পুষ্টি সম্পর্কিত কয়েকটি পার্থক্য

Submitted by arpita pramanik on Mon, 05/06/2013 - 11:06

পুষ্টি সম্পর্কিত কয়েকটি পার্থক্য

(1) স্বভোজী ও পরভোজী (Autotrophic and Heterotrophic)

বৈশিষ্ট্য

স্বভোজী

পরভোজী

১৷ স্বনির্ভরতা

১৷ স্বভোজী জীবেরা পুষ্টি বিষয়ে সনিরভর।

১৷ পরভোজী জীবেরা পুষ্টির বিষয়ে আংশিক বা সম্পূর্ণভাবে পরনির্ভর।

২৷ খাদ্য উপাদান সংগ্রহ

২৷ এরা পুষ্টির জন্য পরিবেশ থেকে তরল ও গ্যাসীয় অবস্থায় সরল অজৈব উপাদান সংগ্রহ করে।

২৷ এরা পুষ্টির জন্য কঠিন ও জটিল খাদ্যও গ্রহণ করতে পারে।

৩৷ নিজদেহে খাদ্য সংশ্লেষ

৩৷ পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে।

৩৷ এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করতে পারে না, তাই এদের পুষ্টির জন্য অন্য কোনো স্বভোজী জীব কিংবা মৃত জৈব বস্তুর অপর নির্ভর করতে হয়।

৪৷ ক্লোরোফিলের উপস্থিতি এবং সালোকসংশ্লেষ

৪৷ এরা সাধারণত ক্লোরোফিলের সাহায্যে ও সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ করে।

৪৷ এদের দেহে ক্লোরোফিল না থাকায় এরা সালোকসংশ্লেষ করতে পারে না। তাই পুষ্টির জন্য সরাসরি সূর্যালোকের উপর নির্ভর করে না।

(2) মৃতজীবী, পরজীবী  ও মিথোজীবী (Saprophytes , Parasites and Symbiotic)

বৈশিষ্ট্য

মৃতজীবী

পরজীবী

মিথোজীবী

১৷ স্বনির্ভর

১৷ এরা পুষ্টির জন্য মৃত ও পচনশীল জৈব ও অজৈব পদার্থের ওপর নির্ভরশীল।

১৷ এরা পুষ্টির জন্য সজীব পোষকের ওপর নির্ভরশীল।

এই পুষ্টির জন্য সহাবস্থানকারী দুটি জীব পরস্পরের ওপর নির্ভরশীল।

২৷ খাদ্য গ্রহণ

২৷ এরা মৃত অজৈব ও জৈব পদার্থ থেকে জটিল বা অর্ধ জটিল খাদ্যরস শোষণ করে।

২৷ এরা সজীব পোষক দেহ থেকে সরল খাদ্য শোষণ করে।

২৷ এক্ষেত্রে দুটি জীব পরস্পরের মাধ্যমে সরল খাদ্য শোষণ করে।

৩৷ ক্ষতিসাধন

৩৷ মৃতজিবীরা পোষকের কোনো ক্ষতি করে না, কারণ এক্ষেত্রে পোষক মৃত।

৩৷ এরা পোষকের ক্ষতি করে এবং নিজেরা উপকৃত হয়।

৩৷ এক্ষেত্রে উভয় জীবই উপকৃত হয়, সাধারণত কেউ কার ক্ষতি করে না।

৪৷ পুষ্টি প্রক্রিয়া

৪৷ এদের পুষ্টি প্রক্রিয়াকে মৃতজীবীয় পুষ্টি বলে।

৪৷ এদের পুষ্টি প্রক্রিয়াকে পরজীবীয় পুষ্টি বলে।

৪৷ এদের পুষ্টি প্রক্রিয়াকে মিথোজীবীয় পুষ্টি বলে।

(3) উপচিতি বিপাক ও অপচিতি বিপাক (Anabolism and Catabolism)

বৈশিষ্ট্য

উপচিতি বিপাক

অপচিতি বিপাক

১৷ প্রক্রিয়া

১৷ এটি গঠনমূলক প্রক্রিয়া

১৷ এটি ধ্বংসাত্মক প্রক্রিয়া

২৷ জটিল / সরল যৌগের সৃষ্টি

২৷ এই প্রক্রিয়ায় সরল যৌগ থেকে জটিল যৌগের সংশ্লেষ ঘটে

২৷ এই প্রক্রিয়ায় জটিল যৌগ ভেঙে অপেক্ষাকৃত সরল যৌগে পরিণত হয়

৩৷ শুষ্ক ওজনের হ্রাস/ বৃদ্ধি

৩৷ এই রকম বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে

৩৷ এই রকম বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে

৪৷ উদাহরণ

৪৷ সালোকসংশ্লেষ

৪৷ শ্বসন

(4) বিপাক ও পরিপাক (Metabolism and Digestion)

বৈশিষ্ট্য

পরিপাক

বিপাক

১৷ প্রক্রিয়া

১৷ হলোজোয়িক পুষ্টির এই পর্যায়ে জটিল খাদ্যবস্তু প্রধানত উৎসেচকের সাহায্যে ভেঙে সরল, তরল শোষণ যোগ্য খাদ্য রসে পরিণত হয়।

১৷ সজীব কোষের প্রোটোপ্লাজমে গঠনমূলক বা ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি সংগঠিত হয়।

২৷ সংঘটনস্থল

২৷ এই প্রক্রিয়া কোষের ভিতরে বা বাইরে ঘটতে পারে।

২৷ এই প্রক্রিয়া কেবলমাত্র সজীব কোষের ভিতরেই ঘটে।  

৩৷ শক্তি নির্গম

৩৷ পরিপাকের সময় শক্তি নির্গত হয় না।

৩৷ বিপাকের সময় শক্তি নির্গত হতে পারে।

*****

Related Items

আরশোলার গমন

চলা ফেরা বা হাঁটার জন্য আরশোলার তিন জোরা সন্ধিল পদ বর্তমান। আরশোলার পৃষ্ঠ দেশে দ্বিতীয় ও তৃতীয় খণ্ডকে মোট দু জোরা ডানা আছে। আরশোলার দু জোরা ডানার মধ্যে প্রথম ডানা জোরা শক্ত ও পুরু। তারা উড্ডয়নে সাহায্য করে না। দ্বিতীয় ডানা জোরা স্বচ্ছ ও পাতলা ...

কেঁচোর গমন

প্রাণীর নাম – কেঁচো, গমন অঙ্গের নাম, গমনে সাহায্যকারী পেশীর নাম, গমন পদ্ধতির নাম, গমন পদ্ধতি - কেঁচোর দেহ খণ্ডতলের অঙ্গীয় তলে অবস্থিত আণুবীক্ষণিক এক আয়তন কণ্টক সদৃশ্য অঙ্গ হল সিটি । সিটির এক প্রান্ত দেহ অভ্যন্তরস্ত থলির মধ্যে থাকে। ...

অ্যামিবার গমন

প্রাণীর নাম - অ্যামিবা, গমন অঙ্গের নাম, গমন পদ্ধতির নাম, গমন পদ্ধতি - ক্ষনপদ হল অ্যামিবার কোষ পর্দা সমূহ দেহ প্রোটোপ্লাজমের অংশ বিশেষ যা নলাকারে প্রসারিত হয়। গমনের সময় ক্ষনপদ সামনের দিকে প্রসারিত হয় এবং কোনো কঠিন বস্তুর সঙ্গে ক্ষনপদটিকে দৃঢ় ভাবে আবদ্ধ করে।

উদ্ভিদ দেহে ন্যাস্টিক চলন

উদ্ভিদের স্থায়ী অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা বা ব্যাপ্তি অনুসারে হয় , তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। ন্যাস্টিক চলনের প্রকারভেদ , ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, নিকটিন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি। ...

উদ্ভিদ দেহে ট্রপিক চলন

উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসরন করে হয় তখন তাকে ট্রপিক চলন বা দিকনির্ণীত চলন বা ট্রপিজম বলে। ট্রপিক চলনের প্রকারভেদ, ফটোট্রপিক চলন, ফটোট্রপিক চলনের পরীক্ষা, জিওট্রপিক চলন, জিওট্রপিক চলনের পরীক্ষা, হাইড্রোট্রপিক চলন ...