বৃত্ত, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 01:06

বৃত্ত (Circle) Circle

বৃত্তের সূত্রাবলি:

কোনো বৃত্তের ব্যাসার্ধ r একক হলে
(i) বৃত্তের ব্যাস = 2r একক

(ii) বৃত্তের পরিধি =[tex]2\pi  \times[/tex] বৃত্তের ব্যাসার্ধ একক
=[tex]2\pi r[/tex] একক অথবা, [tex]\pi  \times[/tex] ব্যাস একক

(iii) বৃত্তের ক্ষেত্রফল = ([tex]\pi \times[/tex] (বৃত্তের ব্যাসার্ধ)2  বর্গ একক
                         =[tex]{1 \over 2}\pi {r^2}[/tex]বর্গ একক

(iv) অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা [tex]{{36} \over 7}r[/tex] একক

(v) অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল [tex]{1 \over 2}\pi {r^2}[/tex] বর্গ একক

([tex]\pi[/tex] এর মান ধরা হয় [tex]{{22} \over 7}[/tex])

যদি দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে R ও r ; (R > r)একক হয়, তবে তাদের পরিধি দুটি দ্বারা সীমাবদ্ধ বৃত্তবলয়ের ক্ষেত্রফল=[tex]\pi ({R^2} - {r^2})[/tex] বর্গ একক ।

*****

Comments

Related Items

বীজগণিত - পূর্বপাঠের পুনরালোচনা

পূর্বপাঠের পুনরালোচনা - চিহ্ন সংক্রান্ত সূত্র (Formula of Sign) , সূচক নিয়মাবলী (Law of Indices), উৎপাদক ও সমাধান সংক্রান্ত নিয়মাবলী (Some Laws of Factor and Solution), বিভিন্ন সূত্রাবলি (Different Formula)

সূচকের নিয়মাবলি (Laws of Index)

কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা একাধিকবার গুণ করার প্রক্রিয়াকে প্রকাশ করা হয় সংখ্যাটির মাথার ডানদিকে সংখ্যাটিকে যত সংখ্যক বার গুণ করা হয়েছে সেই সংখ্যাটি বসিয়ে। এই প্রক্রিয়াকে সূচকের নিয়ম বলে।

ব্যাপকতর ত্রৈরাশিক (Rules of Three)

ত্রৈরাশিক পদ্ধতির প্রতিষ্ঠিত সূত্রটিকে সম্প্রসারিত আকারে ব্যবহার করাকে ব্যাপকতর ত্রৈরাশিক বলে। প্রতিটি বিষয়ের মান দুটি দিয়ে ভগ্নাংশ তৈরির ক্ষেত্রে ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত হবে তার সিদ্ধান্ত নেবার সময় ধরে নিতে হবে যে অপর বিষয়গুলির মান অপরিবর্তিত থাকছে ।

পাটিগনিত - পূর্বপাঠের পুনরালোচনা

পূর্বপাঠের পুনরালোচনা- গড় (Mean), সরল গড়, গড় মানের চেয়ে মোট কমের পরিমান = গড় মানের চেয়ে মোট বেশীর পরিমান, গড়মানকে তথ্যগুলির কেন্দ্রীয় মান বা প্রতিনিধিত্ব মূলক মান হিসাবে ধরা হয়ে থাকে ...

Mathematics Syllabus class - IX

পাটি গণিত, বীজগণিত , জ্যামিতি, অঙ্কন, পরিমিতি, পিথাগোরাসের উপপাদ্য : বিবৃতি ও প্রয়োগ, অংশীদারী কারবার ও তার বিভিন্ন সমস্যায় অনুপাত ও সমানুপাতের প্রয়োগ । ত্রৈরাশিকের ব্যাপকতর প্রয়োগ ।