ছোটো প্রশ্ন ও উত্তর - ইসলাম ও ভারতবর্ষ (Short questions and answers) :
১) প্রশ্ন:- ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:- আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতান মহম্মদ ঘুরি ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।
২) প্রশ্ন:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা কে ছিলেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান ।
৩) প্রশ্ন:- তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
উত্তর:- তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন ।
৪) প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘুরির মধ্য হয়েছিল ।
৫) প্রশ্ন:- আরবরা সর্বপ্রথম কবে সিন্ধু অভিযান করে ?
উত্তর:- খলিফা আলির শাসনকালে ৬৬৩ খ্রিস্টাব্দে আরবরা সর্বপ্রথম সিন্ধু অভিযান করে ।
৬) প্রশ্ন:- আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে ?
উত্তর:- ৭১২ খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে ।
৭) প্রশ্ন:- ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:- গজনির সুলতান মামুদ ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।
৮) প্রশ্ন:- সুলতান মামুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ?
উত্তর:- ১,০০০ খ্রিস্টাব্দে সুলতান মামুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ।
৯) প্রশ্ন:- ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ?
উত্তর:- পাঞ্জাবে (পেশোয়ার-এ) ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে ।
১০) প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে হয়েছিল ।
১১) প্রশ্ন:- কোন বছর পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ?
উত্তর:- ১১৯২ খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ।
১২) প্রশ্ন:- দিল্লীর সুলতানী শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় ।
১৩) প্রশ্ন:- দিল্লীতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লীতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ।
১৪) প্রশ্ন:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কী ?
উত্তর:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম দাসবংশ ।
১৫) প্রশ্ন:- গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন ?
উত্তর:- গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের সর্বকনিষ্ঠ পুত্র সুলতান নাসিরউদ্দিনের শ্বশুর, নাসিরউদ্দিনের মৃত্যুর পরবর্তীকালে দিল্লির সুলতান ।
১৬) প্রশ্ন:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে কে শাসক ছিলেন ?
উত্তর:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে শাসক ছিলেন সেন রাজা লক্ষ্মণ সেন ।
১৭) প্রশ্ন:- খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি ।
১৮) প্রশ্ন:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তর:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি ।
১৯) প্রশ্ন:- আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?
উত্তর:- আলাউদ্দিন খলজি ১২৯৬ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।
২০) প্রশ্ন:- দিল্লীর সামরিক বাহিনীতে 'দাগ' ও 'হুলিয়া' প্রথার প্রবর্তন কে করেন ?
উত্তর:- সুলতান আলাউদ্দিন খলজি দিল্লীর সামরিক বাহিনীতে 'দাগ' ও 'হুলিয়া' প্রথার প্রবর্তন করেন ।
২১) প্রশ্ন:- ইলতুৎমিস কে ছিলেন ?
উত্তর:- ইলতুৎমিস ছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা, পরবর্তীকালে দিল্লীর সুলতান ।
২২) প্রশ্ন:- ইলতুৎমিসের রজত্বের সময়কাল কী ছিল ?
উত্তর:- ইলতুৎমিস ১২১০ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।
২৩) প্রশ্ন:- ইলতুৎমিসের সময় কোন মোঙ্গল নেতা ভারত অভিযানে আসেন ?
উত্তর:- ইলতুৎমিসের সময় মোঙ্গল নেতা চেঙ্গিস খান ভারত অভিযানে আসেন ।
২৪) প্রশ্ন:- ইলতুৎমিসের মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেছিলেন ?
উত্তর:- ইলতুৎমিসের মৃত্যুর পর রুকনউদ্দিন ফিরোজ দিল্লীর সিংহাসনে বসেছিলেন ।
২৫) প্রশ্ন:- সুলতানা রাজিয়া কে ছিলেন ?
উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের কন্যা , পরে দিল্লীর সুলতান হয়েছিলেন ।
২৬) প্রশ্ন:- দিল্লীর প্রথম মহিলা শাসক কে ?
উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর প্রথম মহিলা শাসক ।
২৭) প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ?
উত্তর:- সুলতান আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ।
২৮) প্রশ্ন:- মালিক কাফুর কে ছিলেন ?
উত্তর:- মালিক কাফুর ছিলেন আলাউদ্দিনের বিখ্যাত সেনাপতি এবং দক্ষিণ ভারত অভিযানের নায়ক ।
২৯) প্রশ্ন:- খলজি বংশের শেষ সুলতান কে ?
উত্তর:- সুলতান মোবারক খলজি ছিলেন খলজি বংশের শেষ সুলতান ।
৩০) প্রশ্ন:- তুঘলক বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?
উত্তর:- সুলতান গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ।
৩১) প্রশ্ন:- তুঘলক বংশের কোন সুলতানকে দ্বিতীয় আকবর বলা হয় ?
উত্তর:- সুলতান ফিরোজ শাহ কে তুঘলক বংশের দ্বিতীয় আকবর বলা হয় ।
৩২) প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান কর্ম-নিয়োগ দপ্তর স্থাপন করেন ?
উত্তর:- সুলতান ফিরোজ শাহ দিল্লীর কর্ম-নিয়োগ দপ্তর স্থাপন করেন ।
৩৩) প্রশ্ন:- সুলতানি যুগে দাক্ষিণাত্যে যে দুটি নতুন রাজ্য স্থাপিত হয় তাদের নাম কী ?
উত্তর:- সুলতানি যুগে দাক্ষিণাত্যে যে দুটি নতুন রাজ্য স্থাপিত হয় তাদের নাম বাহমনি ও বিজয়নগর ।
৩৪) প্রশ্ন:- আমির-ই-কোহি নামে কৃষিবিভাগ কে সৃষ্টি করেন ?
উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলক আমির-ই-কোহি নামে কৃষিবিভাগ সৃষ্টি করেন ।
৩৫) প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধে কে কার কাছে পরাজিত হয় ?
উত্তর:- প্রথম পাণিপথের যুদ্ধে দিল্লীর শেষ সুলতান ইব্রাহিম লোদী মধ্য এশিয়া থেকে আগত মোগল বীর জহিরউদ্দিন মহম্মদ বাবরের কাছে পরাজিত হয়েছিলেন ।
৩৬) প্রশ্ন:- কোন শব্দ থেকে মোগল শব্দটির উৎপত্তি হয়েছে ?
উত্তর:- 'মোঙ্গা' শব্দ থেকে মোগল শব্দটির উৎপত্তি হয়েছে ।
৩৭) প্রশ্ন:- মোঙ্গা শব্দের অর্থ কী ?
উত্তর:- মোঙ্গা শব্দের অর্থ হল নির্ভীক ।
৩৮) প্রশ্ন:- বাবরের পিতা ও মাতার নাম কী ?
উত্তর:- বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা ও মাতার নাম কুতলুনিগর খানুম ।
৩৯) প্রশ্ন:- বাবরের পিতা কোন রাজ্যের অধিপতি ছিলেন ?
উত্তর:- বাবরের পিতা ওমর শেখ মির্জা ছিলেন তুর্কমেনিস্তানের অন্তর্গত ফারগানা রাজ্যের অধিপতি ।
৪০) প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- দিল্লীর শেষ সুলতান ইব্রাহিম লোদী এবং মোগল নেতা বাবরের সঙ্গে প্রথম পাণিপথের যুদ্ধ হয়েছিল ।
৪১) প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- প্রথম পাণিপথের যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ।
৪২) প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন ?
উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলক তামার মুদ্রার প্রচলন করেন ।
৪৩) প্রশ্ন:- তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তর:- তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান মহম্মদ-বিন-তুঘলক ।
৪৪) প্রশ্ন:- দিল্লীর কোন সুলতানের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় ?
উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলকের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় ।
৪৫) প্রশ্ন:- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ ।
৪৬) প্রশ্ন:- সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন ?
উত্তর:- সুলতান আলমশাহ সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন ।
৪৭) প্রশ্ন:- লোদী বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?
উত্তর:- লোদী বংশের প্রতিষ্ঠাতার নাম বহলুল লোদী।
৪৮) প্রশ্ন:- লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন ?
উত্তর:- সুলতান ইব্রাহিম লোদী ছিলেন লোদী বংশের শেষ সুলতান ।
৪৯) প্রশ্ন:- খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ।
৫০) প্রশ্ন:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর ও মেবারের রাণা সংগ্রাম সিংহের মধ্যে সংঘটিত হয়েছিল।
৫১) প্রশ্ন:- খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
উত্তর:- খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন মেবারের রাণা সংগ্রাম সিংহের ।
৫২) প্রশ্ন:- কোন বছর ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ?
উত্তর:- ১৫২৯ খ্রিস্টাব্দে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।
৫৩) প্রশ্ন:- ঘর্ঘরার যুদ্ধ কোথায় হয়েছিল ?
উত্তর:- পাটনার কাছে ঘর্ঘরা নদীর তীরে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।
৫৪) প্রশ্ন:- ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- বাংলা ও বিহারের আফগানদের শক্তি-জোটের সঙ্গে মোগল সম্রাট বাবরের ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।
৫৫) প্রশ্ন:- দিল্লীর সম্রাটদের মধ্যে কবুলিয়ৎ ও পাট্টার প্রবর্তন কে করেন ?
উত্তর:- দিল্লীর সম্রাটদের মধ্যে কবুলিয়ৎ ও পাট্টার প্রবর্তন করেন শেরশাহ ।
৫৬) প্রশ্ন:- আকবার কে ছিলেন ?
উত্তর:- আকবার ছিলেন মোগল সম্রাট হুমায়ুনের পুত্র এবং পরবর্তীকালে মোগল সম্রাট ।
৫৭) প্রশ্ন:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- ১৫৫৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় পাণিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল ।
৫৮) প্রশ্ন:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ আকবর ও শূরবংশের সেনাপতি হিমুর মধ্যে সংঘটিত হয়েছিল ।
৫৯) প্রশ্ন:- হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয় ?
উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয় ।
৬০) প্রশ্ন:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?
উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ মোগল সম্রাট আকবর ও মেবারের রাণা প্রতাপ সিংহের মধ্যে সংঘটিত হয় ।
৬১) প্রশ্ন:- রাণা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হন ?
উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ মোগলদের কাছে পরাজিত হন ।
৬২) প্রশ্ন:- মনসবদারি প্রথা কে প্রচলন করেন ?
উত্তর:- মোগল সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রচলন করেন ।
৬৩) প্রশ্ন:- মিঞা তানসেন কার দরবারে বিরাজ করতেন ?
উত্তর:- মিঞা তানসেন সম্রাট আকবরের দরবারে বিরাজ করতেন ।
৬৪) প্রশ্ন:- বীরবল কে ছিলেন ?
উত্তর:- বীরবল ছিলেন সম্রাট আকবরের মন্ত্রী।
৬৫) প্রশ্ন:- বাবরের মৃত্যুর পর কে মোগল সম্রাট হন ?
উত্তর:- বাবরের মৃত্যুর পর বাবরের জ্যৈষ্ঠপুত্র হুমায়ুন মোগল সম্রাট হন ।
৬৬) প্রশ্ন:- শেরশাহ কোন বংশীয় ব্যক্তি ছিলেন ?
উত্তর:- শেরশাহ আফগান বংশীয় ব্যক্তি ছিলেন ।
৬৭) প্রশ্ন:- শেরশাহের পূর্ব নাম কী ?
উত্তর:- শেরশাহের পূর্ব নাম ফরিদ খাঁ ।
৬৮) প্রশ্ন:- ভারতবর্ষে শেরশাহের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ?
