জটিল রাশি (Complex Number)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 21:41

 জটিল রাশি (Complex Number)

ভূমিকা (Introduction)

আমরা এর আগে বাস্তব সংখ্যা (Real Number) সম্পর্কে জ্ঞান লাভ করেছি । প্রকৃতপক্ষে সকল মূলদ ও অমূলদ সংখ্যার সমষ্টিকে বাস্তব সংখ্যা বলে । বাস্তব সংখ্যার অন্যতম বৈশিষ্ট হল যে তাদের বর্গ করলে বর্গফল সর্বদা ধনাত্মক হবে । যেমন 3, 45 , -2 , 2 ইত্যাদি এই সমস্ত সংখ্যার বর্গ করলে হয় যথাক্রমে 9, 1625, 4, 2 . এরা সবই ধনাত্মক সংখ্যা । অতএব কোনো রাশির বর্গের মান যখন ঋণাত্মক হয়, তখন তাকে বাস্তব সংখ্যা বলা যায় না । যেমন 2,5 ইত্যাদি , এই সমস্ত সংখ্যা গুলির বর্গ করলে বর্গফল হয় ঋণাত্মক । এই সমস্ত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা যায় না । এইরূপ ভিন্ন সংখ্যাকে জটিল রাশি (Complex Number) বা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা (Imaginary Number) বলা হয় । 

 

►জটিল রাশি (Complex Number)

দুটি বাস্তব রাশি x এবং y এর ক্রমযুগল ( x , y ) যদি x + i y ( যেখানে i=1 )আকারে প্রকাশ করা হয় , তবে (x , y) ক্রমযুগলকে জটিল রাশি বা কাল্পনিক সংখ্যা (Complex Number or Imaginary Number) বলে । 

সংজ্ঞানুযায়ী যদি ( x , y ) কে  z  দ্বারা প্রকাশ করা হয়, তবে z = ( x , y ) = x + i y  হবে । যদি y = 0 হয় তাহলে z = ( x , 0 ) = x + i.0 = x এক্ষেত্রে জটিল রাশি একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয় । অতএব দেখা যাচ্ছে যে বাস্তব সংখ্যাশ্রেণী  হল জটিল রাশির একটি অংশ । আবার যখন x = 0 , তখন z = ( 0 , y ) = i.y হয় । এটি বিশুদ্ধ জটিল সংখ্যা । আবার যখন x = 0 এবং y = 1 হয় ,তখন z = ( 0 , 1 ) = i হয়। এই জন্য z = ( x , y ) জটিল রাশির x কে বাস্তব অংশ ও y কে অবাস্তব অংশ বলে । 

 

►অনুবন্দী বা প্রতিযোগী জটিল রাশি (Conjugate Complex Number)

x , y বাস্তব সংখ্যা এবং i=1 হলে ( x + i.y ) ও (x - i.y )দুটি জটিল রাশিকে একে অপরের প্রতিযোগী বা অনুবন্দী জটিল রাশি (Conjugate Complex Number) বলে । z একটি প্রদত্ত জটিল রাশি হলে ˉz হল তার অনুবন্দী বা প্রতিযোগী জটিল রাশি । যেমন 2+3i এর অনুবন্দি জটিল রাশি হল 23i । সুতরাং z=2+3i হলে ˉz=23i হবে । 

 

দ্রষ্টব্য :

(1) z ও ˉz দুটি পরস্পর অনুবন্দি জটিল রাশি হলে দেখাও যে ¯¯zহবে । 

প্রমাণ :- মনে করি z=x+iy অতএব ˉz=xiy .

এখন  ˉz=xiy এর অনুবন্দি জটিল রাশি হবে x + iy .

সুতরাং ˉz এর অনুবন্দি জটিল রাশি হল ¯¯z=x+iy .

(2) যেকোন জটিল রাশি  x + iy এর অনবন্দি জটিল রাশির আকার হবে  x - iy . অর্থাৎ i = -i হবে । 

(3) z=x+iy হলে ওর অনুবন্দি জটিল রাশি হবে ˉz=xiy .

z+ˉz=x+iy+xiy=2x একটি বাস্তব সংখ্যা । 

zˉz=x+iyx+iy=2iy একটি কাল্পনিক সংখ্যা । 

zˉz=(x+iy)(xiy)=x2(1)2y2=x2+y2 একটি বাস্তব সংখ্যা । 

যেহেতু (i=1) .

