ছোটো প্রশ্ন ও উত্তর : উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ
প্রশ্ন:- কোলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে কোলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে এবং কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল ?
উত্তর:- ১৮২৪ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল ।
প্রশ্ন:- সতীদাহ প্রথা কত সালে এবং কে নিষিদ্ধ করেন ?
উত্তর:- ১৮২৯ খ্রিস্টাব্দে গভর্নর-জেনারেল লর্ড বেন্টিঙ্ক সপ্তদশ বিধি নামে এক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ।
প্রশ্ন:- স্যার চার্লস উড কোন সালে তাঁর শিক্ষা-সংক্রান্ত প্রতিবেদন পেশ করেছিলেন ?
উত্তর:- স্যার চার্লস উড ১৮৩৫ খ্রিস্টাব্দে তাঁর শিক্ষা-সংক্রান্ত প্রতিবেদন পেশ করেছিলেন ।
প্রশ্ন:- ইংরেজি শিক্ষা প্রবর্তনের সরকারি সিদ্ধান্ত কত খ্রিস্টাব্দে নেওয়া হয়েছিল ?
উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে ইংরেজি শিক্ষা প্রবর্তনের সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।
প্রশ্ন:- কলকাতা মেডিকেল কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৩৫ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৩৯ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় ?
উত্তর:- ১৮৪৩ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় ।
প্রশ্ন:- শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?
উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ।
প্রশ্ন:- আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী ।
প্রশ্ন:- 'সত্যার্থ প্রকাশ' কে রচনা করেন ?
উত্তর:- 'সত্যার্থ প্রকাশ' রচনা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী ।
প্রশ্ন:- স্যার চার্লস উডের সুপারিশ অনুসারে কবে সরকারি দপ্তর খোলা হয় ?
উত্তর:- স্যার চার্লস উডের সুপারিশ অনুসারে ১৮৫৫ খ্রিস্টাব্দে সরকারি দপ্তর খোলা হয় ।
প্রশ্ন:- বিধবা-বিবাহ আন্দোলনে কে অগ্রণী হন ?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা-বিবাহ আন্দোলনে অগ্রণী হন ।
প্রশ্ন:- বিধবা-বিবাহ আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় ?
উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে বিধবা-বিবাহ আইন প্রবর্তিত হয় ।
প্রশ্ন:- আইন করে কে বিধবা-বিবাহ প্রচলন করেন ?
উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে তদানীন্তন বড়লাট লর্ড ডালহৌসি বিদ্যাসাগরকে সমর্থন করে হিন্দু বিধবা-বিবাহ আইন প্রণয়ন করলেও ১৮৫৬ সালের ২৬শে জুলাই ঐ আইনে স্বাক্ষর করে তা বিধিবদ্ধ করেন পরবর্তী বড়লাট লর্ড ক্যানিং ।
প্রশ্ন:- কলকাতা (শিবপুর) ইঞ্জিনিয়ারিং কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৫৬ সালে কলকাতা (শিবপুর) ইঞ্জিনিয়ারিং কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- কোলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৫৭ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
উত্তর:- কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল ।
প্রশ্ন:- ইন্ডিয়ান লীগ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- 'নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন' কত খ্রিস্টাব্দে পাস হয় ?
উত্তর:- 'নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন' পাস হয় ১৮৭৬ খ্রিস্টাব্দে ।
প্রশ্ন:- 'দেশীয় সংবাদপত্র আইন' কত খ্রিস্টাব্দে পাস হয় ?
উত্তর:- ১৮৭৮ খ্রিস্টাব্দে 'দেশীয় সংবাদপত্র আইন' পাস হয় ।
প্রশ্ন:- সাধারণ ব্রাহ্মসমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- শিবনাথ শাস্ত্রী ১৮৭৮ সালে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে নিযুক্ত হয়েছিল ?
উত্তর:- ১৮৮২ খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল।
প্রশ্ন:- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৮৫ খ্রিস্টাব্দে বোম্বাই-এর গোকুলদাস তেজপাল কলেজে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ।
প্রশ্ন:- পরমহংসমণ্ডলী কী ?
উত্তর:- ১৮৪৯ খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজের প্রভাবে মহারাষ্ট্রে পরমহংসমণ্ডলী নামে এক সংস্থা প্রতিষ্ঠিত হয় । এই সংস্থার সদস্যরা একেশ্বরবাদী ছিলেন ।
প্রশ্ন:- রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৯৭ খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- বিশ্ববিদ্যালয় আইন কত সালে রচিত হয় ?
উত্তর:- ১৯০৪ সালে বিশ্ববিদ্যালয় আইন রচিত হয় ।
প্রশ্ন:- স্যার চার্লস উড কে ছিলেন ?
উত্তর:- ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন স্যার চার্লস উড । তাঁর শিক্ষা-সংক্রান্ত নির্দেশনামা ভারতে ইংরেজি শিক্ষা প্রসারে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল ।
প্রশ্ন:- লর্ড মেকলে কে ছিলেন ?
উত্তর:- লর্ড মেকলে গভর্নর-জেনারেল লর্ড বেন্টিঙ্কের আইন পরিষদের সদস্য ছিলেন । তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশেষ সহায়তা করেন ।
প্রশ্ন:- আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?
উত্তর:- রাজা রামমোহন রায়কে, মতান্তরে লর্ড ডালহৌসিকে আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ।
প্রশ্ন:- কোন সমাজ-সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয় ?
উত্তর:- সমাজ-সংস্কারক রাজা রামমোহন রায়ের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয় ।
প্রশ্ন:- ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ।
প্রশ্ন:- 'লোকহিতবাদী' ছদ্মনামে কে পরিচিত ছিলেন ?
