এশিয়া মহাদেশের নদনদী (Rivers of the Asia) : এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্যভূমি শুধুমাত্র এশিয়া মহাদেশেরই নয়, পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা । কারণ মধ্য এশিয়ার এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গিয়ে বিভিন্ন মহাসাগর, সাগর, উপসাগর বা হ্রদে পড়েছে । দক্ষিণের মালভূমি অঞ্চলে অনেক নদী উৎপন্ন হয়েছে, তবে এরা অপেক্ষাকৃত ছোটো নদী । উৎপত্তি স্থল থেকে নির্গত হয়ে কোনো নদী যে দিকে বয়ে গিয়ে সাগর, উপসাগর বা হ্রদে এসে পড়ে, প্রবাহের সেই দিক অনুসারে সেই নদীটির নামকরণ করা হয় । উৎপত্তির স্থল থেকে কোন নদী উত্তর দিকে বয়ে গেলে তাকে উত্তরবাহিনী নদী বলা হয় । আবার উৎপত্তি স্থল থেকে কোন নদী দক্ষিণ দিকে বয়ে গেলে তাকে দক্ষিণবাহিনী নদী বলা হয় । উৎপত্তিস্থল থেকে কোন নদী পূর্ব দিকে বয়ে গেলে তাকে পূর্ববাহিনী নদী বলা হয় । উৎপত্তি স্থল থেকে কোন নদী পশ্চিম দিকে বয়ে গেলে তাকে পশ্চিমবাহিনী নদী বলা হয় । প্রবাহের দিক অনুসারে এশিয়ার নদীগুলিকে প্রধানত ৫টি ভাগে ভাগ কার যায়; যথা— (১) উত্তরবাহিনী নদী বা উত্তর সাগরে পতিত নদী, (২) দক্ষিণবাহিনী নদী বা ভারত মহাসাগরে পতিত নদী, (৩) পূর্ববাহিনী নদী, (৪) পশ্চিমবাহিনী নদী, এবং (৫) অন্তর্বাহিনী নদী ।
*****
- 1782 views