উৎপাদকে বিশ্লেষণ (Factorisation)

Submitted by arpita pramanik on Mon, 07/08/2019 - 09:46

উৎপাদকে বিশ্লেষণ (Factorisation) 

মনে করি x রাশির যদি সর্বোচ্চ ঘাত 2 হয় সেই রাশিকে দ্বিঘাত রাশি বলে । যেমন [tex]{x^2} + 3x + 2[/tex] এই রাশির সর্বোচ্চ ঘাত 2 . এর তিনটি পদের সোহাগ যথাক্রমে 1 , 3 , 2. এবার এই মধ্যে সোহাগ 3 কে বিশ্লেষণ করে কিরূপে রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তা লক্ষ্য করলে দেখা যায় এই সোহগটিকে এমন দুটি অংশে বিশ্লেষণ করতে হবে যাদের গুণফল প্রথম ও তৃতীয় সোহাগ এর গুণফলের সমান হয় । এই কাজটি পর্যবেক্ষণের সাহায্যে করতে হয় । এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে তার মধ্যে সোহাগ 3 কে আমরা এইরূপে প্রকাশ করতে পারি 3 = 1+2 এবং 3 এর বিশ্লেষিত দুটি অংশের গুণফল হল [tex]1 \times 2 = 2[/tex] যা প্রথম ও তৃতীয় সোহাগের গুণফলের সমান। এটিই মূলপদ্ধতি । এবার আমরা লিখতে পারি 

[tex]\begin{array}{l}
{x^2} + 3x + 2\\
 = {x^2} + \left( {1 + 2} \right)x + 2\\
 = {x^2} + x + 2x + 2\\
 = x\left( {x + 1} \right) + 2\left( {x + 1} \right)\\
 = \left( {x + 1} \right)\left( {x + 2} \right)
\end{array}[/tex]

অতএব দেখা যাচ্ছে (x+1) ও (x+2) হল [tex]{x^2} + 3x + 2[/tex] এই রাশির দুটি উৎপাদক । 

অন্যভাবেও আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। মনে করি যদি  [tex]f\left( x \right) = {x^2} + 3x + 2[/tex] হয় তাহলে x এর যে মানের জন্যে f(x) = 0 হবে তা নির্ণয় করতে হবে । এখানে দেখা যাচ্ছে x এর মান -1 ও -2 এর জন্যে f(x) = 0 হবে । গুণনীয়ক উপপাদ্য থেকে বলতে পারি (x+1) ও (x+2) হল f(x) এর দুটি উৎপাদক । 

এইভাবে f(x) = 0 করে উৎপাদক নির্ণয় পদ্ধতিকে বলা হয় শূন্য পদ্ধতি ( Vanishing method ) বা পরীক্ষা পদ্ধতি ( Trial Method ) ।

*****

Comments

Related Items

জ্যামিতি (Geometry)

লেখচিত্র ( Graph ), সামান্তরিকের ধর্ম (Properties of Parallelogram), স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয় ( Co-ordinate Geometry : Distance formula ), ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য ( Transversal and Mid-Point Theorem )

বাস্তব সংখ্যা (Real Number)

মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা গুলিকে একত্রিত করে যে সকল সংখ্যা পাওয়া যায় , তাদের বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যার দলকে R চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।

লেখচিত্র (Graph)

লেখচিত্র বলতে কি বোঝায় এবং ইহার প্রয়োজনীয়তা সম্মন্ধে তাহাদের স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। প্রাত্যহিক জীবনে লেখচিত্রের ব্যবহার অপরিহার্য। রোগীর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি , শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন হার , দ্রব্যমূলের হ্রাস বৃদ্ধি ইত্যাদি বহু তথ্য

বীজগণিত - পূর্বপাঠের পুনরালোচনা

পূর্বপাঠের পুনরালোচনা - চিহ্ন সংক্রান্ত সূত্র (Formula of Sign) , সূচক নিয়মাবলী (Law of Indices), উৎপাদক ও সমাধান সংক্রান্ত নিয়মাবলী (Some Laws of Factor and Solution), বিভিন্ন সূত্রাবলি (Different Formula)