লেখচিত্রের সাহায্যে রৈখিক সহসমীকরণ সমাধান

Submitted by arpita pramanik on Mon, 08/31/2020 - 21:12

লেখচিত্রের সাহায্যে রৈখিক সহসমীকরণ সমাধান 

 

মনে করি 3x + 4y = 25 এবং 4x - 3y = 0 দুটি সমীকরণ এদেরকে আমাদের সমাধান করতে হবে । 

সমাধান : এখন 

[tex]\begin{array}{l}
3x + 4y = 25\\
 \Rightarrow 4y = 25 - 3x\\
 \Rightarrow y = \frac{{25 - 3x}}{4}.......(i)
\end{array}[/tex]

 

গড়া

(i) এর থেকে আমরা পাই 

x 3 -1 -5
[tex]y = \frac{{25 - 3x}}{4}[/tex] 4 7 10

3x + 4y = 25 সরলরেখা থেকে যে সমাধান বিন্দুগুলি পাই তাহল (3,4) , (-1,5) এবং (-5,10)

আবার 

[tex]\begin{array}{l}
4x - 3y = 0\\
 \Rightarrow 3y = 4x\\
 \Rightarrow y = \frac{{4x}}{3}.......(ii)
\end{array}[/tex]

(ii) এর থেকে আমরা পাই 

x 0 3 -3
[tex]y = \frac{{4x}}{3}[/tex] 0 4 -4

4x - 3y = 0 সরলরেখা থেকে যে সমাধান বিন্দুগুলি পাই তাহল (0,0) , (3,4) এবং (-3,-4)

দেখা যাচ্ছে দুটি সরলরেখার একটি সাধারণ বিন্দু হল (3,4) . অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে (3,4) বিন্দুতে ছেদ করেছে। অতএব সরলরেখা দুটি কে সমাধান করলে আমরা পাবো x = 3 , y = 4 .

এর থেকে আমরা বলতে পারি রৈখিক সহসমীকরণের সমাধান সম্ভব যদি তারা পরস্পরকে ছেদ করে নতুবা নয়। 

উপরের আলোচনা থেকে দেখা যাচ্ছে যে বিন্দুগুলির স্থানাঙ্ক জানা থাকলে সেগুলি যোগ করে বিভিন্ন সমতলিক জ্যামিতিক চিত্র পাওয়া যায় । আবার বিভিন্ন বীজগাণিতিক দুই চলবিশিষ্ট রৈখিক সহসমীকরণ জ্যামিতিক আকার সম্পর্কে ঠিক মতো ধারণা করা যায় । এইভাবে বীজগণিতের সাহায্যে বিভিন্ন জ্যামিতিক আকারের ধারণা গড়ে ওঠা কে স্থানাঙ্ক জ্যামিতি ( Co-ordinate Geometry ) বলা হয় । অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে বীজগণিতের সাহায্যে ধারণা করতে পারি। তাই স্থানাঙ্ক জ্যামিতি ব্যাপকতরভাবে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যবহার করা হয় । 

*****

Comments

Related Items

উৎপাদকে বিশ্লেষণ (Factorisation)

মনে করি x রাশির যদি সর্বোচ্চ ঘাত 2 হয় সেই রাশিকে দ্বিঘাত রাশি বলে। যেমন Equation1 এই রাশির সর্বোচ্চ ঘাত 2 . এর তিনটি পদের সোহাগ যথাক্রমে 1 , 3 , 2. এবার এই মধ্যে সোহাগ 3 কে বিশ্লেষণ করে কিরূপে রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ

স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয়

বীজগণিতের সাহায্যে বিভিন্ন জ্যামিতিক আকারের ধারণা গড়ে ওঠাকে স্থানাঙ্ক জ্যামিতি ( Co-ordinate Geometry ) বলা হয়। অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে বীজগণিতের সাহায্যে জ্যামিতির ধারণা করতে পারি তাই স্থানাঙ্ক জ্যামিতি ব্যাপকতরভাবে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যবহার করা হয়।

সরল সুদ কষার উদাহরণ ও সমাধান

সমস্যাটিতে তিনটি বিষয় আছে বলে এখানে বহুরাশিক পদ্ধতি প্রয়োগ করতে হবে । যথা (i) আসল ও মোট সুদের মধ্যে এবং (ii) সময় ও মোট সুদের মধ্যে । (i) সময় অপরিবর্তিত আছে ধরে নিলে, আসলের সঙ্গে মোট সুদের সরল সম্পর্ক । এখানে আসল বেড়েছে তাই সুদ বাড়বে অর্থাৎ ভগ্নাংশটি

লাভ-ক্ষতি সংক্রান্ত অঙ্কের সমাধান

লাভ-ক্ষতি সংক্রান্ত অংকের সমাধান (Solution of Profit and Loss ), বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নপত্র আলোচনা করা হলো

লাভ-ক্ষতি (Profit and Loss)

ক্রয়মূল্য ( Cost Price ): যে মূল্যের বিনিময়ে কোনো জিনিস ক্রয় বা কেনা হয় তাকে ওই জিনিসের ক্রয়মূল্য বলে। উৎপাদন মূল্য : কোনো জিনিস তৈরি করতে যে টাকা খরচ হয় তাকে ওই জিনিসের উৎপাদন মূল্য বলে।