ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 00:46

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য (Transversal and Mid-Point Theorem)

 

উপপাদ্য 1: কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক । 

মিড্ মনে করি ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু হল D এবং AC বাহুর মধ্যবিন্দু হল E . DE যুক্ত করলাম । 

প্রমাণ করতে হবে (i) DE ।। BC এবং (ii) DE=12BC

অঙ্কন : ED কে F বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হল যাতে DE = EF হয়। B , F যুক্ত করলাম । 

প্রমাণ : ত্রিভুজ ADE এবং ত্রিভুজ EFC এর 

DE = EF ( অঙ্কনানুযায়ী )

AE = EC ( শর্তানুযায়ী )

AED=CEF ( বিপ্রতীপ কোণ )

অতএব ত্রিভুজ ADE  ত্রিভুজ CEF .

অতএব AD = CF ( সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ).

আবার AD = BD .

সুতরাং CF = BD .

DAE=ECF ( কিন্তু এরা একান্তর কোণ )

অতএব AD ।। CF অর্থাৎ BD ।। CF 

অতএব BDFC চতুর্ভুজের  BD ।। CF এবং CF = BD . 

অতএব চতুর্ভুজ BDFC হল একটি সামান্তরিক। 

অতএব DF ।। BC অর্থাৎ DE ।। BC ( প্রমাণিত )

আবার BDFC সামান্তরিকের DF = BC 

E হল DF এর মধ্যবিন্দু । 

অতএব 2DE=BCDE=12BC ( প্রমাণিত ) .

 

ABC সমবাহু ত্রিভুজের AB , BC ও AC বাহুর মধ্যবিন্দু হল যথাক্রমে P , Q ও R . প্রমাণ করতে হবে PQR একটি সমবাহু ত্রিভুজ । 

মিড্ প্রমাণ : ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P ও R . 

অতএব PR=12BC ........(i)

একই ভাবে PQ=12AC.......(ii)

এবং QR=12AB.........(iii)

যেহেতু ABC একটি সমবাহু ত্রিভুজ 

অতএব AB=BC=AC12AB=12BC=12AC

অতএব (iii) , (i) ও (ii) থেকে পাই 

QR=PR=PQ

অতএব PQR একটি সমবাহু ত্রিভুজ । 

 

ABCD ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F . প্রমাণ করতে হবে EF ।। AB এবং EF=12(AB+DC)

মিড্ ABCD ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F .

প্রমাণ করতে হবে EF ।। AB এবং EF=12(AB+DC)

অঙ্কন : D , F যুক্ত করে এমন ভাবে বর্ধিত করলাম যা বর্ধিত AB বাহুকে G বিন্দুতে ছেদ করে। 

প্রমাণ : ত্রিভুজ DCF ও ত্রিভুজ BFG এর মধ্যে 

CF = BF ( F হল BC বাহুর মধ্যবিন্দু )

DFC=BFG ( বিপ্রতীপ কোণ )

DCF=GBF ( একান্তর কোণ )

অতএব ত্রিভুজ DCF  ত্রিভুজ BFG

সুতরাং DF = FG ( সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ) অর্থাৎ F হল DG এর মধ্যবিন্দু । 

এখন ত্রিভুজ DGA এর E ও F হল যথাক্রমে AD ও DG এর মধ্যবিন্দু । 

অতএব EF ।। AG এবং EF=12AG 

এখন EF ।। AG অর্থাৎ EF ।। AB ( প্রমাণিত )

আবার 

EF=12AGEF=12(AB+BG)EF=12(AB+DC)

( যেহেতু DF = FG ) প্রমাণিত । 

 

প্রমাণ করতে হবে যে কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যুক্ত করলে একটি সামান্তরিক পাওয়া যাবে । 

মিড্ মনে করি ABCD একটি চতুর্ভুজ যার AB , BC , CD ও DA বাহুর মধ্যবিন্দু হল যথাক্রমে E , F , G ও H তাদের মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে EFGH হল একটি সামান্তরিক । 

অঙ্কন : BD যুক্ত করা হল 

প্রমাণ : ABD ত্রিভুজের AD ও AB এর মধ্যবিন্দু হল যথাক্রমে H ও E . 

সুতরাং HE ।। BD এবং HE=12BD..............(i)

আবার BCD ত্রিভুজের BC ও CD বাহুর মধ্যবিন্দু হল যথাক্রমে F ও G .

