উদ্ভিদ দেহে ট্যাকটিক চলন (Tactic movement in plants) :
বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন কে আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন বলে ।
ট্যাকটিক চলনের প্রকারভেদ (Types of Tactic Movement)
১৷ ফটোট্যাকটিক (Phototactic)
উদ্ভিদের সমস্ত দেহ যখন আলো উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, তখন তাকে ফটোট্যাকটিক বা আলোক-অভিমুখ্য চলন বলে। কয়েক প্রকার শৈবালের এই রকম চলন দেখা যায় ।
২৷ থার্মট্যাকটিক (Thermotactic)
উদ্ভিদের সমস্ত দেহ যখন উষ্ণতা উদ্দীপকের প্রভাবে স্থানান্তরিত হয়, তখন থার্মট্যাকটিক বা উষ্ণতা অভিমুখ্য চলন বলে। পাতাশেওলা নামে উদ্ভিদের পাতার কোষের প্রবাহ গতি এই রকম চলন ।
৩৷ কেমোট্যাকটিক (Chemotactic)
উদ্ভিদের সমগ্র দেহ বা কোনো অংশ যখন কোনো রাসায়নিক পদার্থের আকর্ষণে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন তাকে কেমোট্যাকটিক চলন বলে। যেমন ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে মসের শুক্রানুর চলন এই ধরনের ।
৪৷ হাইড্রোট্যাকটিক ( Hydrotactic )
জলের প্রভাবে যে ট্যাকটিক চলন হয়, তাকে হাইড্রোট্যাকটিক বলে। যেমন শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকের চলন ।
*****
- 13656 views