উদ্ভিদ সংবহনের কয়েকটি পার্থক্য সমূহ
1. জাইলেম ও ফ্লোয়েম
জাইলেম |
ফ্লোয়েম |
১৷ এর প্রধান উপাদান ট্রাকীয়া ও ট্রাকীড এরা মৃত। |
১৷ এর প্রধান উপাদান সীভনল সীভকোষ এরা সজীব। |
২৷ এটি প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহণ সম্পন্ন করে। |
২৷ এটি প্রধানত নিম্নমুখী পরিবহণ সম্পন্ন করে। |
৩৷ এর মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবাহিত হয়। |
৩৷ ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য পরিবাহিত হয়। |
৪৷ এর উপাদান গুলি হল ট্রাকীয়া , ট্রাকীড , জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। |
৪৷ এর উপাদান গুলি হল সীভনল , সঙ্গীকোষ , ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। |
2. ব্যাপন ও অভিস্রাবন
ব্যাপন |
অভিস্রাবন |
১৷ এই প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই। |
১৷ এই প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন। |
২৷ এই প্রক্রিয়ায় পদার্থের অনু গুল বেশি ঘনত্ব যুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়। |
২৷ এই প্রক্রিয়ায় দ্রাবকের অনু গুল কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে যায়। |
৩৷ ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণেও ঘটতে পারে। |
৩৷ অভিস্রাবন সমপ্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে। |
৪৷ কোনো দ্রবনের মধ্যে অপর কোনো দ্রবণ মিশ্রিত করলে দ্রাব ও দ্রাবকের মধ্যে ব্যাপন ক্রিয়া একই সঙ্গে পৃথক ভাবে ঘটতে পারে। |
৪৷ অর্ধভেদ্য পর্দা পৃথক রাখা দ্রবনের শুধু দ্রাবকের মধ্যেই অভিস্রাবন ঘটে। |
3. পরিবহণ ও সংবহন
পরিবহণ |
সংবহন |
১৷ পরিবহণ প্রধানত উদ্ভিদ দেহে জল ও খাদ্য রস চলাচলকে বঝায়। |
১৷ সংবহন প্রাণীদেহে রক্ত ও লসিকা সঞ্চালনকে বঝায়। |
২৷ পরিবহণের মাধ্যম হল জল। |
২৷সংবহনের মাধ্যম হল রক্ত ও লসিকা। |
৩৷ পরিবহণের পথ হল জাইলেম ও ফ্লোয়েম কলা। |
৩৷ সংবহনের পথ হল রক্ত বাহ অর্থাৎ শিরা, ধমনী, ও জালক। |
৪৷ উদ্ভিদের পরিবহণ প্রধানত দুই ভাগে বিভক্ত, যথা ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পরিবহণ। |
৪৷ প্রাণীদের সংবহনে দুই ভাগে বিভক্ত, যথা রক্ত সংবহন ও লসিকা সংবহন। |
4. ঊর্ধ্বমুখী সংবহন ও নিম্নমুখী সংবহন
ঊর্ধ্বমুখী সংবহন |
নিম্নমুখী সংবহন |
১৷ এই রকম সংবহন মূলত জাইলেম কলার জাইলেম বাহিকার মাধ্যমে ঘটে। |
১৷ এই রকম সংবহন মূলত ফ্লোয়েম কলার সীভ নলের মাধ্যমে ঘটে। |
২৷ এই রকম সংবহনে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ মাটি থেকে পাতায় পৌঁছায়। |
২৷ এই রকম সংবহনে পাতায় তৈরি তরল খাদ্য রস পাতা থেকে দেহের বিভিন্ন অংশে যায়। |
৩৷ বিভিন্ন রকম চাপ ( শোষণ চাপ, বায়বীয় চাপ, মূলজ চাপ প্রভৃতি ) এই রকম সংবহনকে নিয়ন্ত্রন করে। |
৩৷ এই রকম সংবহনকে কোনোরকম চাপ নিয়ন্ত্রণ করে না। |
৪৷ এই রকম সংবহন বাষ্পমোচনের সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত। |
৪৷ এই রকম সংবহন বাষ্পমোচনের সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত নয়। |
*****
- 6161 views