সুতরাং FG ।। BD এবং FG=12BD..................(ii)

(i) ও (ii) থেকে পাই 

HE ।। FG এবং HE=12BD=FGHE=FG

HEFG একটি সামান্তরিক। ( প্রমাণিত )

 

উপপাদ্য 2: কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খন্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে । 

মিড্ মনে করি ত্রিভুজ ABC এর AC বাহুর মধ্যবিন্দু E দিয়ে BC এর সমান্তরাল সরলরেখা টানা হল যা AB বাহুকে D বিন্দুতে ছেদ করে । 

প্রমাণ করতে হবে (i) AD = BD এবং (ii) DE=12BC

অঙ্কন : ED কে F বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হল যাতে DE = EF হয়। B , F যুক্ত করলাম । 

প্রমাণ : ত্রিভুজ ADE এবং ত্রিভুজ EFC এর 

AE = EC ( কল্পনানুসারে )

DE = EF ( অঙ্কনানুযায়ী )

AED=CEF ( বিপ্রতীপ কোণ )

সুতরাং  ত্রিভুজ ADE  ত্রিভুজ EFC

অতএব AD = FC ( সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু )

এবং DAE=FCE ( কিন্তু এরা একান্তর কোণ )

অতএব AD ।। CF বা AB ।। CF

অর্থাৎ BD ।। CF আবার DF ।। BC 

অতএব BDFC একটি সামন্তরিক । 

অতএব DF = BC এবং BD = CF 

আবার AD = CF

অতএব BD = AD 

এর থেকে বলা যায় D হল AB এর মধ্যবিন্দু। ( প্রমাণিত )

এখন 

DF=BCDE+EF=BCDE+DE=BC2DE=BCDE=12BC

( প্রমাণিত )

 

বিকল্প পদ্ধতিতে প্রমাণ ত্রিভুজের যেকোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে । 

মিড্ মনে করি ABC ত্রিভুজের AB ও AC বাহুর মধ্যবিন্দু দুটি যথাক্রমে D ও E . D , E যুক্ত করা হল। 

প্রমাণ করতে হবে যে  (i) DE ।। BC এবং (ii) DE=12BC

অঙ্কন : AC বাহুর মধ্যবিন্দু E দিয়ে AB বাহুর সমান্তরাল সরলরেখা টানলাম যা BC বাহুকে F বিন্দুতে ছেদ করে । 

প্রমাণ : E , AC বাহুর মধ্যবিন্দু এবং EF ।। AB ( অঙ্কনানুযায়ী )

অতএব F , BC এর মধ্যবিন্দু অর্থাৎ BF=12BC এবং EF=12AB

সুতরাং EF=12AB=DB ( যেহেতু D , AB এর মধ্যবিন্দু )

চতুর্ভুজ DBEF এর 

FE = DB এবং EF ।। DB ( অঙ্কনানুযায়ী )

অতএব DBEF একটি সামন্তরিক । 

সুতরাং DE ।। BF অর্থাৎ DE ।। BC ( প্রমাণিত )

DE=BF=12BC ( প্রমাণিত )

 

ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ BC এর মধ্যবিন্দু D . প্রমাণ করতে হবে AD=12BC

মিড্ ত্রিভুজ ABC হল সমকোণী ত্রিভুজ । যার A=90 এবং D হল BC বাহুর মধ্যবিন্দু । 

প্রমাণ করতে হবে AD=12BC

অঙ্কন : D থেকে AB এর সমান্তরাল সরলরেখা টানলাম যা AC কে E বিন্দুতে ছেদ করেছে। 

প্রমাণ : ত্রিভুজ ABC এর D হল BC বাহুর মধ্যবিন্দু এবং AD ।। DE ( অঙ্কনানুসারে ) ।

অতএব E হল AC এর মধ্যবিন্দু এবং DE=12AB

এখন ত্রিভুজ ADE ও ত্রিভুজ CDE এর 

AE = EC 

ED হল সাধারণ বাহু । 

AB ।।  ED এবং AC হল ভেদক অতএব BAE=DEC=90

অতএব DEC=90

অতএব DEA=DEC

অতএব ত্রিভুজ ADE  ত্রিভুজ DEC 

সুতরাং AD = DC 

অতএব AD=DC=12BC

 

ABC ত্রিভুজের AD মধ্যমার মধ্যবিন্দু E এবং বর্ধিত BE , AC বাহুকে F বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে AF=13AC

মিড্ ABC ত্রিভুজের AD মধ্যমার মধ্যবিন্দু E এবং বর্ধিত BE , AC বাহুকে F বিন্দুতে ছেদ করেছে। 

আমাদের প্রমাণ করতে হবে যে AF=13AC

অঙ্কন : D বিন্দু দিয়ে BF এর সমান্তরাল সরলরেখা টানলাম যা AC বাহুকে G বিন্দুতে ছেদ করে। 

