চিরহরিৎ বৃক্ষের বনভূমি (Evergreen Forest) : ভারতের যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত ২০০ সেন্টিমিটারের বেশি, সেখানে চিরহরিৎ বৃক্ষের বনভুমি দেখা যায় । অত্যাধিক বৃষ্টিপাতের জন্য এখানকার গাছপালা সারাবছরই সবুজ পাতায় ভরা থাকে । চিরহরিৎ শব্দের অর্থ হল চির সবুজ । শিশু, গর্জন, রোজউড, মেহগিনি, চাপলাস, বোগানোমা, নাহার, লোহাকাঠ ইত্যাদি প্রধান বৃক্ষ ছাড়া মাঝে মাঝে রবার, বাঁশ ও আবলুস বৃক্ষও দেখা যায় । এসব কাঠ খুবই শক্ত ও ভারি । এগুলি গৃহনির্মাণ ও আসবাবপত্র নির্মাণের জন্য ব্যবহৃত হয় । পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা, পূর্বাঞ্চল, অরুণাচল, অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার বৃষ্টিবহুল অংশে এই বনভুমি দেখা যায় । পশ্চিমঘাট পর্বতাঞ্চল বা হিমালয় পর্বতাঞ্চল হল ভারতের একটি চিরহরিৎ বৃক্ষের অরণ্য অঞ্চল ।
*****
- 10547 views