হিমালয়ের বনভূমি

Submitted by avimanyu pramanik on Fri, 11/21/2014 - 22:47

হিমালয়ের বনভূমি (Himalayan Forest) : হিমালয়ের বিভিন্ন উচ্চতায় বৃষ্টিপাত ও তাপমাত্রার পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় ।

(ক) পূর্ব হিমালয় অঞ্চলের পাদদেশ থেকে ১০০০ মিটার উচ্চতা পর্যন্ত শিশু, চাপলাস, মেহগনি, গর্জন, রোজউড প্রভৃতি শক্ত কাঠের চিরহরিৎ বনভূমি দেখা যায় । পশ্চিম হিমালয়ে এই বনভূমি দেখা যায় না ।

(খ) পূর্ব হিমালয়ের ১০০০ মিটার থেকে ২৫০০ মিটার উচ্চতায় ও পশ্চিম হিমালয়ের ৫০০ মিটার থেকে ২০০০ মিটার উচ্চতায় পপলার, ওক, ম্যাপল, ওয়ালনাট, বার্চ প্রভৃতি পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায় ।

(গ) পূর্ব হিমালয়ের ৩০০০ মিটার থেকে ৪০০০ মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ২০০০ মিটার থেকে ৩০০০ মিটার উচ্চতায় পাইন, দেবদারু, ফার, স্প্রুস, এলম প্রভৃতি নরম কাঠের সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায় ।

(ঘ) আরো ওপরের দিকে জুনিপার, রডোডেনড্রন, ন্যাক্সভমিকা প্রভৃতি আল্পীয় তৃণভূমি দেখা যায় । শক্ত কাঠ আসবাবপত্র ও গৃহনির্মাণ এবং নরম কাঠ দেশলাই প্রস্তুত ও জ্বালানির কাজে ব্যবহার করা হয় ।

*****

Related Items

আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে ? উদাহরণ সহ আগ্নেয় পর্বতের উৎপত্তি বর্ণনা কর ।

প্রশ্ন:- আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে ? উদাহরণ সহ আগ্নেয় পর্বতের উৎপত্তি বর্ণনা কর ।

স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি পরস্পর সংযুক্ত কেন ?

প্রশ্ন:- স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি পরস্পর সংযুক্ত কেন ?

উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

প্রশ্ন:- উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

উত্তর : স্তূপ পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলি হল—

১) স্তূপ পর্বতের [Block Mountain] মাথা কিছুটা চ্যাপ্টা হয়;

২) এই পর্বতের ঢাল বেশ খাড়া হয়;

ভঙ্গিল পর্বতের (Fold Mountain) বৈশিষ্ট্য কী কী ?

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের [Fold Mountain] বৈশিষ্ট্য কী কী ?

উত্তর:  ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি হল—

ভঙ্গিল পর্বতের উৎপত্তির পাতসঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা কর

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের (Fold Mountain) উৎপত্তির পাতসঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা করো ।