(4) মনে করি z1=x1+iy1,z2=x2+iy2

অতএব উহাদের অনুবন্দি জটিল রাশি হল যথাক্রমে ¯z1=x1iy1,¯z2=x2iy2 .

এখন z1+z2=x1+iy1+x2+iy2=(x1+x2)+i(y1+y2).

¯z1+z2=(x1+x2)i(y1+y2)=x1iy1+x2iy2=¯z1+¯z2

অনুরূপে আমরা প্রমাণ করতে পারি 

¯z1z2=¯z1¯z2;¯z1z2=¯z1¯z2;¯(z1z2)=¯z1¯z2

 

►জটিল রাশির মডিউলাস ও অ্যামপ্লিচিউড বা আরগুমেন্ট (Modulus and Amplitude or Argument of a Complex Number)

1. জটিল রাশির মডিউলাস :

মনে করি z=x+iy , যেখানে x , y হল বাস্তব এবং i=1 তাহলে , (x2+y2) এর ধনাত্মক বর্গমূলকে z জটিল রাশির মডিউলাস  হয় এবং একে mod(z) বা mod z বা ।z। প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং  z=x+iy হলে 

|z|=modz=+x2+y2

যদি z = 0 হয় অর্থাৎ x = y = 0 হয় তবে ।z। = 0 হবে। যেকোনো জটিল রাশি z এর ক্ষেত্রে  |z|=|¯z|=|z| .

2. জটিল রাশির  অ্যামপ্লিচিউড বা আরগুমেন্ট :

মনে করি z=x+iy , যেখানে x , y হল বাস্তব এবং i=1 , x2+y20 তাহলে θ এর যেকোনো মান দ্বারা আমরা x এবং y কে প্রকাশ করতে পারি। যেখানে 

x=|z|cosθ......(i)

y=|z|sinθ......(ii)

এই দুটি সমীকরণকে z জটিল রাশির অ্যামপ্লিচিউড বা আরগুমেন্ট বলে । 

স্পষ্টতই , θ এর অসংখ্য মানের জন্য সমীকরণ (i) এবং (ii) সিদ্ধ হয় , এই কারণে প্রদত্ত জটিল রাশি z=x+iy এর অসংখ্য মান পাওয়া। এই সকল মানের মধ্যে θ এর যে মান π<θπ এর মধ্যে থাকে তাকে z জটিল রাশির আরগুমেন্টের মুখ্যমান (Principal value) বলে । এই মানকে argz প্রতীক দ্বারা প্রকাশ করা হয় । 

 

Related Items

সূচকের নিয়মাবলির প্রমাণ (Proof of Different laws of Indices)

সূচকের বিভিন্ন নিয়মাবলির প্রমাণ আলোচনা করা হলো

সূচক সংক্রান্ত অংকের সমাধান (Solution of Indices )

সূচকের বিভিন্ন ধরণের অংকের সমাধান (Solution of Indices ), উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স ও বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নের সমাধান

সূচকের সংক্ষিপ্তকরণ (Summary of indices)

সূচকের নিয়মাবলীর সংক্ষিপ্তকরণ । a ও b এর মান শূন্য না হলে m ও n এর যে কোনো বাস্তব মানের জন্য সূচকের নিম্নলিখিত সূত্রাবলি হল ।

জটিল রাশির বীজগণিত (Algebra of Complex Numbers)

দুটি জটিল রাশির যোগফল একটি জটিল রাশি হয় , দুটি জটিল রাশির বিয়োগফল একটি জটিল রাশি হয় , জটিল রাশির গুণফল একটি জটিল রাশি হবে, জটিল রাশির ভাগফল একটি জটিল রাশি হবে, একটি জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত একটি জটিল রাশি হয়

জটিল রাশির ধর্ম ( Properties of Complex Numbers)

বাস্তব সংখ্যার ন্যায় জটিল রাশি যোগ ও গুণ সাপেক্ষে বিনিময় (Commutative), সংযোগ (Associative) এবং বিচ্ছেদ (Distributive) নিয়ম মেনে চলে । দুটি পরস্পর অনুবন্দি জটিল রাশির যোগফল ও গুণফল উভয়ই বিশুদ্ধ বাস্তব রাশি ।