উত্তর:- উনবিংশ শতাব্দীতে মহারাষ্ট্রের গোপালহরি দেশমুখ 'লোকহিতবাদী' ছদ্মনামে পরিচিত ছিলেন ।
প্রশ্ন:- ডেভিড হেয়ার কে ছিলেন ?
উত্তর:- বাংলায় ইংরেজি শিক্ষার প্রসারের ক্ষেত্রে ডেভিড হেয়ার ছিলেন বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তি । তিনি একাধিক স্কুল ও কলেজ এবং স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- তত্ত্ববোধিনী সভার উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তর:- তত্ত্ববোধিনী সভার উদ্যোক্তা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ।
প্রশ্ন:- জ্যোতিবা ফুলে কে ছিলেন ?
উত্তর:- জ্যোতিবা ফুলে ছিলেন মহারাষ্ট্রের বিখ্যাত সমাজ-সংস্কারক । তিনি নারীসমাজের উন্নতিকল্পে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহন করেন ।
প্রশ্ন:- ডিরোজিও কে ছিলেন ?
উত্তর:- ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ অধ্যাপক এবং নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ । তিনি ১৮০৯ সাল থেকে ১৮৩১ সাল পর্যন্ত এই কলেজে অধ্যাপনা করেন ।
প্রশ্ন:- ডিরোজিও -র অনুগামীরা নামে পরিচিত ?
উত্তর:- ডিরোজিও -র অনুগামীরা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ।
প্রশ্ন:- মহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- মহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমদ খাঁ ।
প্রশ্ন:- ভারতে দ্বি-জাতি-তত্ত্বের প্রবর্তক কে ?
উত্তর:- ভারতে দ্বি-জাতি-তত্ত্বের প্রবর্তক হলেন সৈয়দ আহমদ খাঁ ।
প্রশ্ন:- প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ডঃ আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- প্রার্থনা সমাজ মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- থিওডোর বেক কে ছিলেন ?
উত্তর:- থিওডোর বেক ছিলেন আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ ।
প্রশ্ন:- ভারতীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- ভারতীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশব চন্দ্র সেন ।
প্রশ্ন:- নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- নববিধান ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন ।
প্রশ্ন:- শিকাগো বিশ্ব-ধর্ম সম্মেলনে কোন ভারতীয় অংশ নেন ?
উত্তর:- স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব-ধর্ম সম্মেলনে অংশ নেন ।
প্রশ্ন:- শিকাগো বিশ্ব-ধর্মসভায় শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন ?
উত্তর:- শিকাগো বিশ্ব-ধর্মসভায় শ্রেষ্ঠ বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ ।
প্রশ্ন:- ট্রান্সলেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে এর নাম কী হয় ?
উত্তর:- ট্রান্সলেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমদ এবং পরবর্তীকালে এর নাম হয় সাইন্টিফিক সোসাইটি অফ আলিগড়।
প্রশ্ন:- নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত কাকে বলা হয় ?
উত্তর:- অবনীন্দ্রনাথ ঠাকুরকে নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় ।
প্রশ্ন:- প্রার্থনা সমাজের একজন নেতার নাম উল্লেখ করুন ?
উত্তর:- প্রার্থনা সমাজের একজন নেতার নাম হল মহাদেব গোবিন্দ রাণাডে ।
প্রশ্ন:- স্বামী বিবেকানন্দ রচিত তিনটি গ্রন্থের নাম লেখো ?
উত্তর:- স্বামী বিবেকানন্দ রচিত তিনটি গ্রন্থের নাম হল— (১) পরিব্রাজক, (২) বর্তমান ভারত এবং (৩) প্রাচ্য ও পাশ্চাত্য ।
প্রশ্ন:- বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর:- বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ ।
প্রশ্ন:- নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন ?
উত্তর:- নীল দর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন ।
প্রশ্ন:- নীল দর্পণ নাটকে কোন কাহিনী পরিবেশিত হয়েছে ?
উত্তর:- নীল দর্পণ নাটকে নীল চাষীদের ওপর অত্যাচার ও দমনের কাহিনী পরিবেশিত হয়েছে ।
প্রশ্ন:- 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর:- 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।
প্রশ্ন:- উনিশ শতকের শেষদিকে প্রকাশিত একটি স্বদেশী সংবাদপত্রের নাম কী ?
উত্তর:- উনিশ শতকের শেষদিকে প্রকাশিত একটি স্বদেশী সংবাদপত্রের নাম হল 'অমৃতবাজার পত্রিকা' ।
প্রশ্ন:- 'বন্দেমাতরম' সংগীত কে রচনা করেন ?
উত্তর:- সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'বন্দেমাতরম' সংগীত রচনা করেন ।
প্রশ্ন:- 'আনন্দ মঠ' -এর রচয়িতা কে ?
উত্তর:- 'আনন্দ মঠ' -এর রচয়িতা হলেন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
প্রশ্ন:- 'পথের দাবী কে রচনা করেন ?
উত্তর:- 'পথের দাবী রচনা করেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
প্রশ্ন:- 'বন্দেমাতরম' সংগীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত ?
উত্তর:- 'বন্দেমাতরম' সংগীতটি আনন্দমঠ উপন্যাসের -এর অন্তর্ভুক্ত ।
প্রশ্ন:- বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক কে ছিলেন ?
উত্তর:- বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
প্রশ্ন:- ভারতসভার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- ভারতসভার প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
প্রশ্ন:- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন ।
*****
- 34314 views