বিবিধ ঘনবস্তুসমূহ (Various 3D Figures)

Submitted by arpita pramanik on Wed, 06/01/2011 - 22:45

বিবিধ ঘনবস্তুসমূহ  (Different types of Solid body)

সূচনা (Introduction) :-  আগে আমরা পৃথক পৃথক ভাবে সমকোণী চৌপল (আয়তঘন), ঘনক, প্রিজম, চোঙ, পিরামিড, শঙ্কু ও গোলক এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন সংক্রান্ত আলোচনা করেছি ও তার সম্পর্কিত সমস্যা গুলি সমাধান করেছি । এই অধ্যায়ে আমরা একাধিক ঘনবস্তুর পারস্পরিক সম্পর্কে বিচার করে মিলিতভাবে যে সমস্যাগুলির সম্মুখীন হব, তার সমাধান করা শিখবো । সুবিধার জন্য ওই ঘনবস্তু সম্পর্কিত সূত্রাবলির তালিকা এখানে একসাথে দেওয়া হল । সূত্রে রাশিগুলির একক বর্জিত সংখ্যমান উল্লেখ করা হয়েছে । মনে রাখতে হবে সমস্যা সমাধানের সময় আমাদের যথাযথ একক লিখতে হবে ।

(1) আয়তঘনের দৈর্ঘ্য = l, প্রস্থ = b ও উচ্চতা = h হলে, 

(i) কর্ণের দৈর্ঘ্য = [tex]\sqrt {{l^2} + {b^2} + {h^2}} [/tex]

(ii) সমগ্রতলের ক্ষেত্রফল = [tex]2\left( {lb + bh + hl} \right)[/tex]

(iii) আয়তন = [tex]l \times b \times h[/tex]

(2) ঘনকের বাহুর দৈর্ঘ্য a হলে,

(i) কর্ণের দৈর্ঘ্য = [tex]\sqrt 3 a[/tex]

(ii) সমগ্রতলের ক্ষেত্রফল = [tex]6{a^2}[/tex]

(iii) আয়তন = [tex]{a^3}[/tex] 

(3) প্রিজমের ক্ষেত্রে

(i) পার্শ্বাতলের ক্ষেত্রফল = ভূমির পরিসীমা [tex] \times [/tex] উচ্চতা

(ii) সমগ্রতলের ক্ষেত্রফল = ভূমির পরিসীমা [tex] \times [/tex] উচ্চতা + 2[tex] \times [/tex] ভূমির ক্ষেত্রফল 

(iii) আয়তন = ভূমির ক্ষেত্রফল [tex] \times [/tex] উচ্চতা 

(4) চোঙের ভূমির ব্যাসার্ধ = r এবং উচ্চতা = h হলে 

(i) বক্রতলের ক্ষেত্রফল = [tex]2\pi rh[/tex]

(ii) সমগ্রতলের ক্ষেত্রফল = [tex]2\pi r\left( {r + h} \right)[/tex]

(iii) আয়তন = ভূমির ক্ষেত্রফল [tex] \times [/tex] উচ্চতা 

(5) পিরামিডের ক্ষেত্রে

(i) পার্শ্বাতলের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] ভূমির পরিসীমা [tex] \times [/tex] তির্যক উচ্চতা 

(ii) সমগ্রতলের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] ভূমির পরিসীমা [tex] \times [/tex] তির্যক উচ্চতা + ভূমির ক্ষেত্রফল 

(iii) আয়তন = [tex]\frac{1}{3} \times [/tex] ভূমির ক্ষেত্রফল [tex] \times [/tex] উচ্চতা 

(6) শঙ্কুর ভূমির ব্যাসার্ধ = r , লম্ব উচ্চতা = h হলে 

(i) তির্যক উচ্চতা [tex]l = \sqrt {{h^2} + {r^2}} [/tex]

(ii) বক্রতলের  ক্ষেত্রফল = [tex]\pi rl[/tex]

(iii) সমগ্রতলের ক্ষেত্রফল = [tex]\pi r\left( {r + l} \right)[/tex]

(iv) আয়তন = [tex]\frac{1}{3}\pi {r^2}h[/tex]

(7) গোলকের ব্যাসার্ধ = r হলে ,

(i) বক্রতলের ( সমগ্রতলের ) ক্ষেত্রফল = [tex]4\pi {r^2}[/tex]

(ii) আয়তন = [tex]\frac{4}{3}\pi {r^3}[/tex]

***

Comments

Related Items

সামন্তরিকের প্রথম উপপাদ্য

কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে অপর জোড়া বিপরীত বাহুও সমান এবং সমান্তরাল হবে অর্থাৎ চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

সমকোণী চৌপল বা আয়তঘন

প্রাত্যহিক জীবনে আমাদের না না প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয়। এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম। এই সমস্ত ঘনবস্তু গুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে। শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে।

পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত

জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি 90 deg হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে।যেমন , 60 deg + 30 deg = 90 deg, সুতরাং 60 deg কোণের পূরক কোণ 30 deg এবং 30 deg কোণের পূরক কোণ হবে 60 deg .

ত্রিকোণমিতিক অনুপাত

ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় | ত্রিকোণমিতিক অনুপাত ও তাদের নাম | ত্রিকোণমিতিক অনুপাতের ধর্ম | কয়েকটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান | কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়

গোলক (Sphere)

আমরা প্রত্যেকেই ফুটবল, ভূগোলক, ক্রিকেট বল বা খেলার মার্বেল দেখেছি । এগুলোই আমাদের প্রাত্যহিক জীবনে দেখা গোলকের উদাহরণ । গোলক এমন একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরী ।