সুলতানা রাজিয়া (Razia) :
ইলতুৎমিসের মৃত্যুর পর তাঁর কন্যা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন । রাজিয়া ১২৩৬ খ্রিস্টাব্দ থেকে ১২৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । ইলতুৎমিসের পুত্ররা অযোগ্য বিবেচিত হওয়ায় ইলতুৎমিস নিজেই কন্যা রাজিয়াকে দিল্লির সুলতান পদে মনোনীত করেন । তাঁর সিংহাসন লাভ সুলতানি আমলের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা । তিনিই একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেন । নারী হয়েও তিনি সমস্ত প্রকার পুরুষোচিত গুণের অধিকারী ছিলেন এবং এই কারণেই ইলতুৎমিস তাঁকে উত্তরাধিকারী মনোনীত করে যান । কিন্তু তখনকার রক্ষণশীল ও ঈর্ষাকাতর মুসলিম আমির-ওমরাহগণ তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করলেও অসাধারণ বুদ্ধিমত্তা এবং বিভেদনীতির মাধ্যমে তিনি নিজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে তোলেন । কিন্তু শেষ পর্যন্ত অভিজাত সম্প্রদায়ের ষড়যন্ত্রে তিনি সিংহাসনচ্যুত হন । বিচক্ষণ ও যোগ্য শাসিকা হিসাবে রাজিয়া বহু গুণের অধিকারিনী ছিলেন । সেই সময়ের পর্দা প্রথা তিনি মানতেন না এবং তাঁর সরকারি মুদ্রাতে 'সুলতান' খেতাব ব্যবহার করতেন । ঐতিহাসিক মিনহাজের মতে, "দিল্লির সুলতান পদ অধিকার করার মতো সমস্ত যোগ্যতা তাঁর ছিল ।" সভাসদরা একজন নারীর অধীনে কাজ করবেন এটা মেনে নিতে পারেন নি । ফলে তারা এক ষড়যন্ত্রে লিপ্ত হয় ও ১২৪০ খ্রিস্টাব্দে সুলতানা রাজিয়া -র মৃত্যু হয় । তাঁর মৃত্যুর পর ইলতুৎমিসের দুই অযোগ্য পুত্র পরপর সিংহাসনে বসেন ।
*****
- 6301 views