পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios of Complementary Angles )
পূরক কোণ ( Complementary Angles )
জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি 90∘ হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে। যেমন , 60∘+30∘=90∘ , সুতরাং 60∘ কোণের পূরক কোণ 30∘ এবং 30∘ কোণের পূরক কোণ হবে 60∘ . বিষয়টি আরো সাধারণভাবে বললে তা দাঁড়ায় একটি কোণের মান যদি θ হয় , তবে তার পূরক কোণের মান হবে 90∘−θ .

এখন আমাদের দেখতে হবে θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি জানা থাকে , তবে তার থেকে কী করে 90∘−θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা যায়।
উপরের চিত্রে ∠ABO=θ এবং ∠OAB=90∘−θ . অতএব এদের একটি কোন অপরটির পূরক। এবার দেখা যাক এই দুটি সূক্ষকোণের পরিপ্রেক্ষিতে কোনটি অতিভুজ , কোনটি লম্ব এবং কোনটি ভূমি।
θ কোণের পরিপ্রেক্ষিতে
AB হল অতিভুজ ,
OA হল লম্ব
এবং OB হল ভূমি
90∘−θ কোণের পরিপ্রেক্ষিতে
AB হল অতিভুজ ,
OB হল লম্ব
এবং OA হল ভূমি
এখন 90∘−θ কোণের ক্ষেত্রে
sin(90∘−θ)=OBABcosec(90∘−θ)=ABOBcos(90∘−θ)=OAABsec(90∘−θ)=ABOAtan(90∘−θ)=OBOAcot(90∘−θ)=OAOB
কিন্তু θ কোণের ক্ষেত্রে
sinθ=OAABcosecθ=ABOAcosθ=OBABsecθ=ABOBtanθ=OAOBcotθ=OBOC
উপরের আলোচনা থেকে দেখতে পাওয়া যায় যে
sin(90∘−θ)=cosθcos(90∘−θ)=sinθcosec(90∘−θ)=secθsec(90∘−θ)=cosecθtan(90∘−θ)=cotθcot(90∘−θ)=tanθ
- 4974 views