মরু অঞ্চলের উদ্ভিদ (Desert plant) : ভারতের যেখানে বার্ষিক বৃষ্টিপাত ৫০ সেন্টিমিটারের কম এবং উত্তাপ খুব বেশি, সেখানে জলের অভাবে ক্যাকটাস বা কাঁটাজাতীয় গাছ জন্মায় । বাবলা, ফনিমনসা, তেশিরা প্রভৃতি হল ভারতের উল্লেখযোগ্য কাঁটা জাতীয় গাছ । অপেক্ষাকৃত আর্দ্র অঞ্চলে বুনো খেজুর, তাল, বেবি প্রভৃতি উদ্ভিদ দেখা যায় ।
*****
- 10981 views