 13πr3 ঘন একক

 

47.  একটি পিরামিডের ভূমি 24 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং উচ্চতা 16 সেমি হলে, উহার সমগ্র তলের ক্ষেত্রফল হবে

(A) 1530 বর্গসেমি        (B) 1532 বর্গসেমি        (C) 1536 বর্গসেমি        (D) 1534 বর্গসেমি

 

48.  4 সেমি বাহুবিশিষ্ট বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের আয়তন 1024 ঘনসেমি হলে এর উচ্চতা হবে

(A) 64 সেমি        (B) 192 সেমি        (C) 16 সেমি        (D) 48 সেমি

 

49.  cosec2201cot270 -এর মান হবে-

(A) 1        (B) - 1        (C) 2        (D) 0

 

50.  3x + 4 < 15 হলে, এর সমাধান হবে

(A) x>323      (B) x323     (C) x<323      (D) x323

 

51.  If (a + b + c)³ = a³ + b³ + c³ + K(a + b) (b + c) (c + a) হলে, K -এর মান হবে-

(A) 0     (B) 1     (C) 2      (D) 3

 

52.  If a + b + c = 1, a² + b² + c² = 1 এবং a³ + b³ + c³ = 1 হলে a4 + b4 + c4 -এর মান হবে-

(A) 0      (B) 2       (C) 1       (D) 3

 

53.  এক ব্যবসায়ী ক্রয়মূল্যের থেকে 20% বেশী মুদ্রিত মূল্য রেখে 10% ছাড় দিলেন । তাঁর প্রকৃত লাভ হল

(A) 5%       (B) 6%        (C) 8%        (D) 10%

 

54.  দুটি সংখ্যার যোগফল 216 এবং তাদের গ.সা.গু. 27;  সংখ্যা দুটি হল

(A) 108, 108       (B) 54, 162       (C) 27, 189       (D) 81, 27

 

55.   8x² + 2x - 3 -এর একটি উত্পাদক হবে

(A) 3x + 4      (B) 2x - 1       (C) x - 1      (D) কোনটিই নয়

 

56.  110,  0.01,  0.001 এবং 0.0001 -এর গ.সা.গু. হল

(A) 110        (B) 0.01        (C) 1       (D) কোনটিই নয়

 

57. ঊর্ধ্বক্রমে সাজাও 59,1118,1324,1736

(A) 1736<1324<59<1118       (B) 1324<1736<59<1118      (C) 59<1736<1324<1118       (D) কোনটিই নয়

 

58.  যদি - 3 ≤ x ≤ 3 এবং x একটি পূর্ণসংখ্যা হয়, তবে x + 2 < 1 -এর সমাধান হল

(A) - 3, - 2        (B) - 2, - 1       (C) - 1, 0       (D) - 2, 0

 

59.  2 টাকায় 5টি লেবু কেনার পরে প্রতিটি লেবুর বিক্রয়মূল্য কত হলে লাভ 25% হবে ?

(A) 50 পয়সা       (B) 60 পয়সা        (C) 40 পয়সা        (D) 70 পয়সা

 

60.  a এবং 18 -এর ল.সা.গু. 36 এবং গ.সা.গু. 2 হলে a =

(A) 1      (B) 2      (C) 3      (D) 4

 

61.  23×34×54×75 -এ শূন্যর সংখ্যা হবে

(A) 2      (B) 3       (C) 4      (D) 5

 

62.  একজন ব্যবসায়ী ক্রেতাকে পরপর a% এবং b% ছাড় দেয় । কোন ক্রেতা মোটের ওপর ছাড় পায়

(A) (a + b)%      (B) (a+b100)%      (C) (a+bab100)      (D) (a+b2)%

 

63.  270 কে A, B এবং C -এর মধ্যে 23:34:56 অনুপাতে ভাগ করে দিলে, A পাবে

(A) 70      (B) 80       (C) 90      (D) 100

 

64.  যদি xy(x+y) এবং yx(xy) হয়,  তবে x2y2

(A) x -এর সমানুপাতী       (B) y -এর সমানুপাতী       (C) xy -এর সমানুপাতী       (D) ধ্রুবক

 

65.  Kx² + 4x + 1 = 0 সমীকরণটির বীজগুলি বাস্তব এবং অসমান হলে

(A) K < 4        (B) K > 4       (C) K ≤ 4       (D) K ≥ 4

 

66.  n1 সংখ্যক সংখ্যার গড় M1 এবং (n1 + n2) সংখ্যক সংখ্যার গড় M,  তবে n2 সংখ্যক সংখ্যার গড় হবে

(A) n1(MM1)n2       (B) n1(M+M1)n2      (C) M+n1(MM1)n2       (D) কোনটিই নয়

 

67.  4টি দ্রব্যের ক্রয়মূল্যে ঐরূপ 3টি দ্রব্য বিক্রয় করলে লাভ হয়

(A) 25%       (B) 3313%       (C) 3712%      (D) 40%

 

