Submitted by avimanyu pramanik on Thu, 03/18/2021 - 18:39

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' (Indian universities Act, 1904) নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন গঠনের উদ্দেশ্য ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির সংগঠন ও শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে সুপারিশ করা । কমিশনের দুজন ভারতীয় সদস্য ছিলেন, সৈয়দ হুসেন বিলগ্রামী এবং কোলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার গুরুদাস বন্দোপাধ্যায় । এই কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯০৪ খ্রিস্টাব্দের বিশ্ববিদ্যালয় আইন (Universities Act,-1904) বিধিবদ্ধ হয় । এই আইন বলে ভারতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর সরকারি নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয় । বিশ্ববিদ্যালয়গুলির সেনেট ও সিন্ডিকেটের সংখ্যা হ্রাস এবং মনোনীত সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয় । কলেজগুলি নিয়মিত পরিদর্শন এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের এলাকাও নির্দিষ্ট করে দেওয়া হয় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপের তীব্র সমালোচনা করলেও এই আইনের সাহায্যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় পঠন-পাঠনের ব্যবস্থা করেন এবং কলা ও বিজ্ঞান বিভাগে বিষয় বৈচিত্র আনেন ।   

*****

Comments

Related Items

'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

প্রশ্ন : 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

প্রশ্ন : স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখ ।

প্রশ্ন : দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখ ।

কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' -এর কী ভূমিকা ছিল ?

প্রশ্ন : কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' -এর কী ভূমিকা ছিল ?

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর ।

প্রশ্ন : ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর ।