অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি

Submitted by avimanyu pramanik on Thu, 04/26/2012 - 15:36

বর্তমানে ভারতের রাষ্ট্রীয় কাঠামোয় ভারতে মোট ২৮টি অঙ্গরাজ্য, ৯ টি কেন্দ্র শাসিত অঞ্চল আছে । প্রতিটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি ।

ভারতের বর্তমান রাজ্য সমূহ (২০২১ সাল পর্যন্ত ) :

(১) অন্ধ্রপ্রদেশ,  (২) অরুণাচল প্রদেশ, (৩) আসাম, (৪) বিহার, (৫) ছত্রিশগড়, (৬) গোয়া, (৭) গুজরাট, (৮) হরিয়ানা, (৯) হিমাচল প্রদেশ, (১০) ঝাড়খন্ড, (১১) কর্ণাটক, (১২) কেরালা, (১৩) মধ্যপ্রদেশ, (১৪) মহারাষ্ট্র, (১৫) মণিপুর, (১৬) মেঘালয়, (১৭) মিজোরাম, (১৮) নাগাল্যান্ড, (১৯) ওড়িশা, (২০) পাঞ্জাব, (২১) রাজস্থান, (২২) সিকিম, (২৩) তামিলনাড়ু, (২৪) তেলেঙ্গানা, (২৫) ত্রিপুরা, (২৬) উত্তরপ্রদেশ, (২৭) উত্তরাখণ্ড, (২৮) পশ্চিমবঙ্গ ।

ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ :

(১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,  (২) চন্ডিগড়, (৩) দিল্লি, (৪) দাদরা ও নগর হাভেলি, (৫) দমন ও দিউ, (৬) লাক্ষাদ্বীপ, (৭) পন্ডিচেরি, (৮) জম্মু ও কাশ্মীর, (৯) লাদাখ ।

*****

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত (১৯৪৭-১৯৬৪)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের রাজনীতিতে 'লৌহ মানব' বলে পরিচিত ছিলেন—        [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন—          [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. একা আন্দোলনের নেতা ছিলেন—     [মাধ্যমিক-২০১৭]

স্যাডলার কমিশন (Sadler Commission)

১৯০৪ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ হবার পর দেশে উচ্চশিক্ষার প্রসার ক্রমশ বৃদ্ধি পায় । উচ্চশিক্ষাকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে ১৯১৭ খ্রিস্টাব্দে বড়লাট চেমসফোর্ডের সময় স্যার মাইকেল স্যাডলারের সভাপতিত্বে 'স্যাডলার কমিশন' গঠন করা হয় । স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই কমিশনের সদস্য ছিলেন ...