68.  (x² - xy), (x²y - xy²) এবং (x³ -xy²) -এর ল.সা.গু. যথাক্রমে A এবং B হলে, যদি A = KB হয়, তবে K =

(A) x (x + y)       (B) x (x - y)       (C) y (x + y)      (D) y (x - y)

 

69.   x4 + px² + q -এর একটি উত্পাদক x² + 2x + 5 হলে, p এবং q -এর মান যথাক্রমে

(A) - 2, 5      (B) 5, 25      (C) 10, 20      (D) 6, 25

 

70.  যদি x=a+2b+a2ba+2ba2b হয়, তবে bx² - ax + b =

(A) 0      (B) 2b      (C) a      (D) 2ab

 

71.  যদি a=32 হয়, তবে 1+a+1a =

(A) 3a       (B) 0       (C) a      (D) 2a

 

72.  কোন গ্রামে জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায় । ঐ গ্রামের বর্তমান জনসংখ্যা 1000 হলে, 2 বছর পরে জনসংখ্যা হবে

(A) 1201        (B) 1100        (C) 1200        (D) 1210

 

73.  যদি x+1x=2 হয়,  তবে x6+1x6 -এর মান

(A) 8       (B) 6        (C) 4       (D) 2

 

74.  x³ - 3x² + 3x - 7 = (x + 1) (ax² + bx + c) হলে a + b + c =

(A) 3       (B) 4        (C) 12       (D) - 3

 

75.  যদি h, s এবং v একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর যথাক্রমে উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনকে প্রকাশ করে, তবে 3πvh³ - s²h² + 9v² -এর মান-

(A) 16π       (B) 0        (C) 4π        (D) 32π²

 

76.  r ব্যাসার্ধবিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে বৃহত্তম যে ত্রিভুজটি অঙ্কন করা যায় তার ক্ষেত্রফল হল

(A) r²      (B) 2r²       (C) √2r²       (D) 12r2

 

77.  দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে C বিন্দুতে স্পর্শ করে এবং AB এদের সাধারণ স্পর্শক । তবে ∠ ACB =

(A) 60°       (B) 45°      (C) 30°       (D) 90°

 

78.  দুটি গোলকের আয়তনের অনুপাত 64 : 27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত

(A) 1 : 2       (B) 16 : 9        (C) 9 : 16         (D) 2 : 3

 

79.  যদি 3x - 5≤x - 2 হয়, তবে 10x -এর সর্বোচ্চ মান হবে

(A) 10      (B) 12      (C) 15      (D) কোনটিই নয়

 

80.   A ও B যৌথভাবে বছরের প্রথমে যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ।   5 মাস পরে A আরও 4,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন । বছরের শেষে তাঁদের 27,716 টাকা লাভ হল, তাঁদের ব্যক্তিগত লাভের অনুপাত হল

(A) 79 : 90      (B) 69 : 80     (C) 59 : 70      (D) 89 : 60

 

81.  A ও B একসাথে 12 দিনে একটি কাজ সম্পন্ন করে, B ও C কাজটি 15 দিনে করে, C ও A একসাথে কাজটি 20 দিনে করে । A, B, C একত্রে কাজটি শেষ করবে

(A) 12 দিনে      (B) 15 দিনে      (C) 10 দিনে        (D) 9 দিনে

 

82.  একজন চা ব্যবসায়ী 120 টাকা/কেজি দরে আসাম চা -এর সাথে 210 টাকা/কেজি দরে দার্জিলিং চা মিশ্রণ করে 161 টাকা/কেজি দরে বিক্রি করলে তার 15% লাভ হয় । মিশ্রণে দু'রকম চায়ের অনুপাত হল

(A) 2 : 5      (B) 5 : 2       (C) 7 : 2       (D) 2 : 7

 

83.   দুটি সংখ্যার প্রথমটিকে 15% বৃদ্ধি এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয় । সংখ্যা দুটির অনুপাত হল

(A) 18 : 23       (B) 25 : 37       (C) 10 : 9       (D) 3 : 5

 

84.  দুই অঙ্কবিশিষ্ট সর্বনিম্ন এবং সর্বোচ্চ মৌলিক সংখ্যার পার্থক্য হল

(A) 89       (B) 86       (C) 87        (D) 90

 

85.  33 - 4√35 -এর ধনাত্মক বর্গমূল হল

(A) √28 - √5        (B) √18 - √15       (C) √13 - √20       (D) √5 - √7

 

86.  কোন গ্রামে বর্তমান জনসংখ্যা 8000 এবং এর বার্ষিক বৃদ্ধির হার 10% । 234 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে

(A) 7406        (B) 8406       (C) 9406        (D) 5406

 

87.  1y1x1xy হলে

(A) x1y       (B) x2y       (C) xy         (D) y2x

 