উত্তর:- ভারতবর্ষে শেরশাহের প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন ।
৬৯) প্রশ্ন:- কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ?
উত্তর:- কনৌজের যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ।
৭০) প্রশ্ন:- কনৌজের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- ১৫৪০ খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ সংঘটিত হয়েছিল ।
৭১) প্রশ্ন:- সুলেহ কুল শব্দের অর্থ কী ?
উত্তর:- সুলেহ কুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা ।
৭২) প্রশ্ন:- জাহাঙ্গীর কে ছিলেন ?
উত্তর:- জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র ও পরবর্তীকালে মোগল সম্রাট ।
৭৩) প্রশ্ন:- জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ?
উত্তর:- জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ।
৭৪) প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন ?
উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন ।
৭৫) প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ?
উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ।
৭৬) প্রশ্ন:- ময়ুর সিংহাসন কে তৈরি করেছিলেন ?
উত্তর:- সম্রাট শাহজাহান ময়ুর সিংহাসন তৈরি করেছিলেন ।
৭৭) প্রশ্ন:- পারস্য সম্রাট নাদীর শাহ কোন বছর ভারত আক্রমণ করেন ?
উত্তর:- ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্য সম্রাট নাদীর শাহ ভারত আক্রমণ করেন ।
৭৮) প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল ।
৭৯) প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা শক্তি এবং আহম্মদ শাহ আবদালীর মধ্যে সংঘটিত হয়েছিল ।
৮০) প্রশ্ন:- গো-ব্রাহ্মণ পালক অভিধা কে গ্রহন করেছিলেন ?
উত্তর:- শিবাজী গো-ব্রাহ্মণ পালক অভিধা গ্রহন করেছিলেন।
৮১) প্রশ্ন:- ঔরঙ্গজেবের কোন মোগল সেনাপতিকে পালিয়ে যেতে শিবাজী বাধ্য করেছিলেন ?
উত্তর:- ঔরঙ্গজেবের সেনাপতি শায়েস্তা খাঁ কে শিবাজী পালিয়ে যেতে বাধ্য করেছিলেন ।
৮২) প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।
৮৩) প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কবে হয়েছিল ?
উত্তর:- ১৬৬৫ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।
৮৪) প্রশ্ন:- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তর:- নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন ।
৮৫) প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ?
উত্তর:- ১৬৩২ খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ।
৮৬) প্রশ্ন:- আলমগির-বাদশাহ-গাজি উপাধি কে গ্রহন করেছিলেন ?
উত্তর:- সম্রাট ঔরঙ্গজেব আলমগির-বাদশাহ-গাজি উপাধি গ্রহন করেছিলেন ।
৮৭) প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ?
উত্তর:- ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ।
৮৮) প্রশ্ন:- মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- শিবাজী মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন ।
৮৯) প্রশ্ন:- কবে শিবাজীর রাজ্যাভিষেক হয় ?
উত্তর:- ১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।
৯০) প্রশ্ন:- কোন দুর্গে শিবাজীর রাজ্যাভিষেক হয় ?
উত্তর:- রায়গড় দুর্গে ১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।
৯১) প্রশ্ন:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব কে ছিলেন ?
উত্তর:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব ছিলেন নবাব আলিবর্দি খাঁ ।
৯২) প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল ।
৯৩) প্রশ্ন:- পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে সুবে বাংলার নবাব সিরাজদৌলার সঙ্গে ইংরেজদের পলাশির যুদ্ধ হয়েছিল।
৯৪) প্রশ্ন:- পলাশির যুদ্ধে সিরাজদৌলার বিপক্ষে কারা ছিলেন ?
উত্তর:- পলাশির যুদ্ধে রাজবল্লভ, ঘসিটি বেগম, মিরন সিরাজদৌলার বিপক্ষে ছিলেন ।
*****
- 25134 views