জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড (The Jallianwalabagh Massacre)

Submitted by avimanyu pramanik on Mon, 04/23/2012 - 17:20

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড (The Jallianwalabagh Massacre) :

রাউলাট আইনের প্রতিবাদে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । ব্রিটিশ সরকার সভাসমিতি ও জমায়েতের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেন । সেই নিষেধাজ্ঞা অমান্য করে ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল পাঞ্জাবের হাজার হাজার মানুষ অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগের এক সংরক্ষিত উদ্যানে এক প্রতিবাদ সভায় মিলিত হন । সভা চলাকালে অমৃতসরের সামরিক শাসনকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এডওয়ার্ড হ্যারি ডায়ার ও তার সশস্ত্র বাহিনী সভাস্থলটি ঘিরে ফেলে কোনো রূপ সতর্কবার্তা ছাড়াই নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন । আবালবৃদ্ধবনিতার ওপর এই বর্বরোচিত গুলি চালানোর ঘটনায় বহু অসহায় শিশু, নারী, বৃদ্ধ ও যুবা হতাহত হন । সরকারি হিসেবে নিহতের সংখ্যা ৩৭৯ জন এবং আহত হন ১২০০ জন । সারাদেশ পুলিশের এই নিষ্ঠুর হত্যাকান্ডে স্তম্ভিত হয়ে যায় ।

ব্রিটিশ সরকারের বর্বর অত্যাচারের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর সরকার প্রদত্ত নাইট উপাধি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন । নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন "জালিয়ানওয়ালাবাগের বীভৎস ঘটনা সারা দেশে মহাযুদ্ধের হোম শিখা প্রজ্বলিত করেছিল" । গান্ধিজিও এই ঘটনায় মর্মাহত হন এবং ভারতবাসীর এই তীব্র ব্রিটিশ বিরোধী মনোভাব উপলব্ধি করে তিনি দেশব্যাপী এক বৃহত্তর আন্দোলনের ডাক দেন যার নাম অহিংস অসহযোগ আন্দোলন । এসময় খিলাফৎ আন্দোলন এই অসহযোগ আন্দোলনে শক্তি সঞ্চার করেছিল ।

*****

Related Items

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...

হান্টার কমিশন (Hunter Education Commission)

১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপণের সময় উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় । এই কমিশনের কাজ ছিল দেশে ইংরেজি শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করা । শিক্ষার প্রসারে হান্টার কমিশনের ভূমিকা এক অভিনব অধ্যায়ের সূচনা করেছিল । হান্টার কমিশনের সুপারিশগুলি ছিল ....

উডের ডেসপ্যাচ (Wood's Despatch of 1854)

শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড 'শিক্ষা বিষয়ক প্রস্তাব' (Wood's Education Despatch) নামে একটি শিক্ষা নীতি রচনা করে ভারতে পাঠান । ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সুপারিশ ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—     [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—       [মাধ্যমিক -২০১৭]