88.  A, B -এর 13 অংশ এবং B, C -এর 12 অংশ হলে A : B : C হবে

(A) 1 : 3 : 6          (B) 2 : 3 : 6          (C) 3 : 1 : 2       (D) 3 : 2 : 6

 

89.   3x2+2y2=5xy(xy) হলে x : y হবে

(A) 2 : 3       (B) 2 : 5        (C) 5 : 3        (D) 3 : 2

 

90.   x+1x=3 হলে x30+x24+x18+x12+x6+1 -এর মান হবে-

(A) 6      (B) 1       (C) 0       (D) 3

 

91.  পরপর তিন বছরের চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6% ; 1,00,000 টাকা 3 বছর পর হবে

(A) 1,15,752 টাকা       (B) 1,15,520 টাকা        (C) 1,20,000 টাকা         (D) 1,10,000 টাকা

 

92.  চক্রবৃদ্ধি হারে 5,000 টাকা 2 বছরে 6,050 টাকা হয়, সুদের হার হবে

(A) 12%        (B) 10%         (C) 8%        (D) কোনটিই নয়

 

93.  কিছু টাকা 10 বছরের সুদে-আসলে দ্বিগুণ হয় । তা তিনগুণ হবে

(A) 12 বছরে        (B) 15 বছরে      (C) 20 বছরে      (D) 25 বছরে

 

94.  তিনটি সংখ্যার গ.সা.গু. 6 এবং ল.সা.গু. 420 ; দুটি সংখ্যা 12 এবং 30 হলে তৃতীয় সংখ্যাটি

(A) 21       (B) 18       (C) 42        (D) 70

 

95.  ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত 5 : 4 হলে ক্ষতির হার

(A) 15%       (B) 20%      (C) 25%        (D) 1119%

 

96.  a+1b=1 এবং b+1c=1 হলে abc -এর মান হবে

(A) 1      (B) - 1      (C) 2       (D) - 2

 

97.  1(x1)(x2)+1(x2)(x3)+1(x3)(x4)=16, যেখানে x > 0, তাহলে x -এর মান হবে

(A) 5       (B) 8        (C) 0      (D) 7

 

98.  x² + bx + c একটি পূর্ণবর্গ সংখ্যা হলে

(A) b² + 4c = 0       (B) c² - 4b = 0       (C) b² - c = 0        (D) c² = b

 

99.  1x1+1y2=3 এবং 2x1+3y2=5 হলে y -এর মান হবে -

(A) 34         (B) 54       (C) 32      (D) 1

 

100.  If xa+yb=a+b এবং xa2+yb2=2 হলে (x, y) -এর মান হবে

(A) (a, b)      (B) (a², b²)       (C) (b, a)       (D) (b², a²)

***

 

Comments

Related Items

JEXPO 2012 Chemistry question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Chemistry question paper 1. ডাইমিথাইল ইথার ও ইথাইল অ্যালকোহল কোন সমাব্য়তা দেখায় ? (A) শৃঙ্খল সমাব্য়তা (B) অবস্থানগত সমাব্য়তা (C) কার্যকরী গ্রুপ সমাব্য়তা (D) স্টিরিও সমাব্য়তা, 3. নিম্নলিখিত কোন ধাতব অক্সাইডটি আম্লিক অক্সাইডের মত আচরণ করে ? (A) CaO (B) MgO (C) Na2O (D) CrO3

JEXPO 2012 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Physics question paper 1. R ওহম রোধের একটি সুষম তারকে সমান দশটি ভাগে ভাগ করে তাদেরকে সমান্তরালে সংযোগ করা হল । তুল্য রোধের মান (a) 0.01R (b) 0.1R (c) 10R (d) R, 2. চাঁদের কোন বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কারণ ,(a) চাঁদ অনেক দূরে (b) চাঁদ কেবলমাত্র রাত্রে দেখা যায় (c) চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই (d) এগুলির কোনটিই নয়

JEXPO 2011 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 8. যদি একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় (concentric) বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিতে C ও D বিন্দুতে ছেদ করে, তবে

Polytechnic Exam - 2011 Chemistry

1. গামা রশ্মি হল উচ্চশক্তি সম্পন্ন-

(a) ইলেকট্রন       (b) প্রোটন       (c) তড়িৎচুম্বকীয় তরঙ্গ       (d) নিউট্রন

 

2.  নীচের কোন কণাটিকে তড়িৎক্ষেত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না ?

JEXPO 2011 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Physics question paper 1. একটি মাপনী চোঙে 15 মিলি জল আছে । 13 গ্রাম ভরের একটি পাথরের টুকরোকে ঐ চোঙের মধ্যে জলে সম্পূর্ণরূপে ডোবালে জলের আয়তনের পাঠ হয় 20 মিলি । পাথরের ঘনত্ব-, (a) 2.5 গ্রাম/মিলি (b) 2.6 গ্রাম/মিলি (c) 5.2 গ্রাম/মিলি (d) 1.3 গ্রাম/মিলি ...