প্রমাণ : ত্রিভুজ BFC এর BC বাহুর মধ্যবিন্দু হল D . [ যেহেতু AD হল মধ্যমা ]

এবং DG ।। BF ( অঙ্কনানুসারে )

অতএব G হল FC এর মধ্যবিন্দু। 

সুতরাং FG = GC ...........(i)

এখন ADG ত্রিভুজের AD বাহুর মধ্যবিন্দু E এবং DG ।। EF ( অঙ্কনানুসারে )

অতএব F হল AG এর মধ্যবিন্দু। 

সুতরাং AF = FG ............(ii)

(i) ও (ii) থেকে পাই 

AF = FG = GC 

সুতরাং  AF=13AC

 

ABCD সামান্তরিকের AB ও DC বাহুর মধ্যবিন্দুদ্বয়  যথাক্রমে E এবং F ; A , F ও C , E যোগ করলাম যা BD কর্ণ কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করল। প্রমাণ করতে হবে যে AF ও CE , BD কর্ণকে সমত্রিখণ্ডিত করেছে । 

মিড্ প্রমাণ : ABCD সামান্তরিকের AB ।। DC এবং AB = DC

অতএব AE ।। FC এবং 12AB=12DC

অর্থাৎ AE = FC অতএব AECF একটি সামন্তরিক। 

সুতরাং AF ।। EC 

এখন ত্রিভুজ BAP এর E হল AB এর মধ্যবিন্দু এবং QE ।। PA 

অতএব Q হল PB এর মধ্যবিন্দু। 

সুতরাং BQ = QP ............(i)

আবার ত্রিভুজ DCQ এর F হল DC এর মধ্যবিন্দু এবং FP ।। CQ 

অতএব P হল DQ এর মধ্যবিন্দু। 

সুতরাং  QP = PD  ............(ii)

(i) এবং (ii) থেকে পাই 

BQ = QP এবং QP = PD 

অতএব BQ = PQ = PD . 

 

তিন বা ততোধিক সমান্তরাল সরলরেখা কোনো একটি ভেদক থেকে সমান সমান অংশে খণ্ডিত করলে অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে । 

মিড্

মনে করি AB , CD এবং EF তিনটি সমান্তরাল সরলরেখাকে GH ভেদক যথাক্রমে U , V এবং W বিন্দুতে ছেদ করে এবং UV = VW 

আমাদের প্রমাণ করতে হবে যে আর একটি ভেদক PQ যদি AB , CD এবং EF তিনটি সমান্তরাল সরলরেখাকে যথাক্রমে X , Y এবং Z বিন্দুতে ছেদ করে তবে XY = YZ হবে । 

অঙ্কন : UZ যুক্ত করা হল। UZ সরলরেখা CD সরলরেখাকে O বিন্দুতে ছেদ করেছে ।

 প্রমাণ : UWZ ত্রিভুজের VO ।। WZ এবং V হল UW এর মধ্যবিন্দু । 

অতএব O হল UZ এর মধ্যবিন্দু । 

আবার UXZ ত্রিভুজের UX ।। OY এবং O হল UZ এর মধ্যবিন্দু । 

অতএব Y হল XZ এর মধ্যবিন্দু অর্থাৎ XY = YZ ( প্রমাণিত ) ।

*****

Comments

Related Items

সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য

সমবিন্দু সরলরেখা, ত্রিভুজের বাহুগুলির লম্বসমদ্বিখণ্ডকদ্বয় সমবিন্দু , ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু , ত্রিভুজের কোণগুলির অন্তর্সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। প্রমাণ করতে হবে একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক ...

জ্যামিতিক অঙ্কন - সম্পাদ্য

জ্যামিতিক অঙ্কন ---সম্পাদ্য

লগারিদম (Logarithm)

কোনো ধনাত্মক রাশি যদি অপর একটি ধনাত্মক রাশির ঘাতের সমান হয় , তবে ওই ধনাত্মক ঘাতের সূচককে ( Index of Power ) বলে প্রথম সারিটির লগারিদম (Logarithm) ।

ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য

ক্ষেত্রফল হল কোনো ক্ষেত্রের পরিমাপ (Magnitude or measure). এই পরিমাপটি কোনো একক (Unit) সমেত প্রকাশ করা হয়। যেমন 50 বর্গ মিটার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল। কোনো সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফলের ধর্ম , ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য (Theorems of Area) ...

সামন্তরিকের ধর্ম

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে বর্গক্ষেত্র বলে।