ভারতের স্বাভাবিক উদ্ভিদ : যে সমস্ত গাছ বা উদ্ভিদ কোনও স্থানের জলবায়ু ও মৃত্তিকা সহ স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে মানুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মায় ও বড়ো হয়, তাদের ওই স্থানের স্বাভাবিক উদ্ভিদ বলা হয় । দেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক খুব নিবিড় । জলবায়ু ছাড়া ভূমির প্রকৃতি ও মাটির উর্বরতার ওপর নির্ভর করে বিভিন্ন রকমের স্বাভাবিক উদ্ভিদ জন্মায় । ভূপ্রকৃতি, জলবায়ু ও মৃত্তিকার বিভেদের উপর নির্ভর করে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে ছয়ভাগে ভাগ করা যায়; যথা—
(১) হিমালয়ের বনভূমি,
(২) চিরহরিৎ বৃক্ষের বনভূমি,
(৩) পর্ণমোচী বৃক্ষের বনভূমি,
(৪) গুল্ম ও তৃণ অঞ্চল,
(৫) মরু অঞ্চলের উদ্ভিদ,
(৬) ম্যানগ্রোভ বনভূমি
*****
- 16481 views