উদ্ভিদের চলন (Movement of Plants)
বেশির ভাগ উদ্ভিদের কোনো নির্দিষ্ট গমন অঙ্গ থাকে না, তারা মূলের সাহায্যে মাটিতে আবদ্ধ থাকে । কোনো কোনো দুর্বল কাণ্ড বিশিষ্ট ও লতানে উদ্ভিদের আকর্ষ থাকে । প্রকৃত পক্ষে আকর্ষ হল পাতা ও শাখার রূপান্তর, এর সাহায্যে সব উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে আহরণ করে । তবে কয়েকটি নিম্ন শ্রেণীর শৈবাল জাতীয় উদ্ভিদ, যেমন ক্লামাইডোমোনাস, ভল্ভক্স ইত্যাদির ফ্লাজেলা থাকায় তারা গমনে সক্ষম ।
প্রকারভেদ
উদ্ভিদের প্রধানত তিন ধরনের চলন দেখা যায় যথা
(ক) ট্যাকটিক চলন,
(খ) ট্রপিক চলন,
(গ) ন্যাস্টিক চলন
*****
- 17230 views